![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মার সৎকারে দিনগুলো বহমান
বহুদিন বাদে কোন পূর্বপরিচিত মানুষের সাথে সাক্ষাতে/কথোপকথনে মনে হয় মানুষটি কত অচেনা!
সম্বোধনে সমস্যা হয়, কথা খুঁজে পাওয়া যায়না, সঠিক ইমোজিটির দিকে তাকিয়ে কনফিউশনে ভুগতে হয়, আরো কত কি।
কতো ছবি, কতো স্মৃতি মনের চোখে ভেঁসে ওঠে। কতো রাত, কতো দিন, কতো কথা সবকিছুই অম্লান মনে হয় ক্ষণিকের জন্যে।
মানবজীবনে পাওয়া না পাওয়ার হিসেবে হয়তো না পাওয়ার পাল্লা বেশি ভারি হয়। সময়ের প্রয়োজনে অনেক কিছুই ছেড়ে আসতে হয় কিংবা ছেড়ে চলে যায়। তবুও মানুষ আশায় বেঁচে থাকে।
আশা ছাড়া বেঁচে থাকায় যেন মূল্যহীন।
©somewhere in net ltd.