নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজু সিদ্দিকের মননভুবন

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক

রাজু সিদ্দিক

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .

রাজু সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

নিউটনের তৃতীয় সূত্র

২০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:০০

: ভাই, নিউটন আঙ্কেলের ৩৩৩ বছর পুরানা একটা সূত্র আছে না, "সব মাইরের সমান ও উল্টা মাইর আছে ?"
: হু।
: এই সুত্র বলে ইন্ডিয়ার বিজ্ঞানী, অজয় শর্মা বদলাইয়া দিব ?
: হু, বস্তু যদি গোলাকার, অর্ধবৃত্তাকার, ছাতার মত ত্রিভূজাকার, পাইপের মত লম্বা, কোনাকৃতি, সমতল বা অসম আকারের হয়, তাহলে নিউটনের তৃতীয় সূত্র, "সকল ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া" অনুসারে সমান প্রতিক্রিয়া হবে না বলে অজয় শর্মার দাবি । আর এটাই সে প্রমান করতে চায় ।
: আর এই প্রমানের এই জন্যে অজয়দা মোদীর কাছে ১০/১২ লাখ চাইছে ?
: হু ।
: ১০/১২ লাখ ? আমারে হাজার বারোশো দিলেই প্রমান কইরা দিতে পারি !
: কিভাবে ?
: ক্যামনে আবার - আজকে ঘোষণা দিমু, পল্টনে এক বিরাট জনসভা আছে, জয়বাংলা।
তারপর কালকে আবার ঘোষণা দিমু, আজ পল্টনে এক বিরাট জনসভা আছে, বাংলাদেশ জিন্দাবাদ !
এরপরেই ক্রিয়ার কত প্রকার ও কি কি প্রতিক্রিয়া আছে, তা উদাহরণসহ আপনারে বুঝাইয়া দিব ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: ফানি।

২| ২০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৫৮

তারেক_মাহমুদ বলেছেন: হা হা হা, মন্দ বলেননি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.