![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেহ ভাই, বুঝলাম না। আন্দোলন করার কি আছে?
সরকার শিক্ষায় ভ্যাট বাড়াইছে তো কি হইছে? প্রাইভেট ভার্সিটিতে পড়েন কেন? লেখাপরা ছাইড়া দিলেই পারেন। আর সেটা না পারলে আপনার বাপেরে বলেন যে, তিনি যে এক বিঘা জমি বিক্রি করে আপনাকে পড়তে পাঠাইছে সেটাতে হবে না। আরো আধা বিঘা জমি বিক্রি করতে বলেন। জমি না থাকলে বসতভিটা বিক্রি করে দেন।
সেটাও না পাড়লে গলায় দড়ি দেন। সেটাই ভালো।
সরকারকে টাকাও দিবেন আবার রাস্তা ঘাটে পুলিসের মাইরও খাবেন। এর চেয়ে মরা ভালো না?
উচ্চশিক্ষার স্বর্গযাত্রা সফল হোক।
লিঙ্ক প্রথম কমেন্টে।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৩
রিয়াদ আল সাহাফ বলেছেন: Click This Link