![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মার সৎকারে দিনগুলো বহমান
মাঝে মাঝে আমি হারিয়ে যায়,
চোখ বন্ধ করে অন্ধকারে কিংবা
কবিতার প্রগাঢ় আলোয়।
মাঝে মাঝে আমি হারিয়ে যায়,
ক্রীতদাশ নিখিলের আত্মহননে।
আমি আমার সম্মুখে দাঁড়িয়ে নিজেকে চিনিনা,
সত্ত্বার অধিকার ভুলে হারিয়ে যায়।
মাঝে মাঝে এক অনন্য আহ্বান আমায় জাগিয়ে তোলে
পথিকের ভিড়ে পথ ভুলে আমি হারিয়ে যায়।
গাঢ় রাত্র শেষে ভোরের শিশিরে অথবা
রোদ্রজ্বল কোন এক বিষণ্ণ দুপুরে
আমি হারিয়ে যায়।
আমার হারিয়ে যাবার কোন সীমানা নেই,
মৃত্যুর মত অতি সুন্দর সত্য আমাকে খুজে ফেরে,
আমি হারিয়ে যায়।
©somewhere in net ltd.