নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সচেতন মুসলিম, খুব সাধারণ জীবনযাপন পছন্দ করি।প্রবাসের হাজারো ব্যস্ততার মাঝেও দেশের ও দেশের মানুষের খবরা-খবর জানতে পছন্দ করি, তাদের সাথে মিশে যেতে চাই..... আমার সোনার বাংলা, আমি তোমার অনেক অনেক ভালোবাসি।

দিল মোহাম্মদ মামুন

আমি একজন সচেতন মুসলিম, খুব সাধারণ জীবনযাপন পছন্দ করি। আল্লাহর সন্তুষ্টিই আমার জীবনের উদ্দেশ্য।

দিল মোহাম্মদ মামুন › বিস্তারিত পোস্টঃ

এক দিরহামের জন্য দেশের সন্মান বিসর্জন! হায়রে দেশপ্রেম...।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫২


আবুধাবি শহরের পাবলিক বাস সার্ভিস এর মধ্যে যাত্রীদের ভাড়া উঠানোর জন্য কোন কন্ট্রাক্টর থাকে না, এই এয়ার কন্ডিশন, অটোমেটিক ডোর সিস্টেম ও সি.সি ক্যামেরা বিশিষ্ট বাসগুলোতে শুধুই একজন ড্রাইভার থাকে। এই বাসের ভাড়া প্রথম এক বছর ফ্রি ছিল তারপর এক দিরহাম, বর্তমান ভাড়া মাত্র দুই দিরহাম!!! (আবুধাবি শহরের যেকোনো জায়গায়)! ড্রাইভারের পার্শ্বে ১ম ডোরের সাথে একটা বক্স থাকে, ওই বক্সে দুই দিরহাম ফেলে তারপর সিটে গিয়ে বসতে হয়।

আমাদের বাংলাদেশের মানুষরূপী কিছু জানোয়ার ওই বক্সে আরব-আমিরাতের দিরহাম না ফেলে সেখানে বাংলাদেশি এক টাকার কয়েন ফেলে!!! যেটা সি.সি ক্যামেরায় ধরা না পড়লেও পরবর্তীতে কাউন্ট করার সময় ধরা পড়ে!!! যার জন্য বাংলাদেশিরা প্রতারক হিসেবে অন্যদেশীদের কাছে পরিচিত হচ্ছে!!! কিছু বাংলাদেশি মানুষরূপী জানোয়ারের কারণে বিদেশের মাটিতে বাংলাদেশের সন্মান প্রতিনিয়ত ক্ষুন্ন হচ্ছে!!!

এইছাডাও আরো অনেকগুলো অপকর্মের সাথে কিছু বাংলাদেশি জডিত আছে, যা শুনলে আপনারা আরও বেশি অবাক হবেন।এই সমস্ত কারণে বাংলাদেশি শ্রমিকদের আরব-আমিরাতের শ্রমবাজারে যথেষ্ট চাহিদা থাকা সত্বেও আজ প্রায় ৩.৫ বছর ভিসা বন্ধ হয়ে আছে!!!

এই সমস্ত লোকগুলো বাংলাদেশি কয়েন দিয়ে হয়তো ভাবতেছে সে বাসের ড্রাইভার কে ঠকিয়ে সে সাময়িক লাভবান হয়ে গেছে! আসলেই কি তাই? তারা যদি বুঝতে পারতো যে তারা ড্রাইভারের হক নষ্ট করে কতটুকু পাপের অধিকারী হয়েছে, আর দেশের সন্মান কতটুকু বিসর্জন দিয়েছে তাহলে হয়তো বাংলাদেশিরা আজ প্রতারক হিসেবে বিশ্বের দরবারে পরিচিত হতো না। আর মুসলিম হিসেবে আমরা সকলেই জানি, যে কারো হক নষ্ট করে, আল্লাহ তাকে কখনো ক্ষমা করবেন না যতক্ষণ না ঐ ব্যক্তি ক্ষমা করে।

তাই আসুন, আমরা মুসলিম হিসেবে জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামকে পরিপূর্ণ ভাবে মেনে চলার চেস্টা করি, তাহলেই আমরা দুনিয়াতে শান্তি ও আখেরাতে মুক্তি পেতে পারি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৯

বিপরীত বাক বলেছেন: দুবাই অাবুধাবীর ৮৫% বাঙালের স্বভাব চরিত্র এরকম।

অার এগুলোরেই প্রবাসী ভাই প্রবাসী ভাই বলে মায়াকান্না কেদে কেদে দরদে হোগা ফাটায় দেশের কিছু মানবতাবাদী।
অতীষ্ট হয়ে ও দেশ ছেড়েছি বেশ ক'বছর হয়ে গেল।
অামি এতটাই বিরক্ত ছিলাম বাঙাল চোর চামার গুলোর উপর যে এয়ারপোর্ট থেকে বিদেশী ড্রাইভার যখন রেসিডেন্টে নিয়ে অামাকে বাঙালদের রুমে পেৌছে দিল, সাথে সাথেই অামি বললাম যে, নো অাই উইল নট স্টে উইথ দিজ ____. পরে তামিলদের সাথে মেসে থেকেছিলাম। একরুমে ৩/৪ জন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯

দিল মোহাম্মদ মামুন বলেছেন: কি আর করবো ভাই, মাঝে মাঝে এই সমস্ত বেয়াদপ গুলোর কারনে নিজের কাচে লজ্জালাগে।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.