![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুই রাকাত নামায পড়ে ফারাবির জন্য
প্রার্থনা। খুব ভালো করেই
জানি তার জন্য এছাড়া আমার আর কিছুই
করার নেই। বাসায় অনেক্ষণ তর্ক হল,
মামার সাথে,আব্বুর সাথে, আম্মুর
সাথে। আলোচনার কেন্দ্রবিন্দু
ফারাবি ভাই। মামা বলছে আনফ্রেন্ড
করতে,চ্যাট গুলো ডিলেট
করে ফেলতে। আব্বুর ও একই সুর। আম্মু
তো সারাদিন টেনশনে।ছেলে আমার
কি জানি করে ফেসবুকে। আতঙ্কিত
করার তো আর লোকের অভাব নেই।তিল
কে তাল বানাবার মহৎ কারিগরের
অভাব নেই বাংলাদেশে।
ফারাবি ভাইয়ের সাথে কমেন্ট
বক্সে অনেক বাক বিতন্ডাও হয়েছে।
সবারই
জানা আছে আল্লামা শফি সাহেব
প্রশ্নে ফারাবিকে আমরা কেউ ই ছাড়
দেইনি। কিন্তু অন লাইন
জগৎে ফারাবি ভাইয়ের অবদান
কে কেউ অস্বীকার করতে পারবে না।
নাস্তিকদের বিরুদ্ধে তার কলম এক
একটা A.K.47 এর চেয়ে কমনা।আর তার
লেখার প্রতিটি শব্দ একেকটা স্টিল
কোটেড বুলুটের মতই অভেদ্য ছিল।
আমি সদাই ফারাবি ভাইয়ের লেখার
খুব ভক্ত তবে তার আদর্শ অনুরাগী নই।নই
বিরাগীও।
ফারাবি ভাইয়ের
ব্যাপারে ওঠা প্রশ্ন গুলোর মধ্য
আল্লামা শফি সাহেব দা:বা: এর
ব্যাপার অন্যতম। এটার
বিরুদ্ধে ওনাকে আমরা কখনোই ছাড়
দেই নি।আর উনিও বাড়াবাড়ি করেন
নি।
আর অন্য ব্যাপার গুলো ওনার নিতান্ত
ব্যাক্তিগত যার মধ্যে আমাদের দ্বীন
বা ধর্মীয় স্বার্থ জড়িত নয়।
এত কিছু লেখার কোন ইচ্ছাই আমার
ছিলনা। কারণ
ফারাবিকে নিয়ে লেখালেখি ইতিমধ্যে ফেসবুকে অনেক
হয়েছে।লিখার কারণ একটা..
ড. মুহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন,
যে দেশে গুণীর কদর নেই
সে দেশে গুণী জন্মাতে পারেনা"
আমি তার কথাটাকে একটু মোডারেট
করলাম মাত্র..
ফেসবুকে গুণীর কদর না করলেও
গুণী আসবেনা। এই চিন্তা নিয়েই
লেখা।
FBI এসেছে। স্যার মাহমুদুর রহমানের
একটা মামুলি কেস।আর সেই
কেসে এখনো উনি জেলে। সে তুলনায়
ফারাবির কেসটা আরো জঘন্য, আবার
মার্কিনিদের বিধ্বংসী নজর।সব
মিলিয়ে ফারাবি ভাইয়ের জেল
জীবনের দীর্ঘতা মস্তিষ্কে বার বার
আঘাত হানে।
এখনো যদি আমরা কিছু মামুলি বিষয়
নিয়ে, সংকোচ বিরোধ
ইত্যাদি নিয়ে পরে থাকি...
তবে সেটা নিজের পায়ে কুড়াল
মারার মতই হবে। তাই আমাদের উচিত
হবে অন্ততভাবে নৈতিকভাবে তার
পাশে দাড়ানো।
... দাত থাকতে দাতের কদর করা নিশ্চই
কোন অজ্ঞের কাজ হবেনা।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩
জুবায়ের আহসান বলেছেন: হা হা, বাবা কমেন্টে গালি প্রাক্টিস করো, এটাই তোমার আসল জায়গা . মিয়াও!!
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: তুই তো একটি নম বীর্যে পাকি জারজ।
তোর জন্য সব গালিই প্রজোয্য।
হ াহ াহ হা াহ াহ াহ া......................
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন:
কি রে নরকের কীট তোর আজকের সকালের সেই জঘণ্য পোস্ট গেল কই??
ছাগলের ছাগল??