নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সচেতন মুসলিম, খুব সাধারণ জীবনযাপন পছন্দ করি।প্রবাসের হাজারো ব্যস্ততার মাঝেও দেশের ও দেশের মানুষের খবরা-খবর জানতে পছন্দ করি, তাদের সাথে মিশে যেতে চাই..... আমার সোনার বাংলা, আমি তোমার অনেক অনেক ভালোবাসি।

দিল মোহাম্মদ মামুন

আমি একজন সচেতন মুসলিম, খুব সাধারণ জীবনযাপন পছন্দ করি। আল্লাহর সন্তুষ্টিই আমার জীবনের উদ্দেশ্য।

দিল মোহাম্মদ মামুন › বিস্তারিত পোস্টঃ

একজন পুরুষ যদি একসাথে ৪জন স্ত্রী রাখতে পারে তাহলে একজন মহিলা কেন একসাথে একাধিক স্বামী রাখতে পারবেনা?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২


মহিলারা কেন একসাথে একের অধিক বিয়ে করতে পারেনা, করলে কি সমস্যা হয়?
একবার ইমাম আবু হানিফা (রহঃ) এর নিকট কয়েকজন মহিলা এসে বলল হুজুর একজন পুরুষ একের অধিক বিয়ে করতে পারলেও একজন মহিলা কেন তা পারবেনা? ইসলামতো এটা সঠিক নিয়ম করেনি। আমরা এর সমাধান চাই, আমরাও পুরুষের সমান অধিকার চাই...
তাদের কথা শুনে ইমাম আবু হানিফা (রহঃ) চিন্তায় পরে গেলেন, তাদের বললেন, তোমরা আগামীকাল এসো।

তারপর রাতে তিনি গবেষণা করতে লাগলেন কিন্তু কোনো সমাধান খুজে পাচ্ছিলেন না। এক পর্যায়ে তার মেয়ে বিষয়টা বুঝতে পেরে তাকে জিজ্ঞেস করলেন আপনাকে এতো পেরেশান মণে হচ্ছে কেনো ? তখন তিনি তার মেয়েকে বিষয়টি বললেন। সব শুনে তার মেয়ে বলল, আমি এর সমাধান দিব, আপনি আগামীকাল তাদের আসতে বলবেন। তোমাদের এই প্রশ্নের উত্তর আমার মেয়ে দিবে তবে একা নয় একটি নির্ধারিত দিনে বিশাল জনসমাবেশে, সেদিন তোমরা গরু, ছাগল, মেশ ও উটের দুধ আলাদা পাত্রে নিয়ে আসবে।

অবশেষে ঐ নির্ধারিত দিনে ইমাম আবু হানিফা (রহঃ) এর মেয়ে মঞ্চে এসে ঐ চার প্রকারের দুধ একপাত্রে ঢেলে দিয়ে মহিলাদের উদ্দেশ্যে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি, যে প্রত্যেক প্রকারের দুধ আলাদা করে দিতে পারবে? তখন তারা বলল এটা কিভাবে সম্ভব?

অতপর ইমাম আবু হানিফা (রহঃ) এর মেয়ে বললেন, "যদি এই চার প্রকারের দুধ একপাত্রে রাখার পর আলাদা করা না যায় তাহলে একাধিক পুরুষ একজন মহিলার সাথে মিলনের ফলে যে সন্তান জন্ম নিবে তার প্রকৃত বাবা কে সেটা কিভাবে নির্ধারণকরবে?" অতপর উপস্থিত সকলে বুঝতে পারল যে আসলে মহান আল্লাহর বিধানই সঠিক।

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৪

এ আর ১৫ বলেছেন: এখন তো ডিএনএ টেষ্ট করে বলে দেওয়া সম্ভব প্রকৃত বাবা কে !!!!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১

দিল মোহাম্মদ মামুন বলেছেন: প্রিয় ভাই, বুঝলাম এখন ডিএনএ টেষ্ট করে বলা যাবে, ধরুন আপনার স্ত্রীর আরোও ৩ স্বামী আছে, তাই বাচ্চা প্রসবের পর আপনি ডিএনএ টেষ্ট করে বাচ্চার পরিচয় পেলেন! তখন আপনার স্ত্রীর প্রতি ভালবাসা কেমন থাকবে? পারিবারিক অশান্তি কি থাকবেনা? ডিএনএ টেষ্ট কি সব সমাধান??
ধন্যবাদ আপনাকে।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫

আমি কি মানুষ বলেছেন: সন্তান এর ডি এন এ পরিক্ষা করলে প্রকৃত বাবার পরিচয় পাওয়া যাবে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১

দিল মোহাম্মদ মামুন বলেছেন: প্রিয় ভাই, বুঝলাম এখন ডিএনএ টেষ্ট করে বলা যাবে, ধরুন আপনার স্ত্রীর আরোও ৩ স্বামী আছে, তাই বাচ্চা প্রসবের পর আপনি ডিএনএ টেষ্ট করে বাচ্চার পরিচয় পেলেন! তখন আপনার স্ত্রীর প্রতি ভালবাসা কেমন থাকবে? পারিবারিক অশান্তি কি থাকবেনা? ডিএনএ টেষ্ট কি সব সমাধান??
ধন্যবাদ আপনাকে।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৯

আমি কি মানুষ বলেছেন: এটা কোন ব্যপার হলো! আমি যখন অন্যদের সাথে করতে পারি সে কেন করতে পারবেনা ? সেও তো মানুষ ? স্রষ্টাতো সবার জন্য সমান বিচার করে ?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮

দিল মোহাম্মদ মামুন বলেছেন: ভাই আপনার মন্তব্যে হাসবো কি কাদবো বুঝতে পারতেছিনা !!
ধন্যবাদ আপনাকে

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২২

আমি কি মানুষ বলেছেন: ভাই উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। হাসবেন কি কাদবেন তা বুঝতে হবে না। এইটা বুঝার চেষ্টা করেন যে আমি কেন এ উত্তর দিলাম। আমিও কিন্ত আপনার মত পুরুষ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৬

দিল মোহাম্মদ মামুন বলেছেন: ভাই আমাদের জন্মভূমি সোনার বাংলায় আজ তছলিমা নাসরিনদের উত্তরসূরীরা আওয়াজ দিচ্ছে, তারাও পুরুষের মত হতে চা্য !!
ধন্যবাদ আপনাকে

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৩

আমি কি মানুষ বলেছেন: আপনাদের এলার্জি তাছলিমা নাসিরন। সমস্যা তাছলিমা নাসরিন নয়। আমরা তাছলিমা নাসরিন সৃষ্টি করেছি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

দিল মোহাম্মদ মামুন বলেছেন: এখন আর তছলিমা নাছরিনকে দোষ দিইনা, কারণ এখন সরকার দিন দিন ঐ দিকেই যাচ্ছে। তবে এটাও ঠিক অতিরিক্ত বাড়াবাড়ির কারনেও তছলিমা নাছরিনদের তৈরি হয়।
ধন্যবাদ আপনাকে।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭

আমি কি মানুষ বলেছেন: আশাকরি আপনি বুঝবার ধার প্রান্তে দিকে যাচ্ছেন। সরকার ঐ দিকে যাচ্ছে না আমরা সরকারকে ঐ দিকে যেতে বাধ্য করিছি। ধন্যবাদ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭

দিল মোহাম্মদ মামুন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগ বাড়িতে আসার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.