নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঙালি পরিচয় এবং জাতিসত্তা একটি গভীর, বহুমাত্রিক এবং ঐতিহাসিকভাবে জটিল বিষয়। অনেকেই মনে করেন, বাঙালি মানে একক একটি জাতি বা এথনিসিটি। তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বাঙালিদের জাতিগত পরিচয় কোনো নির্দিষ্ট এথনিসিটির মধ্যে সীমাবদ্ধ নয়। এটি একটি সংকর জাতিসত্তা, যা ইতিহাসের নানা সময়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর সংমিশ্রণে গড়ে উঠেছে।
ইংরেজ জাতিসত্তার উদাহরণ দিলে বিষয়টি আরও স্পষ্ট হবে। "ইংরেজ" শব্দটি মূলত একটি পরিচয়, একটি জাতিগত বা এথনিসিটি নয়। ইংল্যান্ডের স্থায়ী বাসিন্দা ও যুক্তরাজ্যের নাগরিক যেকোনো মানুষকে ইংরেজ হিসেবে চিহ্নিত করা হয়। এথনিসিটি হচ্ছে অ্যাংলো স্যাক্সন যাদের কে আমরা ইংরেজ এথনিসিটি বলে ভুল করি। বহু ইংরেজ আছে যারা অ্যাংলো স্যাক্সন ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই। আপনি একজন ইংল্যান্ডের স্হায়ী বাসিন্দা ও যুক্তরাজ্যের নাগরিক কে ইংরেজ মানতে অস্বীকার করলে আপনাকে চরম রেসিস্ট হিসেবে ট্রিট করা হবে। আধুনিক অভিধান খুলে দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। মডার্ন কনসেপ্টে ভাষা দিয়ে একটা এথনিসিটি বিচার করা যায় না। আপনি যেই এথনিসিটি থেকে আসছেন আপনি হয়তো আপনার সমগোত্রের অন্যদের কমন ভাষায় কথা নাও বলতে পারেন। যেমন বহু প্রবাসীদের সেকেন্ড জেনারেশন বাংলায় কথা বলতে পারে না, তো তাদের কি বাঙালি বলবেন না?
ইতিহাস থেকে জানা যায় এই অঞ্চলের নাম ছিল ভংগ/বঙ্গ। বঙ্গ থেকে এসেছে বাংলা আর বাংলার অধিবাসীদের কেই বাঙালি বুঝানো হয়। শুধু আমার মাতৃভাষা বাংলা দেখে আমি বাঙালি না, আমি বাংলার অধিবাসী দেখেও আমি বাঙালি। আমরা কেউ ইন্দো-আর্য বাঙালি, কেউ ইন্দো-মঙ্গলীয় বাঙালি যেমন চাকমা, মারমা সম্প্রদায়। বাঙালিদের ভাষায় ভিন্নতা আছে, ভিন্নতা আছে গায়ের রং, ধর্ম, গোত্র শারীরিক গঠন এবং সংস্কৃতিতে। কিন্তু দিনশেষে আমরা এক জাতি।
বাঙালি জাতীয়তাবাদ হল এমন একটি চেতনা, যা আমাদের বৈচিত্র্যের মধ্যেও ঐক্যের বার্তা দেয়। আমাদের মধ্যে ভাষা, ধর্ম, শারীরিক গঠন, এবং সংস্কৃতিগত পার্থক্য থাকা সত্ত্বেও আমরা এক জাতি। এই ঐক্যের ধারণাই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি।
বাঙালির জাতীয়তাবাদ আমাদের ইতিহাসের প্রতিটি ধাপে শক্তি জুগিয়েছে। এই চেতনার মাধ্যমেই আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, নিজেদের স্বাধীন পরিচয় প্রতিষ্ঠা করেছি। বাঙালি জাতীয়তাবাদ আমাদের শিক্ষা দেয়, বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের প্রকৃত শক্তি।
সুতরাং, বাঙালি জাতিসত্তা কোনো একক গোষ্ঠী বা ভাষার ওপর নির্ভরশীল নয়। এটি এক বহুমাত্রিক পরিচয়, যা ইতিহাস, সংস্কৃতি এবং আঞ্চলিক ঐতিহ্যের সংমিশ্রণে গড়ে উঠেছে। আমরা গর্বিত যে আমরা এই বৈচিত্র্যময় জাতিসত্তার অংশ। বাঙালি জাতীয়তাবাদ আমাদের শিকড়, আমাদের ঐতিহ্য এবং আমাদের ভবিষ্যতের প্রতীক।
©somewhere in net ltd.