নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে কি লিখবো বুঝছিনা। তবে এটুকু বলি, মনুষ্যত্ব মানুষের কোনপ্রকার গুণ নয় এটা মানুষের মৌলিক উপাদান। আমি মনে করি এই মৌলিক উপাদান আমার মধ্যে রয়েছে।

সাজ্জাদ সবুজ

আত্মার সৎকারে দিনগুলো বহমান

সাজ্জাদ সবুজ › বিস্তারিত পোস্টঃ

পৃথিবী

০৭ ই মে, ২০২০ রাত ৮:৩২

কল্পনা করি পাকস্থলীহীন একটি পৃথিবীর।
খাদ্য নেই,নেই ক্ষুধার জ্বালা।
ফুটপাতে ভিক্ষুক নেই,
কর্পোরেট অফিসে বসে হিসেবের নেই কোন তাড়া।
বর্বরতা নেই,ভাইয়ের হাতে ভাই খুন হইনা আর,
আইন আছে প্রয়োগ নেই,
গরাদের দরজাগুলো খোলা ই থাকে।
মানুষগুলো এখন কবিতা নিয়ে বাঁচে
সক্রেটিস-প্লেটো নতুন করে জন্মেছে
হুমায়ূন আহমেদ হিমু আর মিসির আলী নিয়ে ফিরে এসেছে,
যেদিন রাত্রে জোৎস্না হয়,তারা জোৎস্নাবিলাসে বের হয়।
মানুষের মধ্যে এখন আর যৌনক্ষুধা নেই
নারীরা ও এখন মানুষ বলে বিবেচ্য।
প্রেমিক আছে প্রেমিকা আছে
কেউ কাউকে ছুঁয়ে দেখবার আকাঙ্খা নেই
তবুও তাদের মাঝে আছে তুমুল প্রেম।
সবাই এখন শব্দ খোঁজে,
শব্দ ই এখন প্রেমিকার উৎকৃষ্ট উপহার।
ঝড়ের রাত্রে সবাই এখন রুদ্র হয়ে যায়,
আকাশের ঠিকানা এখন সবার জানা।
কারোর আর জন্ম-মৃত্যু নিয়ে মাথাব্যাথা নেই,
এখানে সবাই সুখি,পৃথিবী বদলে গেছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.