![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক লোক বসে কাদঁছিল। তার কাদাঁ দেখে এক লোক তাকে প্রশ্ন করল আপনি কাদেঁন কেন?
কাদঁতে কাদঁতে লোকটি বলল-
আমার একটি ছেলে ছিল। আমি তাকে লেখা পড়া শিখিয়ে ছিলাম এই ভেবে যে,
লেখা পড়া শিখে সে একদিন বড় লোক হবে।
সমাজে আমার মুখ উজ্জ্বল করবে।
তাকে আমি
মেট্রিক,
আই.এ,
বি.এ,
এম.এ,
পাশ করাই।
তার পর উচ্চতর ডিগ্রীর জন্য বাহির দেশে পাঠাই।
কিন্ত?
আমার ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল।
আমি তাকে নিয়ে চিকিৎসকের নিকট যাই।
ডাক্তার বিভিন্ন পরিক্ষা নিরীক্ষা করে জবাব দিয়ে দিল,
এখন তার শেষ সময় চলছে।
এক দিন ছেলে আমাকে বলল আব্বু আমার আর্জিত জীবনের সকল সার্টিফিকেট গুলো আমার সামনে নিয়ে এসো।
যখন আমি নিয়ে এলাম তখন ছেলে বল্ল আব্বু এগুলো আমার সারা জীবনের অর্জন।
ছেলে বল্ল আব্বু আপনি আমাকে সবই শিখিয়েছেন কিন্তু কোরআ'ন কেন শিখাননি?
মৃত্যুর পর আল্লাহর নিকট কি জবাব দিব?
তাকে কি ভাবে মুখ দেখাব?
লোকটি কেদেঁ কেদেঁ বল্ল আমি আমার ছেলেকে কোন জবাব দিতে পারিনি।
মৃত্যুর পর আল্লাহকে কি জবাব দিব?
লোকটি কাদঁতে কাদতেঁ চলে গেল।
এটা কোন কল্পনা নির্ভর কাহিনী নয়। এটাই ইসলাম।
আপনি কি মৃত্যুর জন্য তৈরি আছেন?
কারন মৃত্যু কখনও বলে কয়ে আসে না!
(ফেসবুক থেকে সংগৃহীত)
০৫ ই মে, ২০১৬ রাত ১১:২২
রেদওয়ান কাদের বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
২| ০৫ ই মে, ২০১৬ রাত ১১:২৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক পরিবারে দেখা যায় রোজার সময় পরীক্ষা চললে সন্তান চাইলেও তাকে রোজা না রাখতে উৎসাহিত করা হয়। আবার কেউ নামাজ পড়া শুরু করলেও সন্দেহের দৃষ্টিতে দেখে অনেক পিতা মাতা। এসব ঠিক না..
০৫ ই মে, ২০১৬ রাত ১১:৪২
রেদওয়ান কাদের বলেছেন: আপনার মতামত সত্য। আর এসবের মুল কারন হলো ধর্মীয় বিষয় সম্পর্কে পিতা-মাতার অজ্ঞতা।
ধন্যবাদ আপনাকে।
৩| ০৬ ই মে, ২০১৬ ভোর ৬:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক পরিবারে দেখা যায় রোজার সময় পরীক্ষা চললে সন্তান চাইলেও তাকে রোজা না রাখতে উৎসাহিত করা হয়।
আমারো একি অভিজ্ঞতা
৪| ০৬ ই মে, ২০১৬ সকাল ৯:১৯
সাঈদ এন কে বলেছেন: আপনার সাথে ১০০% সহমত পোষন করলাম।
৫| ০৬ ই মে, ২০১৬ বিকাল ৩:৩৭
কানিজ রিনা বলেছেন: মৃত্যুর আগে সবারই একই কথা মনে পরে
কিন্তু তার আগে মনে পরেনা।
৬| ০৯ ই মে, ২০১৬ সকাল ৯:১৮
হাফিজ বিন শামসী বলেছেন: জীবন চলার জন্য সাধারণ শিক্ষার প্রয়োজন। সাধারণ শিক্ষাটাকে পূর্ণতা এনে নেয় ধর্মীয় শিক্ষা।ধর্মীয় শিক্ষা হচ্ছে জীবনের গাইড লাইন। যার মধ্য দিয়ে জীবন সহজ ও সুন্দর হয় ইহকাল এবং পরকালে।
ভাল পোস্টের জন্য ধন্যবাদ।
১২ ই মে, ২০১৬ রাত ১১:২৪
রেদওয়ান কাদের বলেছেন: সত্য ও সঠিক কথা বলেছেন ভাই। -ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৬ রাত ১১:১২
ভবঘুরে মানুষ বলেছেন: শিক্ষণীয় ।। ধনযবাদ