নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে কি লিখবো বুঝছিনা। তবে এটুকু বলি, মনুষ্যত্ব মানুষের কোনপ্রকার গুণ নয় এটা মানুষের মৌলিক উপাদান। আমি মনে করি এই মৌলিক উপাদান আমার মধ্যে রয়েছে।

সাজ্জাদ সবুজ

আত্মার সৎকারে দিনগুলো বহমান

সাজ্জাদ সবুজ › বিস্তারিত পোস্টঃ

আশা - হতাশা

০৯ ই আগস্ট, ২০২৫ রাত ৯:৫৯

আমি একজন সর্বহারা ফেরিওয়ালা
অ্যা পারফেক্ট প্রোলিতারিয়েত।
তোমাকে না পাওয়ার বিষাদে আমি নিজেকেই হারিয়ে ফেললাম
কী অদ্ভুত এই জীবন চরিত বলো?

আমি কন্যাদায়গ্রস্থ পিতাকে দেখেছি মসজিদের প্রধান ফটকে
লাল ছেড়া গামছা পেতে দাঁড়িয়ে থাকতে
দেখেছি দায়হীন যুবককে মদের দোকানে
ইসাবেলা আইল হাতে।

তোমাকে খুজেছি মসজিদ থেকে মদের দোকান সবখানে
দাসপ্রথার কবর দিয়ে বানিয়ে ফেলেছি কর্পোরেট আভিজাত্য
কেটে গেছে সময়, শতাব্দী ফুরিয়ে গেছে
তবুও তোমার দেখা নেই।

তোমাকে না দেখার অভ্যাসেই
রোজকার অপেক্ষারা ফুরিয়ে যাবে একদিন।
ফুরিয়ে যাবে প্রেম, দ্রোহ, মোহ।
তোমাকে ভুলে যাওয়াটা যদি ভুলে থাকা যেত
তবে মুক্তি পেত গারদের পেছনে আটকে থাকা মুয়ের্তে এফিমেরা।

মুক্তি পেতাম আমি।
সময়ের কাটাতারে ঝুলে থাকা এই ইনফিরিওর স্যোশাল স্লেইভ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.