![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .
Bleeding Heart
আমার বারান্দা বাগানের 'Bleeding Heart !'
গন্ধহীন এ ফুলের গঠনের কারণে এ নামকরণ । ফুটন্ত 'ব্লিডিং হার্ট’' দেখতে হার্টের আকৃতির এবং তা থেকে লাল রঙের পরাগদণ্ড বের হয় - যা দেখে মনে হয়, যেন রক্তক্ষরণ হচ্ছে।
এর কোন বাংলা নাম নেই । তবে আমাদের প্রিয় হুমায়ুন আহমেদ এ ফুলের নাম দিয়েছেন ‘হৃদয়ে রক্তক্ষরণ’।
'ব্লিডিং হার্ট' নামকরণ নিয়ে অনেক মিথ পৃথিবীময় ছড়িয়ে আছে। তার একটা এমন - জাপানে অনেক দিন আগে এক ছেলে ভালোবেসে এক মেয়েকে একজোড়া খরগোস উপহার দেয়। মেয়েটি তা ফিরিয়ে দেয়। ছেলেটি কষ্ট পেলেও হাল ছাড়ে না। সে এবার মেয়েটিকে একজোড়া কানের দুল উপহার দেয় । মেয়েটি যথারীতি তাও ফিরিয়ে দেয়। অবুঝ প্রেমিক শেষবারের মতো মেয়েটিকে একজোড়া জুতা উপহার দেয় । মেয়েটি তাও ফিরিয়ে দেয়। এই কষ্টে-দুঃখে ছেলেটি হারিকিরির করে নিজের জীবন দিয়ে দেয়। আর সেখানে জন্ম নেয় এক ফুল গাছ - ব্লিডিং হার্ট ।
গল্পমতে, এ গাছের ফোটা ফুলের প্রথম দুটি পাপড়ি খরগোসকে, পরের দুটি পাপড়ি কানের দুল আর শেষের দুটি পাপড়ি একজোড়া জুতার ইঙ্গিত বহন করে।
কারো কারো মতে এই ফুলের আদি নিবাস সাইবেরিয়া, চীনের উত্তরাঞ্চল, কোরিয়া বা জাপান। আবার কারো মতে এর আদি নিবাস পশ্চিম আফ্রিকা।
আদি নিবাস যেখানেই হোক সর্বপ্রথম স্কটিশ বোটানিস্ট এন্ড প্ল্যান্ট হান্টার, রবার্ট ফরচুন ১৮৪০ সালে ব্লিডিং হার্টকে ইংল্যান্ডে এনে ফুলপ্রেমীদের কাছে পরিচয় করিয়ে দেন ।
এশিয়ার অধিকাংশ মানুষের মত bleeding heart এর এশিয়ার জ্ঞাতি ভাই Asia Bleeding Heart-ও একটা বজ্জাতের ধারী । এই ফুলের সারা শরীরেই বিষ । আপনি ভালবেসে একটু ছুঁয়ে দিলেনতো অ্যালার্জিতে আপনার শরীর লাল দাগে ভরে যাবে। শ্বাস নিতে কষ্ট হবে। বমির ভাবে মাথা গুলিয়ে উঠবে ।
তাই জাত না চিনে এ ফুল প্রিয়ার খোপায় দেয়াতো দূর ! স্পর্শ করাই উচিত না ।
তার রক্তক্ষরণ হোক, গাছের ডালে দুলে দুলেই তার রক্তক্ষরণ হোক ।
২| ০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এশিয়ান ব্লিডিং বার্ট ফুলটি প্রথম দেখাতেই মনে হবে ক্ষত হৃদয়
বেঁয়ে বিন্দু বিন্দু টকটকে লাল রক্ত ঝরে নিচে পড়ছে। তবে সুন্দর এই
মনোরম দৃশ্য স্পর্শ করলে যে কেউ মৃত্যুবরণ না করলেও মারাত্মক
ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে। কেননা, বেয়ে পড়া রক্তাভ অংশটির
পুরোটাই বিষ এবং বিষ।
এজন্য ‘হৃদয় ফুল’কে প্রাণঘাতি সৌন্দর্যও বলা হয়।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০২০ রাত ৩:০৮
রাজীব নুর বলেছেন: ফুলের শরীরেও যে বিষ থাকে তা জানলাম না।