![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাইক, কমেন্ট, আর শেয়ারের জন্য কিছু মানুষের হাহাকার দেখার মতো।
একদিন নিউজ ফিডে এক ছবি দেখলাম। ২৩/২৪ বছরের এক বোরখা পড়া তরুনী ৩/৪ বছরের বোরখা পড়া এক পিচ্চি মেয়েকে কোরআন পড়াচ্ছেন। আর ফটো ক্যাপশনে লেখা, "দেখি কতোজন মুসলিম ভাই আছেন ছবিটিতে লাইক দেয়ার মতো।"
আরেহ ভাই, এই পিচ্চি মেয়েকে যে বোরখা পড়িয়ে রাখছেন, ওর কি পর্দা করার বয়স হয়েছে? আমার তো মনে হয় না যে মক্কা শরীফের পেশ ইমাম সাহেব ও উনার ওই বয়সী মেয়েকে বোরখা পড়ান না।
আরো কিছু পোস্টে দেখা যায়,
সানি লিওনের পেইজ থেকেই পোস্টটা শেয়ার করা হোক আর বাংলাদেশ তথ্য মন্ত্রনালয় থেকেই শেয়ার করা হোক ইসলামের কথিত ঝান্ডাবাহী পবিত্র কালেমা লিখে কমেন্ট করে রাখবে। নিচে ব্যাকেটে লেখা, "দেখি কতোজন মুসলিম ভাই আছেন লাইক দেয়ার মতো।"
কালিমা কিংবা কোরআনের পবিত্র কোন আয়াত শালারা পোস্ট করবে যেখানে সেখানে।
লাইক আর শেয়ার বেইচা কি পানি খাবি রে হারামজাদা?
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৭
ফান তুফান বলেছেন: ঐ শালা মান্দির পুতুগো কি লাভ এটাতে তা বুঝতে পারিনাই আজো..