নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে কি লিখবো বুঝছিনা। তবে এটুকু বলি, মনুষ্যত্ব মানুষের কোনপ্রকার গুণ নয় এটা মানুষের মৌলিক উপাদান। আমি মনে করি এই মৌলিক উপাদান আমার মধ্যে রয়েছে।

সাজ্জাদ সবুজ

আত্মার সৎকারে দিনগুলো বহমান

সাজ্জাদ সবুজ › বিস্তারিত পোস্টঃ

ইটস নট কমপ্লিকেটেড ইটস সিম্পল

২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৭

জীবনে যদি কখনো দেনা-পাওনার হিসেব করতে বসে যাও তবে সেখানে,না পাওয়ার পাল্লা টাই বেশি ভারি হবে।কারণ অপ্রাপ্তিগুলোই মনে সবচেয়ে বেশি ছাপ ফেলে।
ব্যাপারটাকে অন্যভাবে ভাবা যায়,তুমি যদি ভেবে থাকো আকাশ বিশাল,অসীম তবে তা সত্যি,কিন্তু যদি ভেবে দেখো সত্যিই আমরা যেটাকে আকাশ বলি,আসলেই তার কোন অস্তিত্ব আছে কিনা...??
বিজ্ঞান বলে আকাশ বলে কিছু নেই আমরা যা কিছুর অবয়ব মহাশূণ্যে দেখতে পাই তা আমাদের চোখে শুধুমাত্র ধুলিকণার উপর আলোকরশ্নির প্রতিফলন হিসেবে ধরা পড়ে।
দেখেছো,যেটার অস্তিত্ব নেই তাকে নিয়েই আমাদের কত জল্পনা-কল্পনা।এই আকাশ নিয়ে কাব্য লিখে অনেকে নোবেল পুরষ্কারের জন্য ও মনোনিত হয়ে যাচ্ছে।
যা কিছুই বলি,যা কিছুই ভাবি না কেনো সেটা সীমার মধ্যে হতে হবে, তবে অপ্রাপ্তির কোন দুঃখ থাকবে না।
আমাদের জীবনটা অনেক সহজ-সরল আমরা এটাকে ক্রমেই জটিল করে ফেলি।
বেঁচে আছি,এইতো অনেক......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.