![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তারপর... যদি তা-ও পাই, আমি তা-ই চাই, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর।
কুয়াশাগলা শিশির বিন্দুর মায়াবী স্পর্শে বুড়িগঙ্গা
যখন শুয়ে পড়ে মাটির নরম বিছানায়
নান্দনিক জোৎস্না আলিঙ্গন করে জলের নরম দেহ
আর অদূরে শীতল জলে কোরাস করে অবসরকালীন ব্যাঙ
তখন রাতের আঁধারে ঘুমিয়ে পড়ে শুনশান আবাসিক নগরী।
আমি আজও সেই রাতে শীতের পোশাক গায়ে হাঁটি নীরবে।
আমার দৃষ্টির তির্যক টর্চ উঁকি দেয় তোমার নিষিদ্ধ জমিনে।
আমি উঠে আসি বিমান হয়ে তোমার আকাশে পার্সপোটবিহীন রাত্রিযাপনে।
তারপর পালকঝরা নীরবতায় তোমার বুকে সঞ্চয় করি সোহাগ।
একসময় শরীরের সুগন্ধি ছড়িয়ে সতর্ক বিড়ালের মতো
হৃদয়ের কপাট খুলে দেখি—
বুড়িগঙ্গা, তুমি অধরা অছোঁয়া লজ্জাবতী প্রার্থনায় আছো সারারাত।
২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫২
রিদওয়ান হাসান বলেছেন: গোসল করাতে হবে
২| ২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:১৩
নতুন নকিব বলেছেন:
এই কবিতার কথা বলছি না। তবে, আপনার লেখার হাত তো বেশ সুন্দর! লিখুন না! লিখে যান!
২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:২৭
রিদওয়ান হাসান বলেছেন: ধন্যবাদ ভাই। শুভকামনা রইল।
৩| ২০ শে মার্চ, ২০১৭ রাত ১০:১৫
চাঁদগাজী বলেছেন:
বুড়িগংগার বুকে বিষ ঢেলে দিয়েছে ঢাকার লোকেরা
২০ শে মার্চ, ২০১৭ রাত ১০:২১
রিদওয়ান হাসান বলেছেন: তারপর পালকঝরা নীরবতায় তোমার বুকে সঞ্চয় করি সোহাগ
৪| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৩৬
নতুন নকিব বলেছেন:
রিদওয়ান হাসান,
প্রিয় ভাই আমার, অনেক অনেক অনুরোধ থাকল লেখা কন্টিনিউ করার জন্য। আপনার লেখালেখিতে প্রতিবন্ধকতা তৈরি করার মত কোন বিষয় কি রয়েছে যেটা শেয়ার করা যায়, আশা করি কোন পরামর্শ নিয়ে পাশে দাঁড়াতে পারব।
আপনি ভাল থাকুন।
মা'আসসালাম।
২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
রিদওয়ান হাসান বলেছেন: ইনশাআল্লাহ লেখার চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আর লেখিলেখিতে ঠিক প্রতিবন্ধকতা নেই, তবে আমি লেখার চাইতে পড়িই বেশি। তাছাড়া কোনো এক কবি খেদ ধরে বলেছিল, আহা কবিদের যদি জীবিকা থাকত...
শুকরিয়া আপনিও ভালো থাকুন।
৫| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২১
নতুন নকিব বলেছেন:
সঠিক, জীবিকার প্রশ্নটি গুরু্ত্বপূর্ন। প্রতিমন্তব্যে আসায় প্রাউড ফিল করছি। ঠিক আছে, চেষ্টা চালিয়ে যেতে থাকুন।
আল্লাহ পাক তাঁর সীমাহীন করুনাধারাকে আমাদের জন্য অবারিত করুন।
২২ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫৮
রিদওয়ান হাসান বলেছেন: প্রাউড ফিল করার মতো সেলিব্রেটি নই আমি। আমার চেষ্টা অব্যাহত থাকবে। তার সাথে অবারিত থাকুক আল্লাহর করুণাবারি। গড, প্লিজ পয়েন্ট টু বি নোট ইট!
৬| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪০
বিলিয়ার রহমান বলেছেন: ভালো লিখেছেন!
আপনার জন্য শুভকামনা!
২২ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫৯
রিদওয়ান হাসান বলেছেন: আপনার শুভকামনা গৃহীত হইলো।
ধন্যবাদ নিবেন
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৬
অতঃপর হৃদয় বলেছেন: বুড়িগঙ্গার পানি নষ্ট হয়ে গেছে।