![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবু হুরায়রা রাদিয়াহু আনহু থেকে বর্ণিত, রাসূলু্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: " আল্লাহ বলেন আমার বান্দা যখন কোন পাপ করার ইচ্ছা করে, তখন তোমরা তা লিখ না যতক্ষণ না সে তা করে। যদি সে তা করে সমান পাপ লিখ। আর যদি সে তা আমার কারণে ত্যাগ করে, তাহলে তার জন্য তা নেকি হিসাবে লিখ।
আর যদি সে নেকি করার ইচ্ছা করে কিন্তু সে করে নি, তার জন্য তা নেকি হিসাবে লিখ।অতঃপর যদি সে তা তাহলে তার জন্য তা দশগুণ লিখ থেকে সাতশ গুণ পযন্ত লিখ"। (বুখারী ও মুসলিম)
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০
বিকেল বলেছেন: আল্লাহ আমাদের পাপের পথ পরিহার করে পবিত্র পুন্নের পথে ধাবিত করুন ...