![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মার সৎকারে দিনগুলো বহমান
একদিন হঠাৎ করেই অমাবস্যা শুরু হয়,
গোরখুঁড়েদের ফাঁকি দিয়ে বের হয়ে আসে কঙ্কালেরা।
অতি-অধিক উন্মাদনা শুরু হয়
বেঁচে থাকা মানুষেরা মরে যায় সে রাতে,
হৃদয়ে কুলুপ এটে পড়ে থাকে উন্মুক্ত শ্মশানে চিতার মতো।
আবার ভোর হয়,
সূর্যের উত্তাপে ধুলিকণা উত্তপ্ত হয়
জেগে ওঠে মহাকালের মানবেরা।
কঙ্কালেরা যে যার মতো সাড়ে তিন হাতে যায়গা করে নেয়।
মানুষগুলোও লজ্জা ভুলে সাহেব হয়
অপেক্ষা করে,
যেদিন হৃদয়ে কুলুপ এটে যাবে চিরতরে!
©somewhere in net ltd.