নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজু সিদ্দিকের মননভুবন

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক

রাজু সিদ্দিক

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .

রাজু সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

অতিথি

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০১

ঘুমিয়েছি এক পৃথিবীতে, জেগে দেখি অন্য এক !
নিউইয়র্ক যেন শুয়ে আছে কফিনে,
পেরিসের রাস্তায় মৃতরা দেয় আড্ডা,
ইটালির হেলানো দালান লাসে লাসে আরও হেলে যায় ।
কাবা ?
না, কেউ তাওয়াফ করে না !
এখন আলিঙ্গনতো দূর ! প্রতিটি স্পর্শ এক একটি বোমা !
বদলে গেছে ভালবাসার সংগা -
বাবা-মা এবং বন্ধুদের সাথে দেখা না করাই শ্রেষ্ঠ ভালবাসা !
হঠাৎই সবাই বুঝতে পারে শক্তি, সৌন্দর্য, অর্থ বা ক্ষমতা সবই - মূল্যহীন !
একমাত্র অক্সিজেনই মহা মূল্যবান ।
যে অক্সিজেনের তরে আত্মা করে লড়াই ।
কেউ পায়, কাউকে চিরতরে হারাই ....
এভাবেই মানুষ মানুষকে মানুষের খাঁচায় আটকে রাখে ।
কিন্তু জগৎ ?
জগৎ তার জীবন ও সুন্দর চালিয়ে যায় ।
... ভাবছো এটা গেইম ?
না,
এটা গেইম না,
এটা একটা বার্তা : -
তুমিই একমাত্র প্রয়োজনীয় না ।
তোমাকে ছাড়াই বাতাস, পৃথিবী, জল এবং আকাশ ঠিক আছে, ঠিক থাকবে ।
আর যদি তুমি ফিরে আসো
বা আসো খাঁচা থেকে বেরিয়ে ঃ
মনে রেখো -
তুমি কেবলই এক অতিথি,
প্রভু নয় ।

অনুদিত ও পরিমার্জিত : রাসি

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:১২

বিজন রয় বলেছেন: এটা একটি আন্তর্জাতিক কবিতা।
ভাল লেগেছে।

২| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৩| ১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৪| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৭

নেওয়াজ আলি বলেছেন: অত্যন্ত চমৎকার একটি লেখা উপহার দিলেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.