![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .
বয়স কমবেশী ৮০ । অনেক দিন আমাদের বাসায় কাজ করেছেন । শেষের দিকে আমার ফ্লাটের বিছানা ঝাড়া মোছা, কাপড় ধোয়া, সব কাজ উনি করতেন । ঘরের প্রতিটা জিনিষ গুছিয়ে রাখতেন, এক টুকরা কাগজও এদিক সেদিক হতো না ।
কি এক অদ্ভুত মায়ায় উনি আমাকে আমার নামে কখনো ডাকতেন না, ডাকতেন রাজন বলে। বাসার অন্য কেউ যদি আমার কিছু ধরতো বা ব্যবহার করতো, যেমন - আমার টাওয়েল, গ্লাস, প্লেটে, এমন কি পানির বোতলটাও - অমনি উনি ওটা নিয়ে বলত -"এইডা রাজনের, রাজনের, এইডা ধরছো ক্যাঁ, এঁয় ?"
জীবনে চলার পথে ছোটবড় কত মানুষের কতরকম ভালবাসায় যে মানুষ বাঁধা পড়ে !
বাসাবাড়ির কাজ করা ছেড়ে দিয়েছেন ১০/১১ বছর। মাঝে মাঝে আসতেন, বড় আপার সাথে দেখা করতেন, আমার সাথে দেখা করতেন, সুখ দুঃখের গল্প করতেন । সামর্থ অনুসারে তাঁর সুখদুঃখে পাশে থাকার চেষ্টা করতাম । গত ডিসেম্বরে আমার করোনার সময় শেষ আসেন, দেখি শারীরিক অবস্থা খুবই খারাপ, আমি ঘরের বাইরে বসতে দিয়ে জানাই, আমার করোনা । বিষয়টা উনার পছন্দ হয় নি, তাই রেগে বলেন, "তোমার জ্বর কয়দিন ধইরা, এঁয় ? আমি পনেরো দিন ভুইগা আইছি, পনেরো দিন । ইতা কিছু না, কিছু না ।"
কিন্তু আজ, আজ উনি মারা গেলেন,(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
আজ রাজুর মন কতটা খারাপ জানি না, তবে আজ রাজনের মন অনেক খারাপ ।
অনেক,
অনেক খারাপ ।
০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৬
রাজু সিদ্দিক বলেছেন: আমিন
২| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৫৭
চাঁদগাজী বলেছেন:
আপনাকে আপন হিসেবে নিয়ে ছিলেন।
০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৭
রাজু সিদ্দিক বলেছেন: জ্বী, সন্তানতুল্য দেখতেন
৩| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪৩
রাজীব নুর বলেছেন: আপনাকে সত্যিকারের ভালোবাসতে। কিছু ভালোবাসা কি তাকে ফেরত দিতে পেরেছিলেন?
১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৪০
রাজু সিদ্দিক বলেছেন: কতটা পেরেছি জানি না, তবে চেষ্টা করেছি ।
৪| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৭
ওমেরা বলেছেন: আমি যখন ছোট আমাদের বাসায় একজন বয়স্ক মহিলা কাজ করতো আমি তাকে দাদু ডাকতাম , উনি খুব সুন্দর আর খুব ভালো ছিল ।আমাকে আদরও করতো, হয়ত বেঁচে নেই কিন্ত কথা আমার খুব মনে পরে মাঝে মাঝে।
আল্লাহ উনাকে ভালো রাখুন।
১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৪১
রাজু সিদ্দিক বলেছেন: আমিন ।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৫৪
মা.হাসান বলেছেন: ওনার আত্মার শান্তি কামনা করছি।