![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাগু মুক্ত বাংলাদেশ চাই
_____________ হ্যাপিনেজ নিয়ে মতি-আলুর সাথে রুবেলের একান্ত সাক্ষাৎকার
.
মতিআলুঃ - বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন, আপনার অনুভুতি কি ?
রুবেলঃ - আমি খুবই হ্যাপি । আমার ক্যারিয়ের জন্য এটা একটা টারনিং পয়েন্ট ।
মতিআলুঃ- হ্যাপিকে নিয়ে হ্যাপি ?
রুবেলঃ - না না ! হ্যাপির জন্য কেন হবে ? দলে চান্স পাওয়ায় হ্যাপি ।
মতিআলুঃ- আচ্ছা, হ্যাপি এবং আপনাকে নিয়ে তো অনেক জল্পনা কল্পনা হয়েছে, আপনি বেশ হয়রানির শিকার হয়েছেন ! এ ব্যাপারে যদি কিছু বলতেন !
রুবেলঃ - দেখেন, হ্যাপির সাথে দীর্ঘ নয় মাস আমি হ্যাপি ছিলাম । এখন আর তার সাথে আমার কোন ধরনের সম্পর্ক নাই !
মতিআলুঃ- কিন্তু হ্যাপি তো এখনও আপনার পিছু ছাড়ছে না !
রুবেলঃ - হ্যাঁ, ব্যাপারটা নিয়ে আমি বেশ উদ্বিগ্ন, আমার সাথে প্রতারনা করে সে হ্যাপি থাকতে পারতেছে না বলেই আমার পিছু ছাড়ছে না বলেই আমি মনে করি ।
মতিআলুঃ - আপনি বললেন, হ্যাপি আপনার সাথে প্রতারনা করেছে ! কিন্তু হ্যাপির দাবি, আপনি তার সাথে প্রতারনা করেছেন !
রুবেলঃ - দাবি করলেই হবে নাকি ? প্রতারনা হ্যাপি করেছে । একই সাথে একাধিক পুরুষের সাথে তার (...!...) সম্পর্ক ছিল !
মতিআলুঃ - আপনি নাকি তাকে বিয়ের প্রলোভন দেখিয়েছিলেন ?
রুবেলঃ - প্রলোভন দেখানোর কি আছে ? যখন কেউ সম্পর্ক করে, তখন তারা আগামীতে বিয়ে করবে এমন স্বপ্ন দেখে, সেটাই স্বাভাবিক । আমরাও দেখেছিলাম !
মতিআলুঃ - তাহলে কি হ্যাপি এই স্বপ্নটাকেই প্রলোভন হিসেবে উপস্থাপন করছে !
রুবেলঃ - হ্যাঁ, হতে পারে ।
মতিআলুঃ - হ্যাপি, আপনাদের ফোন কলের রেকর্ড ফাঁস করেছেন । এই ব্যাপারে যদি কিছু বলতেন !
রুবেলঃ - দ্যাখেন, এই ব্যাপারে বলার তেমন কিছু নাই ! প্রতারনা করাই তার উদ্দেশ্য ছিল, তা না হলে সে কল রেকর্ড করবে কেন ?
মতিআলুঃ - আচ্ছা, সম্প্রতি আপনাকে দলের বাইরে রাখতে আদালতে রিট করেছেন হ্যাপি ! এটাকে আপনি কিভাবে দেখছেন ?
রুবেলঃ - সে আমার জীবনকে ধ্বংস করতে চেয়েছিল, পারেনি । তাই ব্যর্থ হয়ে আমার ক্যারিয়ার ধ্বংস করার পায়তারা করতেছে ।
মতিআলুঃ - এর পিছনে আরও কি কোন কারন থাকতে পারে ?
রুবেলঃ- হ্যাঁ পারে । বাংলাদেশের খেলা তো সে দেখবে, আর আমি যদি ম্যাচে ভালো করি, সেটা দেখে সে জ্বলবে । তাই হয়তো এমন করছে সে...... !
মতিআলুঃ - আপনি ভালো খেললে সে জ্বলবে, এমন কথা আসছে কেন ?
রুবেলঃ - আসছে, কারন তার সাথে যখন আমার সম্পর্ক ছিল, তখন সে মনে করতো - তার অনুপ্রেরনাতেই আমি ভালো খেলি । এখন সে নাই, এখন ভালো খেললে তো অহংকার চুরমার হয়ে যাবে । তাছাড়া, আমি তো কারো অনুপ্রেরনায় ভালো খেলি না ! আমি আমার যোগ্যতায় ভালো খেলি ।
মতিআলুঃ বিশ্বকাপ নিয়ে আপনার কোন ভাবনা আমাদের সাথে শেয়ার করবেন ?
রুবেলঃ অবশ্যই । আমার আশা আমরা বিশ্বকাপে অনেক ভালো পারফর্ম করবো । চেষ্টা করবো ফাইনাল খেলার । অবশ্য চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমরা খেলতে যাবো ।
মতিআলুঃ চ্যাম্পিয়ন হতে পারবেন বলে মনে হয় কি ?
রুবেলঃ হতে পারবো কিনা জানি না । তবে ভালো মানের খেলা খেলে দেশবাসীকে হ্যাপি করতে চাই !
মতিআলুঃ আবার হ্যাপিকে করতে চান ?
রুবেলঃ ছি ছি ! কি বলেন এইগুলা ? হ্যাপিকে করতে চাইবো কেন ?
মতিআলুঃ তাহলে ?
রুবেলঃ হ্যাপি,আই মিন খুশি করতে চাই ।
মতিআলুঃ ও আচ্ছা ।
মতিআলুকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ।
রুবেলঃ আপনাদেরকেও অনেক ধন্যবাদ । আমার কথা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি অনেক হ্যাপি !
মতিআলুঃ আমরাও অনেক হ্যাপি !
হোয়্যার এভার ইউ গো, ইউ ক্যান নট লিভ উইথ আউট হ্যাপি ।
বিদ্রঃ সকল চরিত্র এবং কথোপকথন কাল্পনিক । লেখার সাথে কোন ঘটনা মিলে গেলে লেখক দায়ী থাকিবে না !
©somewhere in net ltd.