![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মার সৎকারে দিনগুলো বহমান
পারিপার্শ্বিকতা খামছে ধরে রোজ,
শার্টের কলারের অংশটুকু ছিড়ে নিয়েছে।
বিবেকের জাগরণে লাভ হয়নি কিছু,
আত্মারা নিশ্চুপ সৎকারের অপেক্ষায়।
হৃদয়ের চিৎকার,সন্তানহারা জননীর
আর্তনাদের চেয়েও ভয়ঙ্কর,বিভীষিকাময়।
রোজকার ক্লান্তি আর অবসাদে,
স্বপ্নেরা সত্যিকার মমি বনে গেছে।
পাপ-পূণ্যের ভীতিতে
অসাড় দেহটা নিয়েই বেঁচে থাকা।
আশায় বুক বেঁধে থাকা পাখির
প্রাণ নিয়ে চেয়ে থাকা,
কোনকালে আবার হয়তো মানুষ হবো,
মান-হুশ হবে।
কোনকিছুই যেন নিয়ম এর মতো নেই,
সুবোধ সত্যিই পালিয়ে গেছে
হারিয়ে গেছে অচেনা স্বর্গে।
©somewhere in net ltd.