নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সারা বাংলাদেশটা শান্তিতে ভরে যাক

রেদওয়ান কাদের

রেদওয়ান কাদের › বিস্তারিত পোস্টঃ

৫১ নিষিদ্ধ ঘোষিত ওষুধ

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৮

-প্যারাসিটামল, পায়োগ্লিটাজন ও রসিগ্লিটাজন গ্রুপের বাতিলকৃত ৫১টি ওষুধসমূহের উৎপাদন, ক্রয়, বিক্রয়, বিতরণ, মজুদ এবং প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বেশ কয়েকটি কোম্পানির উৎপাদিত ৫১টি ওষুধের রেজিস্ট্রেশন বাতিল করেছে। জনগণকে এসব ওষুধ না কেনার অনুরোধ করা হয়েছে।

রেনাটা লিমিটেড, মিরপুর ও রাজেন্দ্রপুরের: প্যারাডট ট্যাবলেট, পায়োগ্লিন ৩০ ট্যাবলেট

স্কয়ার ফার্মাসিউটিক্যালস: এইস সফট ট্যাবলেট, টস-৩০ ট্যাবলেট, টস-৪৫ ট্যাবলেট, সেনসুলিন ২ ট্যাবলেট

বেক্সিমকো ফার্মা: নাপাসফট ট্যাবলেট, পায়োগ্লিট ৩০ ট্যাবলেট, পায়োগ্লিট ৪৫ ট্যাবলেট

ড্রাগ ইন্টারন্যাশনাল: ফিভিমেট ট্যাবলেট, পায়োজেনা ৩০ ট্যাবলেট, রোমেরল ২ ট্যাবলেট, রোমেরল ৪ ট্যাবলেট

দ্য একমি ল্যাবরেটরিজ: ফাস্ট-এম ট্যাবলেট।

আরও রয়েছে:

বায়োফার্মা: এসিটা সফট ট্যাবলেট, প্রিগলিট-৩০ ট্যাবলেট অপসো স্যালাইনের জিসেট ট্যাবলেট

অপসোনিন ফার্মা: রেনোমেট ট্যাবলেট, পাইলো ৩০ ট্যাবলেট এসকেএফ: টেমিপ্রো ট্যাবলেট

ইউনিমেড এন্ড ইউনিহেলথ: একটোস ৩০ ট্যাবলেট

এসিআই লিমিটেড: ডায়াট্যাগ ৪৫ ট্যাবলেট

জেনারেল ফার্মাসিউটিক্যালস: রসিগ্লিট ২ ট্যাবলেট, রসিগ্লিট ৪ ট্যাবলেট

এরিস্টোফার্মা: গ্লুকোরস ২ ট্যাবলেট, গ্লুকোরস ৪ ট্যাবলেট, গ্লুকোজন ৩০ ট্যাবলেট

ডেল্টা ফার্মা: রসিট-৪ ট্যাবলেট

মিল্লাত ফার্মা: পায়োট্যাব ৩০ ট্যাবলেট

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস: পায়োডার ৩০ ট্যাবলেট

কেমিকো ফার্মাসিউটিক্যালস: ওগলি ৩০ ট্যাবলেট, ট্যাজন -৪ ট্যাবলেট

ডক্টরস কেমিক্যাল ওয়ার্কস লিমিটেড: পায়োজন ৩০ ট্যাবলেট

অ্যালকো ফার্মা: পায়োলিট ৩০ ট্যাবলেট

দ্য হোয়াইট হর্স ফার্মা: লিট-৩০ ট্যাবলেট

আদ-দ্বীন ফার্মাসিউটিক্যালস: পিজোবেট ৩০ ট্যাবলেট

নাভানা ফার্মাসিউটিক্যালস: ডায়াটাস ৩০ ট্যাবলেট

শরীফ ফার্মাসিউটিক্যালস: প্যারামিন ট্যাবলেট, পিগজন ৩০ ট্যাবলেট

সোমাটেক ফার্মাসিউটিক্যালস: একটেল-এম ট্যাবলেট

লিওন ফার্মাসিউটিক্যালস: মেটেস ট্যাবলেট

জিসকা ফার্মাসিউটিক্যালস: পামিক্স এম ট্যাবলেট

নোভেল্টা বেস্টওয়ে ফার্মাসিউটিক্যালস: নরসফট ট্যাবলেট

প্যাসিফিক ফার্মাসিউটিক্যালস: পিগ্লিট ৩০ ট্যাবলেট, রগ্লিট ৪ ট্যাবলেট

মেডিমেট ফার্মা লিমিটেড: ডায়াপায়োট্যাব ৩০ ট্যাবলেট।

উল্লেখ্য, সম্প্রতি ওষুধ নিয়ন্ত্রণ কমিটির ২৪৪তম সভায় এসব ওষুধের রেজিস্ট্রেশন বাতিল করা হয়। সংশ্লিষ্ট কোম্পানি কর্তৃপক্ষকে এসব ওষুধ নিজস্ব চ্যানেলের মাধ্যমে বাজার হতে প্রত্যাহার করে তার পরিমাণসহ অধিদপ্তরকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে রেজিস্ট্রেশন বাতিলকৃত ওষুধসমূহের উৎপাদন, ক্রয়-বিক্রয়, বিতরণ, মজুদ এবং প্রদর্শন সম্পূর্ণরুপে নিষিদ্ধ করা হয়েছে। জনসাধারণকে এসব ওষুধ ব্যবহার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। অধিদপ্তরের মহাপরিচালক ও লাইসেন্সিং অথরিটি (ড্রাগস) মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

তথ্যসূত্র: ৫১ ওষুধ নিষিদ্ধ: জনগণকে না কেনার অনুরোধ

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৪

আমি ভাল মানুষ বলেছেন: ধন্নবাদ, জানানোরর জন্য

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৭

রেদওয়ান কাদের বলেছেন: আপনাকেও ধন্নবাদ।

২| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৮

আহমেদ রাতুল বলেছেন: thanx

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৫

রেদওয়ান কাদের বলেছেন: ওয়েলকাম।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫০

হাবীব কাইউম বলেছেন: ধন্যবাদ। এর সাথে আরেকটা নির্দেশনা দিয়ে দিলে ভালো হতো : সরকার এ ওষুধগুলোর নাম ছাপিয়ে বিজ্ঞপ্তি আকারে পত্রিকায় প্রকাশ করে দিতো এবং ফার্মেসিগুলোতে তা অন্তত এক বছর পর্যন্ত টানিয়ে রাখা বাধ্যতামূলক করতো। তাতে জনসচেতনা বাড়তো।

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩১

রেদওয়ান কাদের বলেছেন: আপনার সাথে ১০০% একমত।
ধন্যবাদ।

৪| ০১ লা মে, ২০১৬ সকাল ১১:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: খুব প্রয়োজনীয় পোস্ট। প্রিয়তে নিলাম।
ধন্যবাদ রেদওয়ান কাদের।

০১ লা মে, ২০১৬ রাত ৯:১৭

রেদওয়ান কাদের বলেছেন: ধন্যবাদ আশরাফুল ভাই।

৫| ০১ লা মে, ২০১৬ দুপুর ১২:২৯

আজমান আন্দালিব বলেছেন: মুড়িমুড়কির মত মানুষ নাপা, প্যারাসিটামল খাইত...তারা কি খাবে জ্বর সর্দি হইলে? আর ৫১টি ওষুধ নিষিদ্ধ করল কি কারণে তা জানানোর প্রয়োজন বোধ করছে না কেউ...!!??

০১ লা মে, ২০১৬ রাত ৯:৪৮

রেদওয়ান কাদের বলেছেন: ঠিক বলেছেন।
ধন্যবাদ।

৬| ০১ লা মে, ২০১৬ রাত ১০:০১

Ishrat Jahan Shima বলেছেন: অনেক ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ ব্যাপারটি সবার দৃষ্টি গোচরে আনার জন্য। কী কারণে নিষেধ করলো সে ব্যাপারে জানালে আরও উপকার হতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.