নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজু সিদ্দিকের মননভুবন

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক

রাজু সিদ্দিক

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .

রাজু সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

মোসলমানদের শেষ সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্যের কথা বলছি

১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৪

অটোমান সাম্রাজ্যের একজন ক্ষমতাবান নারী ছিলেন কোসেম সুলতান। তার জীবন ভিত্তিক সিরিয়াল,"সুলতান সোলেমান কোসেম" দিপ্ত টিভিতে দেখাচ্ছে। এখন চলছে বদরাগী, অত্যাচারিত সুলতান চতুর্থ মুরাদের শাসনকাল ।
সুলতান মুরাদের এক কথা - আমার প্রতি অনুগত থাকো, তুমি নিরাপদ। আর যদি আনুগত্য হারাও তবে গর্দান হারাবে।
গত সাপ্তাহে সুলতানের প্রিয় কবি নেফির ফাঁশি দেয়া দেখানো হয়। কবি নেফির অপরাধ, সে সুলতান মুরাদ ও তার সভাসদের নিয়ে বিদ্রূপাত্মক ও সমালোচনা মূলক কবিতা লিখেছে । কবি নেফি ফাঁশির রশি গলায় পরতে পরতে আবৃতি করে -
"হে হৃদয়, পৃথিবীতে এখন মানুষ বলে কিছু নেই,
যদি থেকেও থাকে তাদের সত্য বলার সাহস নেই ।
এ সত্য জেনে আফসোস করো না যদি হও বুদ্ধিমান,
আসলে পৃথিবী নামের এ ভূখণ্ড এক অলিক স্থান।"
------------------------------
যদি তুমি অনুগত হও - গাড়ি, বাড়ি, মোবাইল - সব পাবে । মোবাইলের বিল পাবে। অবসরে গেলে ইনক্রিমেন্ট পাবে। পুরো পেনশনের তোলার পর আবার পেনশন পাবে !
: আর যদি আনুগত্য হারাও ?
: আফনে আমারে বেহুব পাইছইন ? আমারে দিয়া যিতা ইচ্ছা কওয়াইয়া লইতেন ! কইতাম না, আনুগুত্ত হারাইলে কিতা ইইত কইতাম না ??

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২১

সাইন বোর্ড বলেছেন: ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে কবির উচ্চারণ ভাল লাগল ।

২| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৪

মোস্তফা সোহেল বলেছেন: আমরা আম পাবলিক এত কিছু বুঝি না!

৩| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যুগে যুগে সত্যের জয় হয়।

৪| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৮

আবু তালেব শেখ বলেছেন: এই সিরিয়ালের কাহিনী নিয়ে অনেক বিতর্ক আছে। খোদ তুর্কিরাই মনে করে ইতিহাস বিকৃতি হয়েছে। তাই একজন শাষক কে অত্যাচারি বলা ভুল হবে।

৫| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৪

শামস্ মুকিত বলেছেন: ভাইয়ের মনে হয় একটু মামলা খাওয়ার ইচ্ছা হয়েছে।।। ব্যাপার না।।।

৬| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৪

শামস্ মুকিত বলেছেন: ভাইয়ের মনে হয় একটু মামলা খাওয়ার ইচ্ছা হয়েছে।।। ব্যাপার না।।।

৭| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৬

আবু তালেব শেখ বলেছেন: হুররম, নুরবানু,শাফিয়ে,কসেম এরা আসলে দাসী থেকে সুলতানা হয়েছিল।
ষড়যন্ত্র, ছলনা না করে ছাড়া এরা এতো ক্ষমতাবান হতে পারেনি। সুলতানদের নানা রকম কুপরামর্শ দিয়ে এরা নিজেদের সার্থ উদ্ধার করতো। ওয়ালিদে সুলতানা হয়ে ক্ষমতা কুক্ষিগত করতে এরা নিজেদের সন্তান কেও হত্যা করতে দ্বিধা করতো না।
সুলতান রাও মাগি ভক্ত ছিল তাই এদের কু পরামর্ষ মধুর মত গ্রহন করতো।

৮| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৬

আবু তালেব শেখ বলেছেন: হুররম, নুরবানু,শাফিয়ে,কসেম এরা আসলে দাসী থেকে সুলতানা হয়েছিল।
ষড়যন্ত্র, ছলনা না করে ছাড়া এরা এতো ক্ষমতাবান হতে পারেনি। সুলতানদের নানা রকম কুপরামর্শ দিয়ে এরা নিজেদের সার্থ উদ্ধার করতো। ওয়ালিদে সুলতানা হয়ে ক্ষমতা কুক্ষিগত করতে এরা নিজেদের সন্তান কেও হত্যা করতে দ্বিধা করতো না।
সুলতান রাও মাগি ভক্ত ছিল তাই এদের কু পরামর্ষ মধুর মত গ্রহন করতো।

৯| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৬

আবু তালেব শেখ বলেছেন: হুররম, নুরবানু,শাফিয়ে,কসেম এরা আসলে দাসী থেকে সুলতানা হয়েছিল।
ষড়যন্ত্র, ছলনা না করে ছাড়া এরা এতো ক্ষমতাবান হতে পারেনি। সুলতানদের নানা রকম কুপরামর্শ দিয়ে এরা নিজেদের সার্থ উদ্ধার করতো। ওয়ালিদে সুলতানা হয়ে ক্ষমতা কুক্ষিগত করতে এরা নিজেদের সন্তান কেও হত্যা করতে দ্বিধা করতো না।
সুলতান রাও মাগি ভক্ত ছিল তাই এদের কু পরামর্ষ মধুর মত গ্রহন করতো।

১০| ১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: হা হা হা--------

১১| ১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫২

ব্লগার_প্রান্ত বলেছেন: দেখি না, দেখার ইচ্ছাও নাই.....আচ্ছা, বলেন তো অটোমান কথাটার মানে কি? না পারলে গুগলে সার্চ দেন, মজা পাবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.