নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে কি লিখবো বুঝছিনা। তবে এটুকু বলি, মনুষ্যত্ব মানুষের কোনপ্রকার গুণ নয় এটা মানুষের মৌলিক উপাদান। আমি মনে করি এই মৌলিক উপাদান আমার মধ্যে রয়েছে।

সাজ্জাদ সবুজ

আত্মার সৎকারে দিনগুলো বহমান

সাজ্জাদ সবুজ › বিস্তারিত পোস্টঃ

ধর্ষন ও মানুষ

২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২২

আসুন আপনাদের একটা গল্প শোনায়।
কখনো কি মেয়েদের সাথে শপিং এ গেছেন? বিশেষ করে যখন তারা ঈদের ড্রেস কেনার উদ্দেশ্যে শপিংমল এ যায় অথবা কোন টেইলর্স এ? যদি গিয়ে থাকেন তবে বুঝবেন তাদের একটা ড্রেস কেনার পদ্ধতিটা অনেকটা সুই এ সুতা ঢুকানোর মতো সূক্ষ।
মেয়ে যদি মধ্যবিত্ত পরিবারের হয় তবে তো কথায় নেই। তাদের আকাঙ্ক্ষা এমন পর্যায়ে থাকে যেন এই ড্রেস এ তাকে অন্য সকলের থেকে একটু আলাদা দেখায়, একটু বেশিই মায়াবি দেখায়। এবার আসুন একটু কল্পনা করি। নিজেকে নিজের বোন অথবা মায়ের জায়গায় কল্পনা করুন।
সখের ড্রেস পরে আপনি একটু খোলা বাতাসে ঘুরতে বের হয়েছেন। হঠাৎ করে ড্রেসটা একটা কিছুতে বেঁধে ছিড়ে গেলো কেমন লাগবে ভাবুন তো? অবশ্যই রাগ হবে তাইতো? হওয়াটায় স্বাভাবিক।
এবার ভাবুন, একদল মানুষ এসে আপনার অনুমতি ছাড়ায় আপনাকে তুলে নি্যে গেছে। আপনি যথাসাধ্য চেষ্টা করছেন মুক্তির জন্য কিন্তু কোন লাভ হচ্ছেনা। আপনাকে তারা গহীন কোন এক জায়গায় নিয়ে গেছে। তারপর প্রত্যেকে ঝাপিয়ে পড়েছে আপনার উপর। টেনে টেনে ছিড়ে ফেলতেছে আপনার পছন্দের ড্রেস। যেটা হয়তো আপনার মমতাময়ী মা কিনে দিয়েছেন অথবা আপনার বাবার ঘাম ঝরানো উপার্জন দিয়ে কেনা। আপনি প্রাণপন চেষ্টা করছেন তাদের থেকে মুক্তি পেতে, কোন লাভ ই হচ্ছে না। কোন চিৎকার, কোন আর্তনাদ কারো কানে যাচ্ছে না। আপনি আশায় আছেন একটি Miracle এর। ততক্ষণে আপনার শরীরে কোন কাপড় নেই। আপনার সামনে আছে কয়েকটি মানুষ, যারা আপনাকে ছিড়ে ছিড়ে খাচ্ছে। অথচ আপনার কতই না স্বপ্ন ছিলো, আপনার স্বতীত্ব, আপনার ভালোবাসা, আপনার ভালোলাগা নিয়ে। তার সবই যেন এক নিমিষেই শেষ। বেঁচে থাকার কোন মোটিভেশন তখন কাজে আসবে কি?
আমি সবসময় একটা কথা বলি সেটা হচ্ছে, মনুষ্যত্ব, মানবিকতা, মহানুভবতা এগুলো মানুষের কোন গুণ নয়। এগুলো মানুষের সাধারণ বৈশিষ্ট্য। আমি এতক্ষণ যাদের মানুষ বলে সম্বোধন করছি তারা আসলেই মানুষ কিনা সেটা আপনাদের সকলেরই জানা। রক্ত মাংষের জোড়া জোড়া হাত পা ওয়ালা সবাইকে মানুষের কাতারে ফেলা মনুষ্য জাতির অপমান বৈ কিছুই নয়।
দোয়া করি, আমার বোন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী যেন সুবিচার পায়। মহান রাব্বুল আলামিন যেন তাকে স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.