![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .
“ইউটিউবে অনেক ভিডিও পাবেন,‘প্রবাসীর বউকে একা পেয়ে কী করলেন,’ সেটার ষোল কোটি ভিউয়ারস, আমরা কি এটা নিয়ে কথা বলব ?” - মোস্তফা সরোয়ার ফারুকী ।
তোর হাসি মুখের ছবি দেইখা দুঃখ .......... ।
আমি টিফিনের সব টাকা জমায় ......... কিনিতাম ।
তুই দেইখা ল’রে ....... কেউ তো কারো নয় ।
উপরের লাইনগুলোর খালি ঘরে প্রথম ভাবনায় কোন শব্দটা মনে আসে ?
লাইনগুলো বর্তমানের হিট গান,“অপরাধীর”। গানটা ইউ-টিউবে আজ ১০ জুলাই দশ কোটি ছত্রিশ লক্ষের অধিকবার দেখা হয়েছে। যা বাংলা গানের একটা রেকর্ড !
এবার দেখা যাক খালি ঘরের শব্দগুলো :-
তোর হাসি মুখের ছবি দেইখা দুঃখ পুষাইতাম ।
আমি টিফিনের সব টাকা জমায় আবেগ কিনিতাম ।
তুই দেইখা ল’রে ত্রিভুবনে কেঊ তো কারো নয় ।
গানটা শোনার সময় তরুণ শ্রোতা শব্দগুলোতে এসে চমকে ভাবে, বাহ ! দারুনতো ।
এবার অন্য দুটা লাইন -
তোর নামের পাশের সবুজ বাতি আরতো জ্বলে না।
কেউ আর ফ্লেক্সিলোডের দোকানটাতেও ভিড় জমায় না।
অতি আধুনিক এই লাইন দুটাতে এন্ড্রয়েড প্রজন্মের কষ্টের কথা, জীবনের কথা খুবই চমৎকার ভাবে জীবন্ত হয়ে উঠেছে।
এভাবেই গানের প্রতিটা লাইনে শিল্পী এই প্রজন্মকে আর এই সময়কে মুন্সিয়ানার সাথে সুরে বেঁধেছেন।
তাই দুই মাসেই ইউটিউবে অপরাধী গানের ভিউয়ারস দশ কোটি হয়েছে। অদূর ভবিষ্যতে গানটির ভিউয়ার যদি একশ কোটি হয় বা গানটা নিয়ে যদি গবেষণা হয় ! অবাক হব না ।
গত ১৯ জুন ৭১ টিভিতে ঈদের বিশেষ টকশো জয়তু-তে চলচিত্র পরিচালক রুবাইয়ত হোসেন, অমিতাভ রেজা ও মোস্তফা সরোয়ার ফারুকী এবং চলচিত্র প্রযোজক আরিফুর রহমান ছিলেন। শোর এক পর্যায়ে উপস্থাপিকা উপহাস করেই বললেন, ‘ইদানিং মিডেলক্লাস ঘরনার অপরাধী গানটা ইউ-টিউবে সাসক্রাইব চার কোটির কাছাকাছি !” ( যদিও ১৯ জুন অপরাধীর ভিউয়ারস ছিল প্লাস/মাইনাস আট কোটি )
উত্তরে ফারকী বললেন,“ইউটিউবে অনেক ভিডিও পাবেন,‘প্রবাসীর বউকে একা পেয়ে কী করলেন,’ সেটার ষোল কোটি ভিউয়ারস, আমরা কি এটা নিয়ে কথা বলব ?”
উপস্থিত সবাই হেসে উঠলেন ।
বুঝুন, এরাই আমাদের মেধাবী পরিচালক, প্রযোজক - যারা ছবি বানাই ষোল কোটি দর্শকের জন্য, মিডেলক্লাসের জন্য। যে মিডেলক্লাস ছবি গ্রহণ করলে তাদের ছবি হিট, না করলে কপাল চাপড়ায়।
আর আমাদের মিডিয়াও যে কবে তরুণ প্রজন্মকে চিনবে, তাদের টোনটা ধরতে পারবে, কে জানে ?
পরিশেষে "অপরাধীর” শিল্পী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। সত্যি "অপরাধী" নিয়ে আমি গর্বিত।
( জয়তু অনুষ্ঠানটা ফেসবুকে আপলোড দেয়ার সময় উপস্থাপিকার উচ্চারিত ‘মিডেলক্লাস’ শব্দটা কেটে বাদ দিয়েছে ?)
১০ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৭
রাজু সিদ্দিক বলেছেন: ভাই আমি সাধারণত দূর্বল টিমকে সাপোর্ট করি। এতে হেরে গেলে কষ্ট পাই না, কিন্তু জিতে গেলে আনন্দের সীমা থাকে না। তাই খেলা শুরু হবার ১৫/২০ মিনিট পর সিদ্ধান্ত নিব, কোন টুমকে সাপোর্ট করব।
২| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৩
ফেনা বলেছেন: ঐ উপস্থাপিকা নিজেই একটা থার্ডক্লাস।
পাবলিক সবসময় কাজের মূ্ল্যায়ন দেয়। "অপরধী" গানটাকেও দিয়েছে। যারা পারা এমন কছু করতে তারাই এমন উটা কথা বলবে।
তাই বলে সামনে এগিয়ে যাওয়া বনধ করা যাবে না।
১০ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৮
রাজু সিদ্দিক বলেছেন: ঠিক বলেছেন, ভাল থাকবেন, ধন্যবাদ।
৩| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: 'অপরাধী' গানটা জাস্ট 'জাতে মাতাল তালে ঠিক' জাতি হিসেবে প্রমাণ করেছে আমাদের। ঠিক যেমন 'হোয়াই দিস কোলাভেরি' হুদাই হিট হয়েছিল। আর ছ্যাকা খাওয়া প্রজন্ম তো এসব পছন্দ করবেই...
১০ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৯
রাজু সিদ্দিক বলেছেন: ভাই, রবীন্দ্রসংগীতে কতগুলো ছ্যাকের গান আছে তা কি কখনও গুণে দেখেছেন?
আর হোয়াই দিস কোলাভেরির কথা বলছেন ? একটা চটুল গান হবার পরেও
কোলাভেরি গানটা কতগুলো এওয়ার্ড জিতেছিল তা জানেন ?
তার চেয়ে বড় কথা ভারতীয়রা কোলাভেরি নিয়ে গর্বই করে।
তুচ্ছতাচ্ছিল্য করে না ।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৫
রাজীব নুর বলেছেন: অপরাধী।
একজন বললেন, 'ভাই, আজ কোন দল সাপোর্ট করবেন?'
বললাম,'বেলজিয়াম। কারণ ফ্রান্স দ্বিতীয় রাউন্ডে প্রিয় দল আর্জেন্টিনাকে হারিয়ে আমাদের মনে খুব দুঃখ দিয়েছে। সুতরাং তাদের কোনো ভাবে সমর্থন দেয়া যায় না, কোনোভাবেই ক্ষমা করা যায় না।