![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মার সৎকারে দিনগুলো বহমান
আজ মোহের পাথর সরিয়ে মাথা তুলেছে দুর্বার দল।
অনন্ত যৌবনা নক্ষত্রের মৃত্যু হয় জেনেও আস্তাকুড়ে চলে গেছে ক্ষুধার্ত হায়েনা।
আর আমি অপেক্ষায় আছি, প্রেমিকার চোখে প্রেম দেখব বলে।
কবিতার মত স্বচ্ছ, সাবলীল প্রেম।
শুনেছি কবিদের প্রেমিক হতে হয়,
প্রেমিকের কবি না হলেও চলে।
আমি কি তবে প্রেমিক? নাকি কবি?
জীবনের এত শত আয়োজনে,
নিজেকে কখনো নিজের মত করে খুজে পায়নি।
এই হাত, চোখ, মুখ এদের কখনো আমার মনে হয়নি।
সুনিলের মত আমারো নিখিলেশ কে ডেকে দেখাতে ইচ্ছে করে,
"আমার বেঁচে থাকা"
©somewhere in net ltd.