![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মার সৎকারে দিনগুলো বহমান
আমরা মানুষ জাতি।মান বাঁচাতে হুশ ঠিক রেখে সামনের দিকে এগিয়ে চলার অগাধ প্রচেষ্ঠা নিয়েই আমাদের পৃথিবীতে আগমন।
আমাদের আরেকটি ইন্দ্রিয়ভিত্তিক ব্যাপার রয়েছে যেটাকে আমরা বিশ্বাস বলি।
অনেকদিন পূর্বে একটা প্রতিবেদন দেখেছিলাম।যেখানে কিছু মানুষ সামান্য কিছু ডলারের বিনিময়ে সত্য বিক্রি করে মিথ্যাকে মেনে নিচ্ছিলো।পরবর্তীতে আবার যখন তাদেরকেই বলা হলো "আপনাকে আরো কিছু ডলার দেওয়া হবে আপনি বলুন যে আপনি ঈশ্বরে বিশ্বাসী নন" কিন্তু মানুষগুলো কেউ তাদের বিশ্বাসগুলোকে বিক্রি করল না।পরবর্তীতে যখন তাদের প্রশ্ন করা হলো আপনি ঈশ্বরকে কিভাবে চিন্তা করেন?কেউ বললো বিরাট পাহাড়,উজ্জ্বল নক্ষত্র,বুড়ো মানুষ যে লাঠিতে ভর দিয়ে হাটে ইত্যাদি ইত্যাদি।
এইগুলো মস্তিষ্কের হরমোন ঘটিত ব্যাপার।তারা সবাই জন্ম থেকেই অন্ধ বিশ্বাসে বিশ্বস্ত।
একবার আমার এক বড় ভাই আমাকে প্রশ্ন করেছিলো "তোমার জন্ম যদি হিন্দু পরিবারে হতো তবে কি তুমি প্রতিদিন পাঁচবার মসজিদে যেতে??"
©somewhere in net ltd.