নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা দেখেও না দেখার ভান করি, আজ থেকে চলুন তাই দেখি।

রিয়াদ আল সাহাফ

রিয়াদ আল সাহাফ › বিস্তারিত পোস্টঃ

চ্যাটে মেয়ে খুজে বের করার সহজ উপায় ;)

২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৬

সেলবাজার বা বিক্রয়ডটকম এ কখনো ভিজিট করেছেন। এই ওয়েবসাইটগুলোতে নিজের চাহিদা মতো প্রয়োজনীয় জিনিসপত্র খুজে বের করা খুব সহজ।
ধরেন, আপনি সেকেন্ড হ্যান্ড মোবাইল খুজছেন। অপশন থেকে মোবাইল ক্লিক করলে গাড়ি, বাড়ি, বাস, ট্রাক এড়িয়ে ওয়েবসাইট আপনাকে শুধু মোবাইলের বিজ্ঞাপন দেখাবে।
আরোও সহজ উপায় আছে। আপনি যদি আই-ফোন খুজেন তাহলে, সেখানে আই-ফোন এ ক্লিক করুন। তাহলে হাজার হাজার মোবাইলের বিজ্ঞাপনের মাঝে শুধু আই-ফোনের বিজ্ঞাপন ই আপনার সামনে আসবে।
আরোও সহজ উপায় খুজছেন? সমস্যা নাই। আপনি এরিয়া ফিল্টার করে শুধু ঢাকা বা আপনার পছন্দমতো এরিয়া থেকে মোবাইল খুজুন।
রেঞ্জ ফিল্টারে আপনি পাবেন আপনার পছন্দমতো দামের প্রোডাক্টস। আপনি যদি ২০,০০০-২৫,০০০ টাকা রেঞ্জ ঠিক করে দেন তাহলে, যারা এই দামের মধ্যে বিক্রি করতে রাজি, তাদেরটাই শুধু দেখতে পাবেন।
এইরকম সুবিধা যদি ফেসবুক-মেসেঞ্জার বা হোয়াট্স-এ্যাপ, ভাইবারে দিতো তাহলে কিছু কিছু ইউজারদের চ্যাটে নক্ করতে হেব্বি সুবিধা হতো।
বুঝিয়ে বলবো? ঠিক আছে, বলছি।
ধরেন, ফেসবুক মেসেঞ্জার ওপেন করলেই আপনি পেয়ে যাবেন ছেলে অথবা মেয়ে সিলেক্ট করার অপশন।
ধরেন, আপনিই মেয়ে সিলেক্ট করলেন।
এবার করতে পারবেন এরিয়া সিলেকশন। পছন্দমতো ঢাকা, রাজশাহী, বা চট্টগ্রাম বা অন্য যেকোন জেলা সিলেক্ট করুন। মনে করুন, আপনি ঢাকা সিলেক্ট করলেন।
তারপর আপনার পছন্দমতো অপশন বাছাই করুন। সিলেক্ট করুন স্টুডেন্ট, চাকরিজীবী, অথবা গৃহিণী।
আপনি যদি স্টুডেন্ট সিলেক্ট করে থাকেন তাহলে, তাহলে অনলাইনের শুধু ঢাকায় বাস করা মেয়ে স্টুডেন্টদের নামই আপনার সামনে শো করা হবে।
সেখানে অপশন হিসেবে থাকবে স্কুল, কলেজ, অথবা ইউনিভার্সিটি। আপনার চাহিদা অথবা বয়সের সাথে ম্যাচ করে যেকোনটি সিলেক্ট করতে পারবেন।
রেঞ্জ হিসেবে এখানে থাকবে বয়স। ১৬-১৮, ১৮-২০, ২০-২২, ২২-২৪ ইচ্ছামতো মতো সিলেক্ট করুন।
এবার, চেহারা দেখুন আর চ্যাটিং করুন।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৬

নতুন বলেছেন: তখন মেয়েরা ছেলে হিসেবে আইডি খুলবে... না হইলে সবাই চ্যাট করার রিকোয়েস্ট পাঠাবে।

২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

রিয়াদ আল সাহাফ বলেছেন: অন্তত পক্ষে কিছু মেয়ে তো খুজে পাওয়া যাবে।

২| ২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: এই রকম লেখাও সামুতে থাকে??! আমার ধারণা ছিলো না।
ভাই, মেয়েরা কি হাটের গরু নাকি ফুটপাতের "দেইখ্যা লন বাইচ্ছা লন" টাইপ জিনিস যে কোয়ালিটি নির্ধারণ করে বাছার উপায় শিখায়ে দিলেন??

২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

রিয়াদ আল সাহাফ বলেছেন: এটা একটা ব্যাঙ্গাত্ত্বক লেখা। আমি মনে হয় বুঝাতে পারিনি অথবা আপনি বুঝতে পারেননি। আসলে বাস্তবে এমন কিছু মানুষ আছে বলেই ওদেরকে উদ্দেশ্য করে এটা লিখা। আমি কোন ভাবেই মেয়েদের অপমান করে কিছু বলিনি। কাঁদা ছোঁড়াছুড়ি না করার জন্য অনুরোধ করছি।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

উল্টা দূরবীন বলেছেন: ফেসবুক একটি সামাজিক যোগাযোগ সাইট। কোন অসামাজিক, ম্যারেজ মিডিয়া বা এডাল্ট সাইট নয় যে আপনার ইচ্ছামত, পছন্দমত মেয়ে, গৃহিনী খুঁজে নিয়ে আলাপ জুড়ে দিবেন। নিজের গন্ডির মধ্যে থাকুন। পরিচিতদের ফ্রেন্ডলিস্টে রাখুন। বাজারের রসালো টমেটো খোঁজার মানুসিকতা নিয়ে ফেসবুকে বা ব্লগে এসে সেখানকার পরিবেশ নোংরা করবেন না।
এই পোস্টের জন্য ধন্যবাদ দিতে পারলাম না।
পজেটিভলি উপলব্ধি করার চেষ্টা করুন।

২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২১

রিয়াদ আল সাহাফ বলেছেন: এটা একটা ব্যাঙ্গাত্ত্বক লেখা। আমি মনে হয় বুঝাতে পারিনি অথবা আপনি বুঝতে পারেননি। আসলে বাস্তবে এমন কিছু মানুষ আছে বলেই ওদেরকে উদ্দেশ্য করে এটা লিখা। আমি কোন ভাবেই মেয়েদের অপমান করে কিছু বলিনি। কাঁদা ছোঁড়াছুড়ি না করার জন্য অনুরোধ করছি। একটা ব্যাপার বোঝার চেষ্টা করুন, যে মানুশগুল এমন করে তারা নিসচয় ঢোল পিটিয়ে নিজের চরিত্র প্রচার করে না।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: উল্টা দূরবীণ ভাই,মেজাজ পুরাই খারাপ কইরা দিসে। হুউউউর! ব্লগেও আসলে রিকোয়েস্ট এক্সেপ্ট ইগ্নোর অপশন রাখা উচিত ছিলো। এইগুলা দেখতাম না তাইলে।

২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

রিয়াদ আল সাহাফ বলেছেন: নিপু আপু, আমার এক বন্ধু একদিন ফেসবুকে স্ট্যাটাস দিলো, "অনলাইনে এ ১০০ জন আছে কিন্তু চ্যাট করার মত কেও নাই।"
আসলে সে চ্যাট করার জন্য মেয়েদের খুজছিল। এমন ছেলেদের আসলে অভাব নাই। ওদেরকে অপমান করার জন্যই এই লিখা্টি লিখলাম। বোঝাতে পেরেছি মনে হয়?

৫| ২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: কি অবস্থা মানুষের চিন্তা ভাবনার

২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২১

রিয়াদ আল সাহাফ বলেছেন: এটা একটা ব্যাঙ্গাত্ত্বক লেখা। আমি মনে হয় বুঝাতে পারিনি অথবা আপনি বুঝতে পারেননি। আসলে বাস্তবে এমন কিছু মানুষ আছে বলেই ওদেরকে উদ্দেশ্য করে এটা লিখা। আমি কোন ভাবেই মেয়েদের অপমান করে কিছু বলিনি। কাঁদা ছোঁড়াছুড়ি না করার জন্য অনুরোধ করছি।

৬| ২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১১

জনাব মাহাবুব বলেছেন: সব মেয়েদের কি আপনার বাজারের পণ্য মনে হয় যে, আপনি ইচ্ছে করলেই যাকে খুশি তাকে বেছে নিয়ে চ্যাট শুরু করে দিবেন।

নিজের মন-মানসিকতা পাল্টান, মেয়েদের সস্তা ভাবার প্রবনতা কমান।

২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

রিয়াদ আল সাহাফ বলেছেন: এটা একটা ব্যাঙ্গাত্ত্বক লেখা। আমি মনে হয় বুঝাতে পারিনি অথবা আপনি বুঝতে পারেননি। আসলে বাস্তবে এমন কিছু মানুষ আছে বলেই ওদেরকে উদ্দেশ্য করে এটা লিখা। আমি কোন ভাবেই মেয়েদের অপমান করে কিছু বলিনি। কাঁদা ছোঁড়াছুড়ি না করার জন্য অনুরোধ করছি।

৭| ২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: পাশে ফানপোস্ট লিখে দিলে এত কাদা ছোঁড়াছুঁড়ির প্রয়োজন হতো না। যত যাই হোক, আমার চিন্তা ভাবনা বা বোধগম্যতায় সমস্যা থাকলেও এতগুলো মানুষের মন মানসিকতায় সমস্যা আছে,মেনে নিতে পারছি না। তবুও ক্ষমাপ্রার্থী ভুলভাবে আপনাকে বোঝার জন্য।

২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

রিয়াদ আল সাহাফ বলেছেন: সু পরামরশ দেয়ার জন্য ধন্যবাদ। আর ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। আপনি আপনার যুক্তি দেখিয়েছেন আর আমি তা ভাঙ্গানর চেষ্টা করেছি। ভাল থাকবেন।

৮| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই ধরনের ব্যবস্থা তো এক সময় ইয়াহু চ্যাট রুমে ছিল। আপনি মনে হয় তখনকার ইউজার না!

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২১

রিয়াদ আল সাহাফ বলেছেন: হয়তো। আমার আসলে চ্যাট বিষয়ে জ্ঞান একটু কম। আর প্রযুক্তিতে একটু আধটু অনীহাও আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.