![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .
সৌদি খেজুর গাছের চারার দাম নাকি জাত ও বয়স ভেদে ৫-১০ হাজার টাকা !
বছর তিন/চার ধরে প্রতি রোজার শুরু থেকে কোরবানি ঈদের মাস দেড়েক পর অর্থাৎ হাজীগণ ফিরে আসা পর্যন্ত এবং বছরের বিভিন্ন সময় ওমরা পালনকারীদের কাছ থেকে প্রাপ্ত যত খেজুর খাই সবগুলোর বীজ ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে টবে বপন করি।
কিছুই হয় না।
হতাশায় এবার আর বীজ বপন করি নি -
তবে পুঁতেছি ।
বড়ই অযত্নে অবহেলায় আঙুল দিয়ে গুঁতিয়ে গুঁতিয়ে তিন ইঞ্চি ব্যাসের একটা টবে পুঁতেছি।
আর এবারই সেই তিন ইঞ্চি ব্যাসের টবে ছয় ছয়টা সৌদি খেজুরের চারা গজিয়েছে !!
অহন আমি কিতা করাম ??
০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০১
রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, ছবি দিলাম ।
২| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬
নতুন নকিব বলেছেন:
বেশ! সুবিধামত স্থানে লাগিয়ে দিন। ভালো ফলন হলে আর দাওয়াত দিলে আমরা তা গ্রহনের ব্যাপারে অগ্রিম আশ্বাস দিয়ে রাখছি।
৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১২
রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, আগাম দাওয়াত রইল ।
৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭
চাঁদগাজী বলেছেন:
এখন আপনার কাজ পানি ঢালা
০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯
রাজু সিদ্দিক বলেছেন: জ্বী আচ্ছা, ধন্যবাদ।
৫| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭
চাঁদগাজী বলেছেন:
গাছের পাতায় সৌদী পতাকা আঁকা আছে কিনা দেখবেন!
০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০
রাজু সিদ্দিক বলেছেন: আচ্ছা দাঁড়ান দেখতাছি !
৬| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২
কাওসার চৌধুরী বলেছেন:
এবার সৌদি খেজুরের চারার ব্যবসা শুরু করে দিন। প্রতি চারা ৫,০০০ টাকা হলেও (১০,০০০,০০০÷৫,০০০) = ২,০০০ চারা বিক্রি করে অল্প দিনে কোটিপতি হতে পারবেন।
৭| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪
রাজু সিদ্দিক বলেছেন: আপনার সুপরামর্শের জন্য ধন্যবাদ,
৮| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ, ছবি দিলাম ।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫
রাজীব নুর বলেছেন: ছবি দেন।