![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মার সৎকারে দিনগুলো বহমান
একজন পূর্নবয়ষ্ক মানুষের হাতে আয়ুরেখা, ভাগ্যরেখা বা হৃদয়রেখার মতো সর্বোচ্চ ১৪ প্রকারের রেখা থাকতে পারে। হাত দেখতে পারার মধ্যে মূলত কোন জোতির্বিদ্যার প্রয়োজন হয়না। প্রয়োজন হয় শব্দের এবং শব্দগুলো গুছিয়ে প্রকাশের পারদর্শিতার।
হাত দেখতে পারদর্শী পুরুষেরা অনেক বড় মাপের প্রেমিক হবার ক্ষমতা রাখে। মেয়েরা বিস্মিত হতে পছন্দ করে। কোন পুরুষের মুখে নিজের সৌন্দর্য বা গুণের কদর্য হতে দেখতে পছন্দ করে। ব্যাপারটি ঠিক উল্টোও হতে পারে।
আমি আমার এই স্বল্প জীবনে অনেক মেয়েকে বিস্মিত হতে দেখেছি। দেখেছি অবাক হয়ে তাকিয়ে কিছু একটা খুঁজতেছে। একটা ব্যাপার খেয়াল করবেন, আপনি যদি কখনো কাউকে বিভ্রান্ত করার সুযোগ পান তবে বিভ্রান্ত করবেন। দেখবেন আপনার উপর সেই মানুষটির আগ্রহ কয়েকগুণ বেড়ে যাবে।
মুখে যতই বলুক, সাধারণ জীবনযাপন মানুষের একেবারেই পছন্দ নই। কোন না কোনভাবে মানুষ তার জীবনকে জটিল করে তুলবেই। তারপর সেই জটিলতা কাটানোর জন্যে উঠে পড়ে লাগবে। একটা অদ্ভুত চক্র।
মানুষ যেমন রহস্যে ভরা গল্প পছন্দ করে তেমনি নিজের জীবনকে রহস্যে পরিপূর্ণ করে তুলতেও পছন্দ করে। দিনশেষে সবাই আফসোস করে জীবনটা কেন সিনেমার মতো না। অথচ এইসব কিছুর দায় তার নিজেরই।
অনেক মানুষ মনে মনে অনেক জ্ঞানী আবার অনেকের অন্তঃসার শূন্য। ব্যালেন্স করাটাই সবচেয়ে বড় ব্যাপার। দেখবেন যে মানুষটা যত বেশি সফল, তিনি জীবনকে অনেক সুন্দরভাবে ব্যালেন্স করতে পারেন। জীবনের প্রতিটা ভারডিক্ট সহজভাবে মেনে নিতে পারেন। আপনি মেনে নিতে পারলেন না, অনেক বেশি এক্সপেক্টেশন রাখলেন, জীবন আপনাকে কখনোই সুখ দিবে না। কারণ আপনি জীবনের কাছে এটাই চেয়েছিলেন।
©somewhere in net ltd.