নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীরবতা .

জুবায়ের আহসান

জানিনা কি লেখুম...

জুবায়ের আহসান › বিস্তারিত পোস্টঃ

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও কিছু বাস্তবতা

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৩২

প্রশ্ন পত্র ফাঁস ও
লাখো ছাত্রে মিনতি,আমার
সাথে কিছু বাস্তবতা ,,
অনেক দিন আগের কথা প্রায় বছর খানেক
আগের,তবুও কথাটা অনেক দিন আগের
মনে হয় এর পিছনে কিছু কারণও আছে,।তখন
প্রশ্ন আউট হবে হবে, হচ্ছে হচ্ছে কেবল।তখন
ছাত্র ছাত্রীদের
পরিস্থিতি কি হবে তা নিয়ে বেশ
ভালোই শঙ্কিত হয়েছিলাম।একিদিন
ক্লাসে শ্রেদ্ধেও, ন্যায়পরায়ণ, সত্যপ্রিয়,
স্পষ্টভাষী বাংলাদেশ
বেসরকারি শিক্ষক সমিতির সম্মানিত
সহ-সভাপতি মো:ইব্রাহীম
স্যারকে জিজ্ঞাসা করলাম , স্যার?
এভাবে প্রশ্ন আউট হলে ছাত্র
ছাত্রীরা তো আর পড়বে না, আর যারাও
বা পড়বে তাদের এত কষ্টের মূল্যও
বা কি রইল?
তখন স্যার অভয় দিয়ে একটা কথাই
বলেছিলেন পাক ওরা গোল্ডেন কিন্তু
আসল জায়গায় ঐ মেধাবীরাই চান্স
পাবে।
কথাটা চিন্তা করে মনকে শান্তনা দিয়েছিলাম।
ভেবেছিলাম যাই হোক
পড়ালেখা বাজেরের নিলাম পণ্য
এখনো হয় নি। আজ ইব্রাহিম স্যার নেই
হঠাৎ স্ট্রোক করে আমাদের শোকের
সাগরে ভাসিয়ে অকালে চলে গেলেন
না ফেরার দেশে। স্যার
আপনাকে জানাই আমার
হাজারো সালাম। স্যার আপনার মৃত্যু
টাও সার্থক হয়েছে,একজন
শিক্ষা প্রেমী হিসাবে আজ যেই
অরাজকতা শিক্ষাঙ্গন
গুলোতে চলছে তা আপনার না দেখাই
আমার কাছে অধিক সমীচীন মনে হয়। কিছু
দিন আগে আব্বু তো বলেই ফেললেন
নিজামী, সাইদি তো রাজাকার,কিন্তু
যারা এভাবে প্রশ্ন আউট
করছে তারা জাতির খুনি এদের হাযার
বার ফাঁসি দেওয়া উচিত।এটা বাবার
আবেগ তাড়িত কথা ছিল,শিক্ষাকে আমার
বাবা নিয়েছিলেন এক মহৎ
পেশা হিসাবে, গ্রামের এমন কম লোকই
আছে যারা বাবার কাছে পড়ে নি।
অনেক ভালো চাকরির অফার ও
পেয়েছিলেন তবু ছাড়েননি শিক্ষকতা,
সারা জীবন টানা পোড়নের সংসার
চালিয়েও আমার বাবা এই শিক্ষকতার
মাঝেই খুজে পেয়েছিলেন জীবনের
প্রশান্তি।আজ দেশের শিক্ষা ব্যাবস্থার
এ হাল দেখে নিজের
শিক্ষকতা পেশাকে হার মানালেন
সময়ের সঙ্গে, তবু মিছে আশায় বুক বাঁধেন
আজো। যাই হোক ইব্রাহিম স্যারের
কথায় আসি,তিনি বলেছিলেন আসল
জায়গায় (পাবলিক ভার্সিটি)
তে মেধাবীরাই জায়গা পাবে।কিন্তু
আজ আউট হচ্ছে পাবলিক ভার্সিটির
প্রশ্নপত্রও।এখন? মেধাবীদের কদর আর
রইলো কই? কিচ্ছু করার নেই ছাত্র
সমাজের, তাদের হাতে পায়ে শিকল,।
ন্যায়ের দোহাই দিয়ে কোন ছাত্র
ফাঁস হওয়া প্রশ্নপত্র হাতে না নিলে তার
স্বপ্ন গুলো ভেঙ্গে যাবে তাসের ঘরের
মত।ছিটকে পড়বে এই প্রতিযোগীতার যুগ
থেকে,১২ বছরের অক্লান্ত পরিশ্রম
পায়ে ঠেলে শেখ হাসিনার
কথা অনুযায়ী তাকেও
হতে হবে সন্ত্রাসী বাহীনির
উদ্যোক্তা। স্বাধীন বাংলায়
প্রোফাইল পিক হিসাবে বিজয় দিবসের
পতাকা আপলোড করা যত সহজ, এই
বাস্তবতা মেনে নেওয়া তার থেকেও
হাজার গুণ কঠিন।এই বিজয়ের
মাসে পরাজেয়র জুতামাল্য খানি যার
গালে এসে লাগবে সে কি আদও সংশোধন
হবে??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.