নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাম্প্রদায়িক

আমি সাম্প্রদায়িক। আমি চাই পৃথিবী হয়ে উঠুক একটি সাম্প্রদায়িক গ্রহ। তবে আমার এবং আমাদের গ্রহের মানুষের সম্প্রদায় হোক একটাই - মনুষ্য সম্প্রদায়।

কাব্যহীন রেওয়াজ

নিজের সম্পর্কে লেখাটা লেখকদের কাজ । তাঁরা মোটা মোটা বই লিখে, আর সেই বইয়ের শেষদিকের মলাটে বইয়ের থেকে মোটা চশমা পড়ে নিজের সম্পর্কে কি সব হিবিজিবি লিখে । আমি মোটেও লেখক না; কবিও না । মাঝে মাঝে মনে যা আসে লিখি কিন্তু তাকে কখনই সাহিত্য বলা চলে না ।

কাব্যহীন রেওয়াজ › বিস্তারিত পোস্টঃ

শেষ পর্যন্ত আমি একজন সাধারণ ব্লগার

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

মোবাইলে টুংটাং শব্দ । মনে হলো ম্যাসেজ, কিন্তু নাহ, দেখলাম মেইল আসছে । মেইল আসলে মন ভাল হওয়ার কিছু নাই, কিন্তু আমার মন ভাল হয়ে গেল । মেইলের সারমর্ম এই যে আমার ওয়াচ শেষ হইছে । :)সারাদিন মন ভালই ছিল ।



তবে সামু আমাকে আপেক্ষিক ব্যাপারটা খুব ভাল করে বুঝায় দিছে । সাত দিন যে সব জায়গায় সাতদিন না সেটা এখন ভালই বুঝি । :-*/:)



যাক সে কথা, আমার মত একটা বেগুনের লেখা এখন প্রথম পাতায় প্রকাশ হবে এটাই বা খারাপ কি!! :) রায়ান ঋদ্ধ ভাইয়া সবসময় আমাকে অনেক সাপোর্ট করছে, তাকে অনেক অনেক ধন্যবাদ ।



আমি সম্ভবত এই ব্লগের কনিষ্ঠতম (ব্লগিং না সত্যিকারের বয়সে) ব্লগার । তাই সব ভাইয়া আর আপুনিদের আগেই বলে দিচ্ছি, 'অনেক বিরক্ত করব কিন্তু'!! :P :P

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

*কুনোব্যাঙ* বলেছেন: হ্যাপি ব্লগিং

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১

কাব্যহীন রেওয়াজ বলেছেন: থ্যাঙ্কু :)

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

মামুন রশিদ বলেছেন: প্রথমে ভাবছিলাম সেফ থেকে ডিমুশন পেয়ে বুঝি জেনারেল হলেন । আরে এরকম পোস্টে মিষ্টি কই ??


হ্যাপি ব্লগিং :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

কাব্যহীন রেওয়াজ বলেছেন: ব্লগে ত ফেসবুকের মত কমেন্টে ছবি আপলোড দেয়া যায় না। তাই খাওয়াইতে পারতেছি না । :P

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১

শীলা শিপা বলেছেন: শুভকামনা আপনার জন্য :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

কাব্যহীন রেওয়াজ বলেছেন: ধন্যবাদ আপু.....। :)

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

কাব্যহীন রেওয়াজ বলেছেন: আমি আসলেই তোমাদের/আপনাদের অনেক ছোট...। 'আপনি' সম্বোধন করিয়েন না । কেমন কেমন লাগে !!! #:-S

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৫

রায়ান ঋদ্ধ বলেছেন: ভাই কে কি ধন্যবাদ দিতে হয় রে?? X(

তোমার লেখনীই বলে দেয় তুমি কি মানের লেখক। আমার বিশ্বাস তোমার নাম ছড়াতে বেশি সময় লাগবে না। হ্যাপি ব্লগিং..... :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

কাব্যহীন রেওয়াজ বলেছেন: মাঝেমাঝে দিতে হয় .....। :P :)


দুই একটা লিখে কি আর নাম ছড়ায় !! তাও লেখার যা শ্রী !! আমার নিজেরই পড়তে বিরক্ত লাগে....। :(

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৯

খাটাস বলেছেন: হ্যাপি ব্লগিং

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

কাব্যহীন রেওয়াজ বলেছেন: ধন্যবাদ ভাইয়া...। :)

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:

স্বাগতম সামুর দুনিয়ায়। শুভ হোক আপনার পথ চলা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

কাব্যহীন রেওয়াজ বলেছেন: পথ হারাইলে রাস্তা দেখাইয়েন....। :) :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.