নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সচেতন মুসলিম, খুব সাধারণ জীবনযাপন পছন্দ করি। আল্লাহর সন্তুষ্টিই আমার জীবনের উদ্দেশ্য।
আজ জোহরের নামাযের পর আবুধাবি ধারওয়েশ মসজিদের সামনে থেকে আবুধাবি পুলিশ এক বাংলাদেশি মহিলা ভিক্ষুককে গ্রেপ্তার করে। আমার ছয় বছরের প্রবাস জীবনেই এই প্রথম বাংলাদেশি ভিক্ষুক দেখলাম, তাও মহিলা ভিক্ষুক!! এই লজ্জা কার!! কেন মহিলাদের কে প্রবাসে পাঠানো হয়?
মধ্যপ্রাচ্যে দালালদের খপ্পরে পড়ে অনেক নারী শ্রমিক অনেক বড় স্বপ্ন নিয়ে প্রবাসে আসে। এখানে আসার পর একশ্রেনীর প্রতারক চক্র বেশিরভাগ নারীকে দিয়ে পতিতালয় চালায়। আবার যেই সমস্ত নারী কোন রকম পতিতালয় থেকে পালানোর সুযোগ পায়, তাদেরকে মানবেতর জীবন-যাপন করতে হয়। আবার যারা আরবীদের ঘরে কাজের বুয়া হিসেবে আসে, এদের অনেককেই হয়রানির শিকার হতে হয়।
এতকিছুর পরও ২০১৫ সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতি বছর আরব-আমিরাতে ১০০০০ নারী শ্রমিক পাঠানোর চুক্তি করে গেছেন। যদিও দেশে হাজার হাজার পুরুষ বেকার!!!
বিঃদ্রঃ - আরব-আমিরাতে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
দিল মোহাম্মদ মামুন বলেছেন: হালাল কাজের মধ্যে সবচেয়ে নিচু কাজ হচ্ছে ভিক্ষা করা। দেশের মধ্যে চললেও দেশের বাহিরে এটা লজ্জাজনক
ধন্যবাদ আপনাকে
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
মিজানুর রহমান মিরান বলেছেন: এ লজ্জা কার?? নিজেকে সমাজকে দেশকে দোষ দিব আমি...।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
দিল মোহাম্মদ মামুন বলেছেন: দেশের মধ্যে চললেও দেশের বাহিরে এটা লজ্জাজনক।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সত্যিই লজ্জার ব্যাপার ...
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৯
দিল মোহাম্মদ মামুন বলেছেন: এমনিতে বাংলাদেশিরা এখানে নানান খারাপ কাজে জড়িত, নানান রকমের অপবাদ বাংলাদেশিদের উপর চাপিয়ে দেওয়া হয়, তারউপর এই ধরনের ঘটনা বড় লজ্জার।
ধন্যবাদ আপনাকে।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬
নীলপরি বলেছেন: দেশ যাই হোক না কেনো অসহায়রা অত্যাচারিত সবজায়গায় ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৬
দিল মোহাম্মদ মামুন বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য সুপ্রিয় নিলপরী
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
মহা সমন্বয় বলেছেন: মান সম্মান আর রইল না।
নিঃসন্দেহে ভিক্ষা করার চেয়ে চুরি করা উত্তম।