![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারদিক অন্ধকার,চোখ খোলা যায় না,
নিজের প্রতিচ্ছবি ঠিক আঁচ করা যায় না।
একি কুয়াশা,নাকি গভীর রাত?
একি জাহান্নাম,নাকি জান্নাত?
কলম পাইনা খুঁজে,
খাতার পাতাগুলো উড়ছে চারদিকে।
তুলে জিন্দেগানীর শব্দ এদিক,
আমি দৌড়াতে থাকি অন্যদিক।
মনের কথা বেরিয়ে আসতে পারে না,
আমার আর কিছু বলাই হয় না
২| ০২ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২০
আশিক তানভীর বলেছেন: ধন্যবাদ পিয়ালী দত্ত, অনুপ্রেরণা দেয়ার জন্য।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৫ রাত ২:৩২
পিয়ালী দও বলেছেন: বেশ ভাল