নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীরবতা .

জুবায়ের আহসান

জানিনা কি লেখুম...

জুবায়ের আহসান › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিতে শহীদ "জিয়াউল হক র."

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

জাতিসংঘের ৩৫ তম সাধারণ অধিবেশন।
বক্তব্যের জন্য ডাকা হল ইসলামি রিপাবলিক অফ পাকিস্তানের প্রেসিডেন্ট
জেনারেল জিয়াউল হক কে।

বক্তব্য দিতে আসলেন। এসে কিছু না বলে চুপচাপ মাইকের সামনে দাঁড়িয়ে গেলেন। শুরু হল সুমধুর তেলাওয়াত
"আউজুবিল্লা হিমিনাশ শাইতনীর রজীম...
বিসমিল্লাহির রহমানির রহীম.."

জাতিসংঘের ইতিহাসে যেখানে বিশ্বের বেশিরভাগ দেশের প্রধান ছিলেন বিধর্মী প্রথম বারের মত সেখানে কালামে হাকীম থেকে তেলাওয়াতের মাধ্যমে বক্তব্য শুরু করলেন। প্রায় ৩ মি ২২ সেকেন্ডের মত কোরান তেলাওয়াত চলল,
আমি একটি বারের জন্যও জিয়াউল হক (রহ) কে লড়তে দেখিনি। পুরো জাতিসংঘে তখন বিরাজ করছিল পিন পতন নীরবতা।

রুশদের অপারেশন "Z" এ আল্লার ডাকে সারা দিয়ে পরকালে পারি দিয়েছিলেন এই কিংবদন্তী। কেন জানি আজ তাকে খুব মনে পড়ছে।

ইসলামের প্রতি অঢেল ভালবাসা আর কুফফারদের বিরুদ্ধে অটল নীতি অবলম্বন করে তিনি জাতিসংঘের আবু জেহেলগুলোর মাঝেও যে ত্রাসের সৃষ্টি করে গেছেন তৎকালীন বিশ্ব রাজনীতিতে তা বিরল এক বিরল দৃষ্টান্ত।

আফগান যুদ্ধে যিনি নিজে পরিদর্শন করেছেন যুদ্ধক্ষেত্র।হাতে ক্লাশিনকোভ নিয়ে যিনি সরাসরি শিখিয়েছিলেন রাশিয়ান লাল কুত্তাদের কিভাবে খতম করতে হয়,
তিনি আজ আমাদের মাঝে নেই, নেই সেই মুজাহিদদের নয়নের মনি।

আজো মুসলমানদের ক্রান্তিলগ্নে এমন একজন খাদেমুল মুজাহিদি বিশ্বের জন্য খুব দরকার।

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৬

সাদী ফেরদৌস বলেছেন: সে কি এই মহান খাদেমুল মুজাহিদের =p~ B-) B-) দাড়ি কই , গোঁফ রাখা তো নবীজির নিষেধ ।
হাদিস কি পরিবর্তন হইছে নি আবার । নাকি খাদেমুল মুজাহিদ ভাই জানদের জন্য আলাদা নিয়ম ।
জাজাকাল্লা খায়ের ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩০

জুবায়ের আহসান বলেছেন: হুম, এটা উনি হয়ত ব্যাক্তিগত ভাবে রাখেন নি। এর জন্য জবাবদিহি উনিই করবেন, কিন্তু দাঁড়ি না রেখে মুজাহিদদের খেদমত করতে পারবেনা এটাও তো বোধয় হাদিসে নেই।
দাঁড়ি রাখা না রাখা ব্যাক্তিগত আমলের পর্যায়ে পড়ে। কেউ না রাখলে সে নিজেই দায়ী। তবে এজন্য তাকে প্রশ্নবিদ্ধ করাটা সংকীর্ণ মানসিকতার পরিচায়ক বলে মনে হয়।

আর মূলকথা হল, উনি রুশদের গোপার আঘাতে শহীদ হয়েছেন। এখন হয়ত প্রশ্ন তোলার সুযোগ তেমন নেই।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮

বিপ্লবী বেদুঈন বলেছেন: দাড়ি, টুপি আর গোল পাঞ্জাবী!! এগুলো কে এখন ইসলামের ফরজ বানিয়ে নিয়েছে কতিপয় স্বার্থান্ধ, অদূরদর্শী নামকা ওয়াস্তে ইসলামী দলের নেতা রা!! তাদের জন্য একটি হাদীস: "তোমার ঈমান কে খাটি করো অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে"

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪

আরণ্যক রাখাল বলেছেন: এই মেজরেরাই ৭১ এ আমাদের মেরেছে!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭

জুবায়ের আহসান বলেছেন: এই মেজর একাত্তরে আমাদের মারে নি। বরং একাত্তরে পাকিস্তান বিভক্তিকরণের দায়ে ভুট্টোকে উনিই ফাঁসিতে ঝুলিয়েছিলেন.।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮

যোগী বলেছেন:
এই খাদেমুল মুজাহিদ ছিল রুশদের শত্রু আর আমেরিকার বন্ধু উরফে জংগী ছিল।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০১

জুবায়ের আহসান বলেছেন: তৎকালীন সময়ে রাশিয়া সুপার পাওয়ার ছিল। তো যারা রাশিয়ার বিরোধী স্বাভাবিক ভাবেই তারা আম্রিকার বন্ধু।
এখন যেমন ইরান আম্রিকার শত্রু, রাশিয়ার বন্ধু. :-(

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫১

আরণ্যক রাখাল বলেছেন: আমাদের উপর অত্যাচার চালানোর জন্য নয়, পাকিস্তান বিভক্ত করার জন্য! এ তো আরেক কাঠি চন্ডাল| সে চাচ্ছিল তবে, আরো কিছুকাল পাকিদের সাথে আমরা থেকে শোষিত হই! পাকিস্তান ভাগের জন্য নয়, যদি হত্যাকান্ডের জন্য লটকাতেন তবে মাথা নোয়াতাম| এখন থুথু দেব

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০০

ধুন্দুলওয়ালার দাঁত ব্যথা!! বলেছেন: এর র‍্যাঙ্কটাও তো ঠিকমত জাননা মামু। আহহীদ খেতাব দেয়ার জন্য কি ফর্মুলা ব্যবহার করছো?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৩

জুবায়ের আহসান বলেছেন: আরো পড়ালেখা করেন.। নিজের অজ্ঞতার পরিচয় দিয়ে জ্ঞানী সাজাটা শুধু মূর্খতা নয়, চরম বোকামির লক্ষণ।

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০২

আরণ্যক রাখাল বলেছেন: ১৯২৪ সালে জন্ম নিয়ে, ৪ত সালে সেনাবাহীনিতে যোগদান| ৭১ এ তিনি কি পাক আর্মির সাথে যুক্ত ছিলেন না? ৭৭ থেকে ৮৮ পর্যন্ত সেনা শাসন চালিয়েছেন| স্বৈরাশাসক ছিলেন| আর কি কয় লাইন আরবি বলছে, তার জন্য লাখ খুন মাফ! আমেরিকার চামচা ছিল আর ইসলামের বাহক! শালার ছাগল!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৫

জুবায়ের আহসান বলেছেন: হা হা, আমি ধন্য আপনার উইকি জ্ঞান দেখে। বাহ চমৎকার .।

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৬

সাদী ফেরদৌস বলেছেন: ওহে মোর জুবায়ির , ওহে মুজাহিদ সন্তান , ওহে মুজাহিদের আদরের দুলাল
আমি তোমাকে দোয়া করছি হে সন্তান,
ভেবনা ভেবনা ,
তোমাদের এই ক্রান্তি লগ্নে অবশ্যই আসবেন একজন খাদেমুল মুজাহিদিন মেজর জেনারেল জিয়াউল হক রাহমাতুল্লাহ আলাইহে । ( মুজাদ্দিদি মিল্লাতে রাসুল , শরিয়ত কা বাপ , হেফাজতে উম্মাত , আওয়ামীলীগ কা ত্রাশ )
লক্ষ রাখবে , এই মহান যুগ সংস্কারের আদলে যিনি আবির্ভূত হবেন তিনি প্রকাসশে মদ্য পান করবেন না , গোপন খবর আল্লাহ ছাড়া কেও জানেনা হে সন্তান , যিনি আবির্ভূত হবেন সেই মহান মুজাহিদ প্রথমেই পাকি খেলোয়াড় দের জুয়াগিরি বন্ধ করবেন হে মোর সন্তান ।
তিনি হবেন দাড়ি গোঁফ বিহীন , উনি জন্ম নিয়েই বলবেন , "আমি ই সেই খাদেমুল মুজাহিদ, আমি ই শেখ হাসিনার হত্যাকারী , আমি ই ছাত্রলীগ বিনাশ কারি , আমি ই সেই প্রতিষ্ঠিত মহা পুরুষ "

হে সন্তান , হে মুজাহিদ কা বাচ্ছা , হে মোর আদরের তুলতুল
লক্ষ রেখ , তার জন্মের আগে কিছু লক্ষন প্রকাশ পাবে ,

এক মহান আল্লাহ ওয়ালাকে লোকে তেতুল বলা শুরু করবে ,
কাফির ও নাস্তিক রা বাংলাস্থান শাসন করবে ,
গুরু নিতম্বিনী অক্ষত যোনি সানি লিউন নামের এক বনি ইসরাইলি নারী বাংলাস্থানে প্রবেশ করতে চাইলে সেই আল্লাহ ওয়ালা তেতুল ও তার দলবল তাকে বাধা দিবে । মনে রেখ , সেই বনি ইসরাইলি নারী তোমাদের ঈমানের পরীক্ষা নিবে হে মোর সন্তান ।
তার ছবি কল্পনা করে ভুলেও বীর্যপাত ঘটাবে না হে সন্তান , তাহলে সারা জিবনের আমল বরবাদ হয়ে যাবে , হে মোর সন্তান ।

মনে রেখ হে মোর সন্তান , সেই সময় দেশ শাসন করবে পথ ভ্রষ্ট ফারাও শেখ মুজিবের দলবল , তারা হবে নাস্তিক ও কাফের ।
হে সন্তান , সেই সময় হবে ইমানদার দের জন্য মহা দুর্যোগময় সময় ।
সেই সময় আমিরুল মুমেনিন খালেদা বসরি ( রা:) জালেম দের হাতে বন্দী থাকবেন ।
হে সন্তান , হে মোর তুলতুল , মনে রাখবে যখন ই এসব লক্ষন প্রকাশ পাবে , মনে করবে তখন ই সেই খাদেমুল মুজাহিদিনের আসার সময় হয়ে গেছে ।


জাযাকাল্লাহ খায়ের























৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৬

ধুন্দুলওয়ালার দাঁত ব্যথা!! বলেছেন: আবালের ঘরের আবাল, জিয়াউল হক জেনারেল ছিলো। তুমি পইড়া দ্যাখো। শফি পীর যাদের হেডমাস্টার ওগো কাছে মেজরই সর্বোচ্চ র‍্যাঙ্ক

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৯

জুবায়ের আহসান বলেছেন: খেয়াল করিনি বস!!
তবে আপনার আবাল গালির বারিধারায় আমি সিক্ত!!
miaw

১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৭

আমি আবুলের বাপ বলেছেন: আগে সকল মুসলিম রাষ্ট্রই ছিলো আমেরিকার বন্ধু। শুধুমাত্র সোভিয়েত পতনের জন্য। তখন মুসলমান্দের জিহাদি আঞ্জাম সাপ্লাই দিতো আমেরিকা।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৪

জুবায়ের আহসান বলেছেন: ঠিক,

১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১০

আরণ্যক রাখাল বলেছেন: পাকিস্তানের ছাগল, প্রশ্ন এড়ান ক্যা? পাকিঅনুভূতিতে লাগে? ও আবার শহীদ! শালারে তো জীবন্ত কবর দেয়া দরকার ছিল!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৩

জুবায়ের আহসান বলেছেন: চেতনার মুক্তিযুদ্ধ দিয়া আপনি চেতনায় মুজিবিয়ায় চইলা যাইতাছেন..।
আর কথায় শালীনতা যাদের নাই তাদের সাথে তর্ক করা বা প্রশ্নের জবাব দেবার ইচ্ছাও নাই।
বুঝেছেন মুজিব বাবার সন্তান??

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২১

আমি আবুলের বাপ বলেছেন: @জুবায়ের আহসান ,যারা ইহুদী-নাসারাদের বন্ধু তারা কেমনে খাদেমুল মুজাহিদি হয়? কারন ইসলামেতো ইহুদী-নাসারাদের বন্ধু হিসাবে নিতে নিষেধ করা হয়েছে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৫

জুবায়ের আহসান বলেছেন: ভাই উনি ইয়াহুদি নাসারার বন্ধু ছিলেন না।

১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৩

যোগী বলেছেন:
রাজাকারের বাচ্চাদের এমন পাকি প্রেম দেখলে মনে হয় এদের লাত্থায় দেশ থেকে বের করে দেই। ঐ খবিশের বাচ্চারা তোরা বাংলাদেশে থাকিস কেন?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৯

জুবায়ের আহসান বলেছেন: দেশটা তোমার বাপের কেনা নাকি, বুদ্ধু সাব..???

১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩

আমি আবুলের বাপ বলেছেন: আমেরিকা কি নাসারাদের দেশ না? আপনিই তো একটু আগে স্বিকার করলেন, সকল মুসলিম রাষ্ট্রই ছিলো আমেরিকার বন্ধু। শুধুমাত্র সোভিয়েত পতনের জন্য। তখন মুসলমান্দের জিহাদি আঞ্জাম সাপ্লাই দিতো আমেরিকা। উনিও তো আমেরিকার সাথে বন্ধুত্ব করে সোভিয়েতের বিরুদ্ধে ছিলেন।

১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯

আমি আবুলের বাপ বলেছেন: আর যারা হুদাই গালাগালি পারতাছেন,তারা আসলেই ভোদাই। সব পাকিরাই খারাপ না। স্বয়ং মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো পাকিদের জড়িয়ে ধরেন।
আসমা জাহাঙ্গীর যখন অ্যাওয়ার্ড নিতে গেলেন তখন শেখ হাসিনা তার গলা জড়িয়ে ধরেন। এতে উপস্থিত সবাই বিস্ময়াভূত হন।
http://www.natunbarta.com/opinion/2013/03/28/18525/print

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪১

জুবায়ের আহসান বলেছেন: ভাই এই অন্ধগুলারে বুঝাইয়ক লাভ নাই .।

১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪০

জুবায়ের আহসান বলেছেন: বন্ধুত্বটা হল জাস্ট রাজনৈতিক সখ্যতা। তখন সোভিয়েত কে যারাই হটাতে চেয়েছিল পরোক্ষ ভাবে তারাই আমেরিকার বন্ধু ছিল। কারণ এতে আমেরিকার পথ পরিষ্কার হচ্ছিল এই অর্থে। কিন্তু এটা সেই বন্ধুত্ব না যা আল্লাহ কোরানে করতে নিষেধ করেছেন। এখানে টার্গেট এক হওয়ায় উভয়ের সম্পর্ক আপাত দৃষ্টিতে বন্ধুসুলভ মনে হয়েছে।

১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩

আরণ্যক রাখাল বলেছেন: পাকি মায়ের পেটে তোর জন্ম নেয়া উচিৎ ছিল

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২

জুবায়ের আহসান বলেছেন: ভারী মুসিবত তো, এই আবুল দেখি তুই তামারি, মা-বাপ নিয়া কথা শুরু করছে। যাক বাবা আমি আপ্লুত তোমার শিক্ষায়, মুজিবীয় চেতনার সন্তানেরা এর চেয়ে আর বেশি কি শিখবে বলো। যাও বাবা, তোমার উপ্রে ডোয়া রইলো,,
miaw!!

১৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫১

আরণ্যক রাখাল বলেছেন: পাকি দুয়া লাগপে না

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:১৫

জুবায়ের আহসান বলেছেন: আপনেরে দুয়া দেই নাই, ডুয়া দিছি। আর অন্ধত্ব দূরীকরণের জন্য একটা চশমা কিনেন।কাজে দেবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.