নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুফীবাদ

এসো মোরা মাওলাইয়াত কে গড়ে তুলি।

রেজভী শরীফুল ইসলাম

রেজভী শরীফুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

সুফীবাদ আন্দোলন

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬

"‍‍‍‌" গরতু খাহী হাম নশীনি বা খোদা

গো নশীনি আন্দরে হুজুরে আউলিয়া ""। ( মসনবি শরীফ )

অর্থ্যাৎ ঃ যদি তুমি আল্লাহ পাকের সান্নিধ্য লাভের ইচ্ছা পোষণ কর, তবে তুমি আউলিয়া কেরামের দরবারে বস।

অর্থ্যাঃ যদি কোন ব্যক্তি এই দুনিয়াতে আল্লাহ পাকের সাক্ষাৎ লাভের ইচ্ছা পোষণ করে থাকে , তবে তারা যেন আল্লাহ পাকের প্রিয় বান্দাদের দরবারে বসে। তিনিরা আল্লাহর প্রেমের রং এ রন্জিত হয়ে আল্লাহ ময় হয়ে গেছে।তাই তাদের দরবার কে আল্লাহর দরবার বলে ঘোষণা দেওয়া হয়েছে



"" খাওয়াহি কে রাখম বানিদার বেহারা মান

বানগরমান আয়না ওয়েম ও সিত খোদা আজ মান ""। ( দিওয়ানে খাজা মইনুদ্দিন চিশতী )

অর্থ্যাৎ ঃ যদি তুমি খোদার মুখ দেখতে চাও তা হলে আমার চেহারার দিকে তাকাও। আমি তার আয়না, সে আমা হতে আলাদা নয়।



আমাদের সমাজ আজ কুচুরিপানায় ভরে গেছে । তাই যে দিকে তাকাই সে দিকে শুধু সবুজ দেখা যায়। আসলে কুচুরিপানার নিচে যে পানি আছে তা বুঝাই যায় না। অর্থ্যাৎ আজ সমাজে আলেমের অভাব নাই, কিন্তু তাদের মাঝে ব্যাহিক ইসলাম আছে, আসলে ইসলামের মূল জিনিস নাই। তা হচ্ছে সুফীবাদ। নবীজি নিজেই সাহাবাদের নিয়ে আসহাবে সুফফা গঠন করে ছিলেন।



আমরা যদি পানির উপর থেকে কুচুরিপানা সড়াই, তাহলে নিচে পানি দেখা যায়। অর্থ্যাৎ সত্য একটু গভীরে থাকে, তা গবেষণা করে উৎগাঠন করতে হবে। তা হলে সত্য দিবালোকের ন্যায় ধরা দিবে।



‌‍" ‍নিজ সনে চিন তারে " অর্থ্যাৎ আল্লাহ কে চিনতে হলে, জানতে হলে কেবল মাত্র নিজের মধ্যে নিজেকেই চিনতে হবে । অন্য কোথাও নয়। কারণ, আল্লাহর প্রকৃত ও আসল পরিচয়ের স্থানটি যে কেবল তোমারই মাঝে বিরাজ করছে। তাই মাওলা আলী বলেছেন, " হাজাল কুরানু সামিতুন ওয়া আনাল কুরানু নাতিকুম" অর্থ্যাৎ এই কোরান তো কথা বলে না, আর আমি হলাম জীবন্ত কোরান। তোমার মাঝেই লুকিয়ে আছে আল্লাহর পরিচয়। সেই পরিচয়ের পরিচিতির মিলন কেমনে পাবে? বাবা বু -আলী শাহ কলন্দর বলেছেন " তা - তুই ইয়ারে গরদাদ ইয়ারে তু-চু ' নাবাশি ইয়ারে বাশাদ ইয়ারে তু " অর্থঃ যে পর্যন্ত তোমার তুমিটি থাকবে সে পর্যন্ত তুমি মাশুক কে পাবে না। যখন তোমার তুমিাট আর থাকবে না কেবল তখনই তুমি আল্লাহকে পাবে।



তাই মহানবী বলছেন, " আল ইনসানু সিররী ওয়া আনা সিররুহু " অর্থ্যাৎ মানুষ আমার রহস্য এবং আমি মানুষের রহস্য। তুমিই যে তাঁর একমাত্র রহস্য সে কথা স্পষ্ট করে অনেক বার ঘোষণা করা হয়েছে।



আর কোরান বলছে, " ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন " অর্থ্যাৎ আমি তোমাদের নফসের সাথে মিশে আছি , সুতরাং তোমরা কি দেখছ না ?

মহানবী বলছেন, " আল ফাকরু ফাখরি ওয়াল ফাকারু মিনহি " অর্থ্যাৎ আমি সন্ধানীর ভেতর এবং সন্ধানী আমার ভেতর। সুরায় হাদিদে আল্লাহ বলছেন " ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম " অর্থ্যাৎ তুমি যেখানে তিনিও ( আল্লাহ ) সেখানেই আছেন।



তাই মহানবী বলছেন, "" লা ইয়াকবালুল্লাহু তায়ালা ইবাদাতিল আবদি বি গায়রি মারেফাতিল্লাহি তায়ালা ইন কানা আল ফাসানা "" অর্থ্যাৎ গ্রহনীয় হইবে না কোন বান্দার ইবাদত আল্লাহর নিকট , মারেফাতের ইবাদত ব্যতিত যদি ও সে হাজার ও বছর ইবাদত করে। ( চলবে.......)





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.