নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাম্প্রদায়িক

আমি সাম্প্রদায়িক। আমি চাই পৃথিবী হয়ে উঠুক একটি সাম্প্রদায়িক গ্রহ। তবে আমার এবং আমাদের গ্রহের মানুষের সম্প্রদায় হোক একটাই - মনুষ্য সম্প্রদায়।

কাব্যহীন রেওয়াজ

নিজের সম্পর্কে লেখাটা লেখকদের কাজ । তাঁরা মোটা মোটা বই লিখে, আর সেই বইয়ের শেষদিকের মলাটে বইয়ের থেকে মোটা চশমা পড়ে নিজের সম্পর্কে কি সব হিবিজিবি লিখে । আমি মোটেও লেখক না; কবিও না । মাঝে মাঝে মনে যা আসে লিখি কিন্তু তাকে কখনই সাহিত্য বলা চলে না ।

কাব্যহীন রেওয়াজ › বিস্তারিত পোস্টঃ

আজ ''রায়ান ঋদ্ধের'' জন্মদিন :)

১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪২

আমি যে লেখালেখি করি এর পিছনে অল্প কিছু মানুষের অবদান আছে। আমার উপর এদের প্রভাব এতই প্রবল যে আমি চাইলেও এদের থেকে নিজেকে মুক্ত করতে পারব না। কেউ কেউ হয়তো জানেই না ওরা আমাকে কতটা প্রভাবিত করে। :|



রায়ান ঋদ্ধ। আমার "ঋ" অক্ষরটার প্রতি দুর্বলতা আছে। সেজন্যই হয়তো নামটাও ভাল লাগল। আইডিটাতে রিকু দিলাম একসেপ্ট হইলো। টাইম লাইন চেক করা শুরু করলাম। জোস জোস সব লেখা। ঐ টাইমলাইনে ঘুরতে ঘুরতেই দেখি আমার এক পোস্টে কমেন্ট হইছে, আইডিটা থেকে। কমেন্টে কথা হইলো। আরও কিছু পোস্টে এর পর কয়েকদিন কথা হইলো।



ফেবু লগইন করে নোটিফিকেশন পাইলাম। আমাকে "আমরা ব্লগার" গ্রুপে অ্যাড করা হইছে। :-* অ্যাড করছে রায়ান ঋদ্ধ । আমি ব্লগার না। ভয়ে ভয়ে গেলাম গ্রুপে। পড়লাম কিছু লেখা।



মাথায় প্রশ্ন আসে, "আচ্ছা, ভাইয়াটা কি ব্লগার নাকি?" ভাইয়াকে জিজ্ঞাসা করলাম। আমি মনে করতে পারি স্পষ্ট, আমি লিখছিলাম "ভাইয়া,তুমি কি বল্গার?" (ব্লগার বানানটাই ভুল।)। ভাইয়া ভুলটা ধরল না। ব্লগ নিয়ে কথা হইলো। ভাইয়াকে বললাম আমি ব্লগিং করব। সব কিছু বলে দেয়ার পরেও আমি (মহা গাধা) একটা ব্লগ খুলতে পারলাম না। ভাইয়াই শেষে খুলে দিল। শুধু যে খুলে দিল তা না। আমিনুর ভাইয়ের মেইল আইডিও দিল আমার ব্লগ আইডি সেফ করে নেয়ার জন্য। আমি যতদিন সামুতে ব্লগিং করব ততদিন ভাইয়ার কথা মনে পড়তেই থাকবে। (সামু আমি আজীবন ছাড়তেছি না)। সামুতে পোস্ট করা আমার প্রতিটা পোস্ট ভাইয়াকে উৎসর্গ করা।



তসলিম স্যারের (DZS এর শিক্ষক) ব্যাপার নিয়ে ভাইয়ার সঙ্গে কথা হইলো। দেখা করব ঠিক হইলো। জীবনে অনেক আজিব আজিব প্রাণী দেখছি, ব্লগার দেখিনি। মনে করছিলাম বিশাল বিশাল চুল-দাঁড়ি ওয়ালা হবে কেউ। নাহ্, কিউট একজনের সঙ্গে দেখা হইলো। প্রিন্স টাইপ। (বাঁচলাম, আমি মনে করছিলাম পুরাই ভাব ধরা পাবলিক হবে বুঝি)।



কয়েকদিন আগের কথা বিতর্ক আছে একটা। কলেজিয়েট স্কুলের সাথে। ভাইয়াকে ম্যাসেজ দিয়ে জানাইলাম শুধু। অনলাইন ছিল না তখন। সারারাত নেটেই ছিলাম। ভাইয়া ছিল না। পরের দিন সকালে ফেবু অন করেই দেখি বিরাট বিরাট আধ ডজনের মত ম্যাসেজ। ঋদ্ধ ভাইয়াই দিছে। বিতর্কের জন্য। সেটা দিয়ে অনায়াসে একজনের বক্তৃতা কমপ্লিট করা যায়। ঘুম বাদ দিয়ে, জাগে জাগে ওইসব ভাইয়া লিখছিল।



আমার ভাইবোন নাই। তবু অনেকগুলা বোন আছে। কিন্তু ভাই এই একটাই।



ভাইয়ার অসাধারণ দুইটা কথা। সব সময় মনে বাজে

১) "শব্দ অনেক শক্তিশালী। একে মনের মাঝে আটকায় রাখা যায় না। "

২) কল্পনার মাঝে থাকুক বাস্তবতার ছোঁয়া।



আজকে ভাইয়ার জন্মদিন। শুভ জন্মদিন,ভাইয়া। ভাল থাক (ভাবির সঙ্গে :P ;) ) , লিখতে থাক। শুভ হোক পথ চলা ।





(লিঙ্ক দিতে পারতেছি না :( । )

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৯

আমিনুর রহমান বলেছেন:




রায়ানকে কাল রাতেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। পিচ্চিটা খুব অল্প বয়সে অনেক বড় হয়ে গেছে। রায়ান আমার শুধু পছন্দের ব্লগারই নয় পছন্দের মানুষও।


শুভ জন্মদিন রায়ান !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৮

কাব্যহীন রেওয়াজ বলেছেন: রায়ান ভাইয়া পিচ্চি হইলে আমি কি !!!!!!??????? :O




পি.সি.তে বসতে পারিনি, তাই উত্তর করতে দেরি হলো...। :/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.