![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মার সৎকারে দিনগুলো বহমান
বয়সের সাথে সাথে মানবজীবনের জটিলতা বাড়তে থাকে।
কিছু মিথ্যা মাঝে মাঝে আকাশ ছোয়ার মতো মহৎ হয়।তীব্র বাস্তববাদী মানুষটাও মাঝে মাঝে স্বপ্ন আঁকড়ে বাঁচতে চেষ্টা করে।
ঢের স্মরণীয় মানুষগুলোও মরে যায়।পঁচে গিয়ে পুনর্জন্মে(যদি) ফিরে এসে পাঠ্যবইতে পড়ার সময় ঘুনাক্ষরেও ভাবেনা এই কীর্তি তার।তবুও মানুষ বাঁচে।
জন্মসূত্রে প্রাপ্ত ভালবাসা,প্রকৃতির প্রতি মায়া বাঁচিয়ে রাখে।
কলঙ্কিত চন্দ্রের মোহে পড়ে এমন কেউ নেই যে পুরোটা জীবন চাঁদ দেখতে দেখতেই কাটিয়ে দেয়।
সাময়িক উন্মাদনা,একাধিক আকাঙখা,উৎসব,আনন্দ প্রতিটা মানুষেরই অধিকার তবুও মানুষ জন্মেই কেঁদে ওঠে।
উত্তম বলে ও কিছু নেই,আছে বলতে শব্দগুলোই।
মাঝে মাঝে একটু সাপোর্টের জন্যেও পিঠটা দেয়ালের সাথে ঠেকানো লাগে,যখন মেনে নেওয়াটাই সুখের ভাবার্থ।
জীবনের মানে খুজতে খুজতে নিজেকে হারিয়ে ফেলে কবরে চলে যাওয়াটাই বা কীসের বীরত্ব?
কতজনই তো এলো-গেলো,কত সমাধানই তো দিয়ে গেলো।
তবুও কি আমরা সুখি?
অবশেষে,
"মেনে নেওয়াটাই সুখের ভাবার্থ"
☺
আমার এই লেখাটা পৃথিবীর সেই সকল মানুষের জন্যে,যারা সুখি কিংবা সুখি হতে চাই...........☺
©somewhere in net ltd.