নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ যখন কাউকে সাহায্য করার জন্য হাত বাড়ায় তখন তার নিজেকে সাহায্য করার জন্য সেই হাতকে ফিরিয়ে আনতে হয় না, কারন তখন সহস্র হাত তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে।

Riazkhan

তেমন বলার কিছুই নেই।

Riazkhan › বিস্তারিত পোস্টঃ

এবার নাস্তিকদের হেফাজতেইসলামের আমির!!

০৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৫

এবার নাস্তিকদের
বিরুদ্ধে কথা বললেন
হেফাজতেইসলামের আমির
আল্লামা শাহ আহমদ শফি!!
সংবাদটি প্রকাশীত হয় দৈনিক
সমকালে : ০৬ মার্চ
২০১৫, ২০:২৬:১১
শফি আরো বলেন
ইসলামকে যারা মানে না,যারা হেফাজত
করে না তারা নাস্তিক।
কিন্তুু আমার
কথা হলো আমিতো হেফাজত বা কোন
ইসলামিক দলে যুক্ত নাই!তা হলে তার
চোখে আমি কী নাস্তিক?? আল্লাহ্
আমারে মাফ করুক!কিন্তুু
আমিতো আল্লাহক ও তার
নবী রাসূল,আসমানী কিতাব,ইসলামের
সকল আদেশ পালন করি।কোন
ইসলামী পিছে পিছে না ঘুরলে তাকে নাস্তিক
বলা যায়ে?আমার মনে তার
ব্যাখা ভূল।
তিনি আরো বলেন মুসলমান
নাম ধারণ করে কিছু ব্যক্তি কলেমা,
নামাজ, রোজা, হজ্ব ও যাকাত
থেকে বিরত থাকেন।
এমনকি ইসলামের এসব স্তম্ভের
বিরুদ্ধে বিষোদ্গার করেন। এ
নাস্তিকদের কারণে দেশে আজ
অরাজকতা সৃষ্টি হচ্ছে।
ঘটনা দুর্ঘটনা বাড়ছে। তাই
মুসলমানদের অবশ্যই নাস্তিকদের
বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
তো সাবধান আমার মুসলিম
ভাইয়েরা কখন কোন
সময়ে আপনাকে নাস্তিক
বলে তা বলা ঠিক মুসকিল।
:::::::::: শুক্রবার চট্টগ্রামের
পটিয়া উপজেলার দৌলতপুর দারুল
উলুম দেয়াং পাহাড় মাদ্রাসার
৪৩তম বার্ষিক 'সালানা জলসা'
অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তৃতা দিতে গিয়ে তিনি এসব
মন্তব্য করেন।
এ সময় হেফাজত আমির দেশের
সহিংসতা বন্ধের জন্য আল্লাহর
কাছে দুই নেত্রীর হেদায়েত
কামনা করেন।
মাদ্রাসার সদরে মোহাম্মদ
জাকারিয়ার
সভাপতিত্বে মাহফিলে অন্যন্যদের
মধ্যে বক্তব্য দেন- বাবুনগর
মাদ্রাসার পরিচালক মুহিবুল্লাহ
বাবুনগরী, ফতেহপুর
মাদ্রাসা পরিচালক মাহমুদুল হাছান,
দারুল উলুম দেয়াং পাহাড়
মাদ্রাসার পরিচালক আবুল হাসেম,
দারুল মারিফ মাদ্রাসার পরিচালক
ফরিদ উদ্দিন,
পটিয়া উপজেলা পরিষদ
চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর
আহমদ চৌধুরী টিপু, বড়উঠান
ইউপি চেয়ারম্যান দিদারুল আলম,
যুবলীগ নেতা হাবিব উল্লাহ প্রমুখ।

সূত্র:- দৈনিক সমকাল

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.