![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যি কথা বলতে কি আমি নিজেই ১০০% সময় টাখনূর উপরে কাপড় পরিধান করতে পারিনা। তবে সম্প্রতি আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান কতৃক যখন জানলাম টাখনুর নিচে কাপড় পরিধান করলে টেস্টাস্টেরন নামক যৌন হরমোন শুকিয়ে যায়। যার ফলে যৌন শক্তি কমে যাবে। তখন থেকে মনে হচ্ছে আমার যতগুলো প্যান্ট আছে সবগুলোর পায়ের নীচের কিছু আংশ কাপড় কেটে ছোট করা যায় কিনা? এটা করতে পারলে একসাথে দুটি কাজ হয়ে যেত।
যাই হোক বিষয়টি আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান কতৃক এ সম্প্রতি প্রমানিত হয়েছে। যার ফলে এখন এটা একটা ফ্যাশনে পরিনত হতে দেড়ি হবে না বলা যায়!
এজন্য আমেরিকার বেশিরভাগ হেলথ সেন্টারে লেখা আছে--
"টাখনুর নিচে কাপড় পরিধান করবেন না"। তাই তাদের বেশির ভাগই টাখনুর নিচে কাপড় পরেন না।
অথচ আমাদের প্রিয় নবীজী রাসুল (সা) ১৫০০ বছর আগে টাখনুর নিচে কাপড় পরিধান করতে নিষেধ করে গেছেন। অনেক মুসলিম সেটি মেনে চলছেন।
আমাদের প্রিয় নবীজী রাসুল (সা) লেবাস-পোশাকের ব্যবহারের স্পষ্ট দিকনির্দেশনা:
লেবাস-পোশাকের একটি বিশেষ দিক 'গোড়ালির নিচে কাপড় পরিধান' সম্পর্কে সামান্য আলোচনা করা যেতে পারে। কারণ এ বিষয়ে মুসলিম সমাজের বিশেষ শ্রেণীর লোকদের অবহেলাও দৃষ্টিগোচর হচ্ছে।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, লুঙ্গি (পায়জামা-প্যান্ট) ইত্যাদির যে অংশ টাখনুর নিচে হবে, তা দোজখে যাবে। (বুখারি শরিফ, খ. ২, পৃ. ৮৬১)
হজরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, যে ব্যক্তি অহংকারের বশীভূত হয়ে নিজের কাপড় অত্যন্ত নিচে [টাখনুর নিচে] পরিধান করবে, আল্লাহ তায়ালা কিয়ামত দিবসে তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। [বুখারি শরিফ, খ. ২, পৃ. ৮৬০]
হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে শুনেছি, মুমিন বান্দাদের জন্য পায়জামা পরিধান করার (উত্তম ও সুন্দর) পদ্ধতি হলো 'নিছফ্ সাক্ব'- অর্ধহাঁটু পর্যন্ত পরিধান করা। অর্থাৎ পায়ের গোছার মধ্যখান পর্যন্ত বা অর্ধহাঁটু অথবা পায়ের গিঁটের মধ্যখান পর্যন্ত হলে গুনাহ হবে না, তা বৈধ। যা এর নিচে হবে, তা জাহান্নামে যাবে (তার পরিণাম জাহান্নাম)।
বর্ণনাকারী বলেন, এ কথাটি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তিনবার বলেছেন। অতঃপর তিনি বলেন, আল্লাহ তায়ালা ওই ব্যক্তির দিকে চোখ তুলেও তাকাবেন না, যে অহংকার ও বড়ত্বের বশীভূত হয়ে কাপড় হিঁচড়ে চলে। [আবু দাউদ শরিফ, ইবনে মাজাহ শরিফ]
মহান আল্লাহ আমাদের সকল পুরুষকে অহংকারমুক্ত হয়ে টাখনুর উপরে সবসময় কাপড় পড়ার তৌফিক দান করুন।-আমিন
১৭ ই মে, ২০১৬ রাত ১০:৫৬
রেদওয়ান কাদের বলেছেন: ঠিক বলেছেন ভাই! আমরা যে অহংকারী এটা তারই একটা প্রমান। এখনকার বাবা-মায়েরা এসব বিষয়ে সন্তানদেরকে শিক্ষা দিতে উৎসাহী নয়।-ধন্যবাদ।
২| ১৭ ই মে, ২০১৬ রাত ১০:৫৩
আহলান বলেছেন: মোজা পরিধান করা যাবে তো? মোজা পরলে গোড়ালিতে আলো বাতাস লাগবে না, ফলে কি সব বলে শুকিয়ে যাব .... তাইলে এখন মোজা না পরার কোন হাদিস পান কিনা খুজে দেখতে হবে ....
১৭ ই মে, ২০১৬ রাত ১১:০৮
রেদওয়ান কাদের বলেছেন: হাদিসের কথা না হয় আপনার ভাল লাগে না কিন্তু বিজ্ঞানীর আবিষ্কারকে আপনি কি বলবেন? এছাড়া মোজা আর প্যান্টের কাজ এবং আকার যে একরকম নয় তা নিশ্চয় আপনার জানা আছে!
-ধন্যবাদ।
৩| ১৭ ই মে, ২০১৬ রাত ১১:২৯
গার্ডেড ট্যাবলেট বলেছেন: আপনার লেখায় হাদিসের আলোচনার ব্যাপারে কোনো মন্তব্য করছি না। কিন্তু বক্তব্য প্রতিষ্ঠায় অসত্য বা গাজাখুরি তথ্য উপস্থাপন সমীচিন নয়; বিশেষ করে যখন ধর্ম সংক্রান্ত কোনো বিষয়ে আলোচনা করবেন। আপনি লিখেছেন - "এজন্য আমেরিকার বেশিরভাগ হেলথ সেন্টারে লেখা আছে-- "টাখনুর নিচে কাপড় পরিধান করবেন না"। তাই তাদের বেশির ভাগই টাখনুর নিচে কাপড় পরেন না।"
আপনি এতদসংক্রান্ত কোনো প্রমান দিতে পারবেন কি?? নিদেনপক্ষে আপনার এই তথ্যের কোনো গ্রহনযোগ্য উৎস? কিংবা সেই গবেষনা পত্রটির কোনো লিংক? ধন্যবাদ।
২৩ শে মে, ২০১৬ রাত ৯:৩৯
রেদওয়ান কাদের বলেছেন: ট্যাবলেট ভাই যেটুকু সোর্স আমি পেয়েছি তা আমি লেখাতে লিংক সহ উল্লেখ করেছি।
ধন্যবাদ।
৪| ১৮ ই মে, ২০১৬ বিকাল ৫:৪৮
বাংলার জামিনদার বলেছেন: সব কিছুই কি ধর্মের নামে চালাইতে হবে??? যা মনে হবে তাই???
২৩ শে মে, ২০১৬ রাত ১০:৩১
রেদওয়ান কাদের বলেছেন: ব্লগার হতে হলে মানুষের লেখা বুঝতে হবে। সেটা আপনি আরো বাড়িয়ে তার পর মন্তব্য করুন।
৫| ২৩ শে মে, ২০১৬ রাত ১০:২৭
হাসান কালবৈশাখী বলেছেন:
আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান কতৃক যখন জানলাম টাখনুর নিচে কাপড় পরিধান করলে টেস্টাস্টেরন নামক যৌন হরমোন শুকিয়ে যায়। যার ফলে যৌন শক্তি কমে যাবে। তখন থেকে মনে হচ্ছে ...
হাহ হাহ হা .. মোল্লাদের সয়নে স্বপনে চিন্তা একটাই "যৌন শক্তি"।
আর আখেরাতের পরও মুল আকর্ষন যতেচ্ছ যৌনাচার ...
২৩ শে মে, ২০১৬ রাত ১০:৩৬
রেদওয়ান কাদের বলেছেন: "যৌন শক্তি" পুরুষদের থাকে হিজড়াদের থাকে না.....
৬| ২৩ শে মে, ২০১৬ রাত ১১:১০
পাউডার বলেছেন: মুর্খের যুক্তি। যদি গবেষণা বলত টাখনুর নিচে কাপড় পড়লে যৌন হরমোন বেড়ে যায়, তাহলে কি ধর্ম ছেড়ে দিতেন নাকি?
৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৪
মীর মুবাশ্বির খালিদ বলেছেন: আপনার পোস্টের দাবি সঠিক নয়।
টেস্টোস্টেরন একটি হরমোন যা শরীরের শুক্রাশয়(ছেলে) বা ডিম্বাশয়(মেয়ে) থেকে নি:সৃত হয়। টেস্টোস্টেরন ছেলে মেয়ে উভয়তেই আছে। ছেলেতে বেশি নি:সরণ হয়, নারীদের চেয়ে বেশি। টেস্টোস্টেরন ছেলেদের শুত্রাশয়ের লিডিগ সেলে তৈরি হয় আর নারীতে ডিম্বাশয়তে তৈরি হয়। হরমোন দেহের প্রধান আটটি হরমোন গ্রন্থি থেকে নি:সৃত হয়, যা কোন একটিও পায়ে বা গোড়ালিতে নেই। আপনার টাকনুতে যদি থাকে তবে ডাক্তার দেখান।
টেস্টোস্টেরন শুকাবে কিভাবে? টেস্টোস্টেরন আপনার শরীরে সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে নির্দিষ্ট অঙ্গে গিয়ে কাজ করে। আপনার রক্ত যদি না শুকায় তবে তা শুকাবে না।
যৌনশক্তির সাথে টেস্টোস্টেরনের সম্পর্ক কি? ছেলেতে টেস্টোস্টেরন শুক্রানু তৈরিতে সহায়তা করে, আপনি বুড়া ভাম হোন আর ১৮ বছরের ছেলে হোন টেস্টোস্টেরনের জন্য আপনার যৌন শক্তি বাড়বে বা কমবে না, বরং যৌন উত্তেজনা বাড়াবে যৌন সংগমের সময়-যা ছেলে এবং মেয়ে উভয়তেই ঘটে। যৌন উত্তেজনা বাড়ার সাথে আশাকরি যৌনশক্তি(!!??) মিলাবেন না। আপনার টেস্টোস্টেরন বেশি হলে আপনার অঙ্গ বেশি কাজ করবে এমন নয়।
আপনার যদি টেস্টোস্টেরন স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তবে ইনফার্টাইল বা বন্ধা(ছেলে/নারী উভয়েই) হবার সম্ভাবনা বেড়ে যায়।
আর আপনার শরীরের ত্বক এমন না যে কাপড় দিয়ে না ঢাকলে শরীরের বিভিন্ন উপাদান বাষ্প হয়ে উড়ে যাবে বা শুকিয়ে যাবে। এ ধরনের চিন্তা বা বিশ্বাস বুঝায় শারীরতত্ত্ব বা জীববিজ্ঞান সম্পর্কে জ্ঞান কম থাকা।
টাখনুর উপর কাপড় পড়ার কারণ হিসেবে যা বলা হয়েছে তা হচ্ছে অহংকার এবং কাপড় নোংরা থেকে দূরে থাকা। আপনি জোর করে মিথ্যা করে বিজ্ঞানের কথা আনার কারণ বুঝলাম না। টাখনুর নিচে বা উপরে কাপড় পড়লে আপনার শরীরের কিছু হবে না, ঠিক যেমন আপনি নামাজ না পড়লেও কিছু হবে না। যে বিষয় ধর্ম নিজেই দাবি করে না সেটা জোর করে আনার মধ্যে সওয়াব নয় বরং ধর্ম নিয়ে ভুল কথা বা মিথ্যা বলা হিসেবে গণ্য হয়। আর সে সম্পর্কে ধর্মে কি ধরনের পারলৌকিক শাস্তি আছে নিজে পড়ে নিবেন।
আপনার প্রদত্ত লিংক কাজ করছে না। টেবলয়েড বা অনলাইনের ভুয়া লিংক দেখে বিশ্বাস করাটা কতটা যুক্তিযুক্ত? আপনি নিশ্চয়ই ধর্ম নিয়ে কিছু পড়লে সেটা নিশ্চয়ই প্রথমে ধর্ম বিষয়ে অভিজ্ঞ কারো কাছ থেকে ভ্যারিভাই বা যাচাই করে নিবেন। তাহলে জীববিজ্ঞান বা চিকিৎসাবিজ্ঞান সম্পর্কিত কিছু দেখলে সেটা প্রথমে জীববিজ্ঞান অনার্স/মাস্টার্স বা ডাক্তারের কাছ থেকে যাচাই করে নিবেন আশা করি। আর অনলাইনে শারীরবিজ্ঞান বা জীববিজ্ঞান নিয়ে বিশ্বস্ত বা নির্ভরযোগ্য তথ্য পেতে চাইলে ওয়েবএমডি বা এনসিবিআই বা সিডিসি বা ডাব্লিউএইচও ফলো করবেন। ধন্যবাদ।
যদি টেস্টোস্টেরন নিয়ে গবেষণা পত্র পড়তে চান তবে এটা পড়তে পারেন।
ভডQজ: Click This Link
৮| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫০
তানভির নাঈম বলেছেন: ইয়ে, তাহলে কি মোজা আর জুতা পড়া ছেড়ে দিব?
৯| ২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১০
Sakhawat hossen Abir বলেছেন: আসসালামু আলাইকুম।
যদি পেন্টের কাপড় টাখনুর নিচে হয়।
তখন নামায কিভাবে পড়া উচিত?
১০| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৫
যাযাবর জোনাকী বলেছেন: রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটুকুই মুমিনদের জন্য যথেষ্ঠ হওয়া উচিত প্যান্ট টাখনুর উপরে পরার জন্য। বিজ্ঞান কি বললো, না বললো তাতে কিছু যায় আসে না, বিজ্ঞানের কথা ডেইলি চেঞ্জ হয়।
১১| ১৩ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪৩
মোঃ মামুন মিয়া বলেছেন: মীর মুবাশ্বির খালিদ বলেছেন: ............
একমত
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৬ রাত ১০:৪৯
দিস ইজ ইব্রাহিম বলেছেন: ব্যাপারটা ঠিক উল্টো হয়ে গেছে ।এখন মেয়েরা পড়ে টাকনুর উপরে আর ছেলেরা নিচে