![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি কি অল্প অল্প লেখালেখি করতে পারেন? আপনি কি যেকোন ঘটনাকে ইসলামী ফতোয়া বলে চালাতে পারেন? আপনি কি কোরআন এবং হাদীসের ভুল ব্যাখ্যা দিতে পারেন?
উপরের প্রশ্নগুলোর উত্তর যদি হ্যা হয়ে থাকে তাহলে আমাদের এই কোর্স করার পর আপনি জনপ্রিয় না হতে পারলেও অন্ততঃপক্ষে একজন জনপরিচিত হয়ে উঠতে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হয়ে উঠবেন আলোচনার বিষয়, অনলাইন ও প্রিন্ট মিডিয়াতে দিতে পারবেন সাক্ষাৎকার, সচিবালয় থেকে পতিতালয় হয়ে উঠবেন সুপরিচিত। সাথে পাবেন সুশীল অথবা মুক্তমনা উপাধি।
যা যা করতে হবেঃ
প্রথমেই আপনাকে হতে হবে একজন নাস্তিক। শুধু নাস্তিক হলেই হবে না, হতে হবে চরমপন্থী নাস্তিক। ফেসবুক, টুইটার ও ব্লগগুলোতে ইসলাম ধর্মের বিরুদ্ধে করতে হবে বিষেদাগার। অন্য ধর্মের ক্ষেত্রেও করতে পারেন তবে মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশে মুসলিম বিদ্বেষী হওয়াই হবে বুদ্ধিমানের কাজ।
বিষেদাগার করার অস্ত্র হিসেবে আপনাকে বেছে নিতে হবে অশ্লীল গালাগালি। এবং মাঝেমাঝে আলোচিত কোন ঘটনার জের ধরে পবিত্র আল্লাহ্ তায়ালা এবং নবী রাসূলগণের নাম ও কাজ নিয়ে করতে হবে গালাগালি। এবং কথায় কথায় প্রমান করার চেষ্টা করুন, সৃষ্টিকর্তা বলতে কিছুই নেই এবং সকল আস্তিক লোকজন বিশেষ করে মুসলিমদের বোকা, গাধা এবং আরোও বিশেষণে বিশেষায়িত করুন।
মনে রাখবেন একদিনেই কিন্তু আপনি কোন খেতাব পেয়ে যাবেন না। এজন্য আপনাকে দীর্ঘদিন অধ্যবসায় করতে হবে।
তারপর, একসময় সবার নজরে পড়ে গেলে এবং নাস্তিকতার উপর একটা বই লিখে বাজারে চালাতে পারলেই আপনি সফল। পেয়ে যাবেন কাঙ্ক্ষিত মুক্তমনা উপাধি।
চলুন ব্যবসায় বিশেষজ্ঞের মতো মুক্তমনাদের উপরও একটা SWOT Analysis করে মুক্তমনা হয়ে উঠার শক্তি, দূর্বলতা, সম্ভাব্য সুযোগ এবং বাধাগুলো দেখে নেই এক নজরে।
SWOT Analysis of a মুক্তমনাঃ
Strength: এজন্য আপনাকে ভালো লেখালেখি এবং আস্তিকতা ও নাস্তিকতা নিয়ে ভালো ধারণা রাখতে হবে। প্রধানমন্ত্রী সহ যে কাউকে চ্যালেঞ্জ করার সাহস থাকলে বাড়তি যোগ্যতা বলে বিবেচিত হবে।
Weakness: আজকাল অনেক নাস্তিক ও ইসলাম বিদ্বেষীদের জনগণ পাত্তা দেয় না। এবং শতশত নাস্তিকের সাথে প্রতিযোগিতা করে নিজের উপর দৃষ্টি আকর্ষণ ধরে রাখা কিছুটা কষ্টকর।
Opportunity: তবে আপনি সফল হলে দেশে আলোচিত তো হবেনই সেই সাথে পাবেন ইউরোপ, আমেরিকায় যাওয়ার অভিনব সুযোগ।
Threat: মাঝেমাঝেই আপনার জীবন হুমকির মুখে পড়তে পারে। এজন্য বিন্দুমাত্র দমে গেলে হবে না।
কোর্সটি আপনার জীবনে কাজে লাগবে, ইনশআল্লাহ্।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৫
ওলে ওলে বলেছেন: অবশেষে আবুল হায়াতের দ্বিতীয় বিয়ের ব্যাপারে মুখ খুললেন বাংলা সিনেমার মুকুটবিহীন সম্রাট প্রবীর মিত্র। গত ১৮ই মার্চ আবুল হায়াত গোপনে দ্বিতীয় বিবাহের কাজটি সম্পন্ন করেছিলেন। গোপন ক্যামেরায় তোলা সেসময়কার একটি সেলফি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হলে আবুল হায়াতের এই কুকীর্তির কথা সবাই জেনে যায়। তবে এতদিন পর্যন্ত মোটামুটি চুপই ছিলেন মিডিয়া ব্যক্তিত্বরা।
এবার সেই ধারার ব্যতিক্রম হয়ে আবারো প্রবীর মিত্র জাগিয়ে তুললেন তার প্রতিবাদী কন্ঠস্বর। আবুল হায়াতের কট্টর সমালোচনা করে প্রবীর মিত্র বলেন, "আবুলটা আর আগের মত নেই। সে নষ্ট হয়ে গেছে। দুই মেয়ের মুখের দিকে তাকিয়ে সে একাজটা না করলেও পারত। ছিহ, ধিক্কার!"
এব্যাপারে আবুল হায়াতের সাথে যোগাযোগ করার জন্য তার ফোনে কয়েকটি মিসকল দেয়া হলেও তিনি কল ব্যাক করেননি। যতটুকু ধারণা করা হচ্ছে, তা থেকে বোঝা যায়, ক্যারিয়ার বাঁচাতেই মিডিয়ার কাছে আবুল হায়াতের এই লুকোচুরি !
আরও পড়ুন, চলে গেলেন আরজে সালমান