নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজু সিদ্দিকের মননভুবন

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক

রাজু সিদ্দিক

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .

রাজু সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

এই টাকা কে পাঠালোর আপডেট

০৫ ই মার্চ, ২০২০ রাত ৮:০৯

গতরাতে ডাচবাংলা ব্যাংকের কর্পোরেট নাম্বার 16216 থেকে মেসেজ এসেছিল আমার নাম্বারে টাকা এসেছে । এ বিষয়ে গতরাতে একটা লেখা প্রকাশ করেছিলাম।
যাই হোক আজ সকালে প্রথমে একটা জিপি নাম্বার থেকে কল আসে, "ভাই, কাল রাতে ভুলে আপনার নাম্বারে চার হাজার টাকা চলে গিয়েছিল। টাকাটা খুব দরকার । ভাই, মেডিকেলে এক রুগীর কাছে টাকাটা পাঠাইছিলাম।"
ঃ আমারতো রকেটের একাউন্টই নেই, সেই ক্ষেত্রে টাকা আসবে কিভাবে ?
ঃ ভাই টাকাটা খুব দরকার, পাঠায়ে দেন ভাই ।
ঃ বুঝতে পারছেন না ? আমি যে বলছি, আমার রকেট একাউন্ট নাই ।
কলার লাইন কেটে দেয়। কথা বলার সময়েই একটা রবি নাম্বার থেকে মিসকল ঢুকে। লাইন কাটার সাথে সাথে আবার রবির কল আসে।
ঃ হ্যালো
ঃ হ্যালো, কাল রাতে আমার ভাই ভুলে আপনার মোবাইলে চার হাজার টাকা পাঠায়ে দিছে।
ঃ কিভাবে ? আমারতো রকেটের একাউন্ট নাই ।
ঃ ভাই টাকাটা খুব দরকার, আজই আমার ভার্সিটিতে জমা দিতে হবে, ঢাকা ভার্সিটিতে ।
ঃ শুনেন, আপনার ভাই মাত্র বলেছে রুগীর জন্য টাকা পাঠিয়েছে আর আপনি বলছেন, ইউনিভার্সিটির টাকা ! আগে দুজনে মিলে ঠিক করেন কি অজুহাতে টাকা নিবেন ??
আমি লাইন কেটে দেই । দিয়ে ডাচবাংলার কাস্টমার কেয়ারে ১৬২১৬ কল দেই । কাস্টমার কেয়ার থেকে জানায়, "এমনটা হতেই পারে, কেউ ভুলে বা ইচ্ছে করে আপনার নাম্বারে টাকা পাঠাতে পারে। আপনি ৭২ ঘন্টার মাঝে রকেট একাউন্ট খুলে টাকাটা রিসিভ করতে পারেন। "
ঃ আমি যদি একাউন্ট ওপেন না করি, সেই ক্ষেত্রে কি টাকাটা প্রেরকের একাউন্টে ফেরত যাবে ? আমি জানতে চাই।
ঃ বিষয়টা তেমন না, একাউন্ট নাই এমন কারো নাম্বারে কেউ ভুলে টাকা পাঠালে। আর রিসিভার একাউন্ট ওপেন করার আগেই যদি যে পাঠিয়েছে সে আমাদেরকে বিষয়টা জানায়, সেই ক্ষেত্রে আমরা টাকাটা তার একাউন্টে রিটার্ন দিয়ে দেই।
ঃ থ্যাংকিউ, থ্যাংকিউ । আমি লাইন কাটি ।
যাক এইবার নাকে তেল দিয়া ঘুমাই ।

( বাই-দ্য-ওয়ে : গতরাতের লেখায় আমি বলেছিলাম টাকা এসেছে ২৬০০/- কিন্তু টাকা এসেছিল ৪০০০/- আমি ইচ্ছে করে অরিজিনাল ফিগারটা বলি নি !
তাইলে অই দুই ভাই বিষয়টা জানলো ক্যামনে ? )

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০২০ রাত ৮:১৩

জাহিদ হাসান বলেছেন: কিছুই বুঝলাম না।

০৫ ই মার্চ, ২০২০ রাত ৮:২৫

রাজু সিদ্দিক বলেছেন: আমার গতকালকের লেখাটা পড়লে বুঝতে পারবেন আশা ককরি।
ধন্যবাদ

২| ০৫ ই মার্চ, ২০২০ রাত ৮:৪৮

করুণাধারা বলেছেন: আপডেট দেয়ায় ধন্যবাদ। কত খবর দেখি, একবারে শেষ, কোন আপডেট দেয় না।

৩| ০৫ ই মার্চ, ২০২০ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: নিশ্চিন্ত হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.