![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সচেতন মুসলিম, খুব সাধারণ জীবনযাপন পছন্দ করি। আল্লাহর সন্তুষ্টিই আমার জীবনের উদ্দেশ্য।
আমি আরব-আমিরাতের আবুধাবিতে একটা ট্রাভেল এজেন্সিতে "ডুকুমেন্টস কন্ট্রোলার এন্ড মেসেঞ্জার" হিসেবে কর্মরত আছি। কাজের সুবিধার্থে আমার কোম্পানি আমাকে মোটর সাইকেল দিয়েছে। সময়টা ছিল ২৯শে জুলাই'২০১২, দুপুর ১২টা। আমি আমাদের ক্লাইন্ট ২ টা কোম্পানি থেকে চেক কালেকশন করলাম, তারপর অন্য একটা কোম্পানিতে ইনভয়েছ সাবমিট করার জন্য যাচ্ছি যেটা আমার অফিস থেকে ৮কি.মি দুরে।
তিন লেন বিশিষ্ট খলিফা স্ট্রিটে ড্রাইভ করতেছি, সামনের গ্রীন সিগনালটা ধরার জন্য স্পিড তুললাম ৯০+, হটাৎ পার্শ্বের লেন থেকে একটা টেক্সি কোন ইন্ডিকেটর না দিয়েই আমার সামনে চলে আসলো! মোটরসাইকেল কন্ট্রোল করার মত অতটুকু ডিস্টেন্স ছিল না। তাই বাধ্য হয়েই টেক্সির পিছনে মেরে দিলাম। মোটরসাইকেল টেক্সির পেচনেই রয়ে গেল আর আমি টেক্সির উপর দিয়ে ১৫হাত দুরে গিয়ে পার্শ্বের লেনে পডলাম!!! ভাগ্য ভাল, ঐ লেনে কোন গাড়ি ছিলনা।
আরব-আমিরাতের এক্সিডেন্ট হলে গাড়িকে এবং গাড়ির লোকজন কে ঐ অবস্থায় রেখেই পুলিশের কাছে ফোন করতে হয়, কোন প্রকার নড়াচড়া করা যায়না। অবস্থা গুরুতর হলে পুলিশ আসার সময় এম্বুলেন্স নিয়ে আসে, ১০মিনিটের মধ্যেই পুলিশ এসে রিপোর্ট তৈরি করে।
এক্সিডেন্টের পর অন্য লোকজন এসে আমাকে কোনরকম তুলে বসালো এবং আমি পুলিশের জন্য অপেক্ষা করতে লাগলাম। ঠিক ঐ মুহুর্ত্বে দেশ থেকে ফোন আসতে লাগলো। অনেক কষ্টে পকেট থেকে মোবাইল বের করে দেখি, সে আর কেউ না..... আমার গর্ভধারিণী মা!!! মনের অজান্তে চোখের পানি বের হয়ে গেল। ফোন রিসিভ করার সাথে সাথেই মা বলল, "তুই ভাল আসিস তো, আমার কাছে হঠাৎ এমন লাগতেছে কেন??? তোর কিছু হয়নিতো???
জানিনা মুহুর্ত্বের মধ্যে আমার মা কি করে জেনে গেল! এটাইকি সন্তানের প্রতি মায়ের ভালবাসা??? মায়ের ভালবাসা এতটা বাস্তব হয়!!
খুব স্বাভাবিক থাকার চেষ্টা করে সেইদিন মায়ের প্রশ্নের জবাব দিলেও আজো সেই দিনের কথা গুলো আমার কানের মাঝে যেন বার বার বাজতেছে! জীবনে কোনদিন মায়ের কাছ থেকে আমার কোন কথা গোপন করতে পারিনাই, জানিনা আমার মা কিভাবে জেনে যান!!! এখনো একটু সামান্য অসুখ হলেও মা দেশ থেকে ফোনে জিজ্ঞাস করে, তুই ভাল আছছ তো! আমার কাছে খারাপ লাগতেছে কেন?
মা ছাড়া এমন কাজ অন্য কেউ করতে পারেকি?
সন্মানীত ভাই ও বন্ধুরা, পরিশেষে একটাই অনুরোধ করবো, একান্ত কঠিন মুহূর্ত্বেও কেউ মায়ের মনে কষ্ট দিয়েন না। মায়ের পদতলেই সন্তানের জান্নাত। মা তোমাকে শত-কোটি সালাম, প্রবাসে আছি বলে তোমাকে ভুলিনি মা, প্রতিটা মুহুর্ত্বে তুমি আমার হূদয়ের গভীরে আছো, আমার মা আমার জান্নাত।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১০
দিল মোহাম্মদ মামুন বলেছেন: আসসালামু আলাইকুম, প্রিয় ভাই আমি এই ব্লগে আজ নতুন। তাই শুরুতে আমার প্রবাস জীবনের একটা স্মরণীয় ঘটনা দিয়েই লিখা পোষ্ট করলাম। ধন্যবাদ আপনাকে
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
চাঁদগাজী বলেছেন:
স্বাগতম।
প্রবাস নিয়ে লিখুন।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১২
দিল মোহাম্মদ মামুন বলেছেন: প্রিয় ভাই, উতসাহমুলক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। ইনশাআল্লাহ পরের পোষ্ট প্রবাস নিয়ে লিখবো।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
গেম চেঞ্জার বলেছেন: জানিনা মুহুর্ত্বের মধ্যে আমার মা কি করে জেনে গেল! এটাইকি সন্তানের প্রতি মায়ের ভালবাসা??? মায়ের ভালবাসা এতটা বাস্তব হয়!!
আপনার এ পোস্টটি পড়ার প্রাক্কালেই আমার মা ফোন করেছিল। ফোনে কথা বলার পর এটা পড়লাম। কাকতালীয়ভাবে আমার সাথে আপনার এই ঘটনাটি মিলে গেছে। আমার একটা দুর্ঘটনার সময়ও মা ফোন দিয়েছিল বাট আমি কথা বলতে পারিনাই। কেবল উনার কন্ঠ শুনেছিলাম। এরপর অজ্ঞান হয়ে যাই।
যাইহোক, আপনার পোস্টে ভাললাগা রেখে গেলাম। আর সামুতে আপনার পদচারণা শুভ হউক সে আশা রাখছি। ভাল থাকুন। হ্যাপি ব্লগিং!!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
দিল মোহাম্মদ মামুন বলেছেন: প্রিয় ভাই আপনার মন্তব্যটি খুব ভাল লাগলো, মা তো মা- ই, মায়ের সাথে কি কারোও তুলনা হয় !!! আপনার মন্তব্য পড়ে মনে হলো, দুনিয়ার সব মা-ই মনে হয় একই রকম। আপনার আম্মুকে আমার সালাম বলবেন।
আপনাদের ভাল লাগাটাই আমার লিখার স্বারথকতা। উৎসাহমুলক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৪
মাহবুবুল আজাদ বলেছেন: এমনটাই হয় ভাই। আমার সাথেও বহুবার হয়েছে ।
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭
দিল মোহাম্মদ মামুন বলেছেন: আসসালামু আলাইকুম, আজাদ ভাই, আম্মুর সাথে মিথ্যা বলতে পারিনা, যেন কেউ আগেই আম্মুকে ইনফর্ম করে দেয়।
আমি এই ব্লগে নতুন, সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
চাঁদগাজী বলেছেন:
এটা নিয়ে অনেক কথা হয়েছে, এখানে নাকি একটা যোগসুত্র আছে, মা নাকি অনুভবে জানতে পারেন।