নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সচেতন মুসলিম, খুব সাধারণ জীবনযাপন পছন্দ করি।প্রবাসের হাজারো ব্যস্ততার মাঝেও দেশের ও দেশের মানুষের খবরা-খবর জানতে পছন্দ করি, তাদের সাথে মিশে যেতে চাই..... আমার সোনার বাংলা, আমি তোমার অনেক অনেক ভালোবাসি।

দিল মোহাম্মদ মামুন

আমি একজন সচেতন মুসলিম, খুব সাধারণ জীবনযাপন পছন্দ করি। আল্লাহর সন্তুষ্টিই আমার জীবনের উদ্দেশ্য।

দিল মোহাম্মদ মামুন › বিস্তারিত পোস্টঃ

\'আমার মা\'

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩


আমার 'মা'
দিল মোহাম্মদ মামুন

মাগো, তুমি কেমন আছো?
জীবন বাজী রেখে আমায় ভুমিষ্ট করেছো!

অনেক কষ্ট দিয়েছি তোমায়
নোংরা হয়ে যেতাম বার বার,

শত কাজ ও কষ্টের মাঝেও
পরিষ্কার করতে যে আবার!

লালনপালন করেছো তুমি,দিয়েছ সেবাযত্ন,
পৃথিবীতে আছে যে আমার, মা নামের এক রত্ন।

আমার অসুস্থতায় তোমার হাসিমাখা মুখ, হয়ে যেত ম্লান
তুমিই মা সবার সেরা, আমার প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান।

অনেক কষ্ট দিয়েছি মাগো, তবুও আমি তোমারি সন্তান
রোজহাশরে কিভাবে হবো, মহান প্রভুর সামনে দন্ডায়মান।

অভিশাপ দিওনা মাগো, তুমিই আমার গর্ব
রাসূল বলেছেন, তোমারি পদতলে আমার স্বর্গ।

শিখিয়েছিলে আদবকায়দা, দিয়েছিলে আমায় জ্ঞান
জীবন দিয়ে রক্ষা করবো, মাগো তোমার সন্মান।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: মাকে নিয়ে যে কোন লেখাই আমার কাছে অনেক ভাল লাগে। আপনার কবিতাটাও ভাল লাগলো!
শুভ কামনা জানবেন!

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

দিল মোহাম্মদ মামুন বলেছেন: মা শব্দটা শুনার সাথে সাথে কেমন জানি মন থেকে একটা শ্রদ্ধাবোধ চলে আসে। প্রবাস জীবনে মা কে খুব খুব মিস করি।
প্রিয় ভাই, সুন্দর মন্তব্যটির জন্য আপনাকে ধন্যবাদ।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: মা শব্দটাই যথেষ্ট একটা কবিতা কিংবা গল্প ভালো লাগার জন্য।

+

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

দিল মোহাম্মদ মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই, আপনার সুন্দর সাবলিল মন্তব্যের জন্য।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১১

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আপনি কি মন্তব্যের প্রতি উত্তর করতে পারেন না?

উপরের ছবিটা দেখুন?
উক্ত তীর চিহ্নিত স্থানে ক্লিক করে যে ফাঁকা জায়গাটা আসবে সেখানে আপনার কাঙ্খিত মন্তব্যটি লিখে তারপর 'মন্তব্য প্রকাশ করুন' অংশে ক্লিক করে, প্রত্যেকটা মন্তব্যের প্রতিউত্তর করুন!
ইহা ছাড়া আরো বিস্তারিত জানতে নিন্মোক্ত ছবিটি দেখুন-

আপনারে দিয়ে মোট কয়জনরে যে বিষয়টা বললাম ঠিক মনে করতে পারছি না। ভাবছি এবার থেকে টিউটোরিয়াল ভিজিট নেবো! :`>

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩

দিল মোহাম্মদ মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই দ্যা রয়েল বেঙ্গল টাইগার, আসলেই তো আপনাকে সন্মানী দেওয়া উচিত ! হা হা হা ......

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫

এযুগেরকবি বলেছেন: অভিশাপ দিওনা মাগো, তুমিই আমার গর্ব
রাসূল বলেছেন, তোমারি পদতলে আমার স্বর্গ।

ভাল লাগল
++++++++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫

দিল মোহাম্মদ মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই এযুগেরকবি। আপনাদের ভাল লাগাই আমার লেখার সাররথকতা।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪২

বিপরীত বাক বলেছেন: আগে বউ তারপর বাকি দুনিয়া।
বাঙালদের মা প্রীতির দৌড় ওই ফেসবুক, ব্লগ, গান আর গপ্প টপ্পর মাঝেই সীমাবদ্ধ।
ভন্ড জাতি। মিথ্যুকের চুড়ান্ত রুপ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

দিল মোহাম্মদ মামুন বলেছেন: ভাই বিপরীত বাক, আপনার কথায় সত্যতা আছে, তবে সবাই তো সমান না তাই না?
ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.