নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুফীবাদ

এসো মোরা মাওলাইয়াত কে গড়ে তুলি।

রেজভী শরীফুল ইসলাম

রেজভী শরীফুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আউয়াল = আগে বা পূর্বে । জাহের = প্রকাশ্ । বাতেন = গোপন । আখের = শেষ ----ব্যাখ্যা

২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৪

আউয়াল = আগে বা পূর্বে ।

জাহের = প্রকাশ্ ।

বাতেন = গোপন ।

আখের = শেষ ।



*মহানবী আগেও ছিলেন তাহলে অন্য নবী আসে কি করে ? তবে কি মহানবী হযরত মোহাম্মদ নিজেই ভিবিন্য নবী পয়গাম্বর রুপে দুনিয়ার মানুষকে হেদায়্ত করতে এসেছিলেন !



*মহানবী প্রকাশ্যে অর্থাৎ চদ্দশত বছর পূর্বে জাজিরাতুল আরবের মাটিতে স্বশরিরে অভিবুত হয়ে মানুষ কে হেদায়াত করেছেন ।



*মহানবি গোপনে তথা অদৃশ্য জগতেরও বাদশা এবং তিনি মানুষের মাজে সদাসর্বদা আছেন ও থাকেন তাই মানুষ জীবিত সক্রিয় থাকতে পারে কেননা মানুষের হায়াত বা ক্রিয়াক্ষমতাটাই মহানবী তাই কোরানে এসেছে (হায়াতুল মুরসালিন নবি)

এই গোপন বিষয়টি বুঝার পর কিছু উক্তি মুখ থেকে নিঃসৃত হলো



ধমের সাথে খেলছে ধমে জাতে আর সেফাতে

ঘরে ঘরে আছে রাসুল আনফাসের সাথে ।।



শিং দরজায় দেও পাহারা

অধঃর চানকে যাবে ধরা

ধরা যায়না নিরিক ছাড়া

শুধু নফিএসবাতে ।।

ঘরে ঘরে আছে রাসুল আনফাসের সাথে ।।



*মহানবী শেষ পর্যন্ত আছেন বা থাকবেন তাহলে ইমাম মেহেদি (আঃ) কে পণ্ডিতি করার কি দরকার আছে নাকি ইমাম মেহেদি রূপে মহানবি নিজেই আগমন করিবেন ? শেষ বলতে শুধো চদ্দশত শত বছর আগের শেষই শেষ নয় এবং কিয়ামতে পরে হাশরের দিনকেই শেষ বলা যাবে না বরং তার পরেও শেষ কথাটার কর্জ বাকি থেকে যায় ।



*ছোট একটা জোক শুনাই = এক লোক বলছে ভাই আজকে ভগবান শ্রী কৃষ্ণ(রাঃআঃ) এর প্রতিমা দেখে আসলাম , পাশেই ছিলেন এক মহা পণ্ডিত বিজ্ঞ মাউলানা , তিনি নাউজুবিল্লা বলে ঐ যায়গার বাতাস কে ঘোলাটে করে তুল্লেন ।



মাউলানা সাব কে বললাম কয়জন নবীর নাম জানেন ? তিনি বলছেন কোরানেই তো আছে সব । বলেন তো দেখি ! সাতাইশ আটাইশ জনের নাম বলেই থেমে গেলো , আমি বললাম এই কত জন ? মাউলানা বলে কোরানে যা আছে তাই বললাম আমি বললাম সর্বমোট নবিরাসুল এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার , আপনি বললেন মাত্র পঁচিশ ত্রিশ জনের ? মাউলানা টাস্কি খাইয়া গেলো ! আরে তাই তো ! যদি কোরানের লিখার বাহিরে নবীদের মধ্যে শ্রী কৃষ্ণ (রাঃআঃ) থেকে থাকে ! কথার কথা ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৪

মুদ্‌দাকির বলেছেন: পড়ে মাথা মোটা হয়ে গেল !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.