নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ যখন কাউকে সাহায্য করার জন্য হাত বাড়ায় তখন তার নিজেকে সাহায্য করার জন্য সেই হাতকে ফিরিয়ে আনতে হয় না, কারন তখন সহস্র হাত তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে।

Riazkhan

তেমন বলার কিছুই নেই।

Riazkhan › বিস্তারিত পোস্টঃ

Cyber War:-বাংলদেশে vs ইন্ডিয়া। আপনিও হতে পড়েন বাংলাদেশের একজন যোদ্ধা?

২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:২৭

বর্তমানে বাংলাদেশ আর ভারতের মধ্যে চলছে সাইবার যুদ্ধ।

কারণটা কি তা আমরা সবাই জানি।১৯ তারিকের ম্যাচে ইন্ডিয়া তাদের দালাল আইসিসি ও ঘুসখোর আম্পায়ার দিয়ে অসাধু পথ অবলম্বন করে জিতেছ। তাতে আমার কোন দুঃখ দেই কেননা বাংলাদেশ টিম জিতেছে ১৬কোটি মানুষের হৃদয়।



:) :)





এখন কাজের কথায়ে আসি বতর্মানে সাইবার ৭১ আর সাইবার আর্মি নামের হ্যাকার গ্রুপ গুলো উঠে পড়ে লেগেছে ইন্ডিয়ার সব গুরুত্বপূর্ণ সাইট হ্যাক করে এই দুনম্বারি খেলার প্রতিবাদ করে,আপনিও চাইলে অংশ গ্রহণ করেতে।কি বিশ্বাস হচ্ছেনা।



আমার প্রথম হয়েনি পরে এক হ্যাকার ভাইয়ের সাথে কথা বলে।

এরজন্যে প্রথমে একটি এপ লাগবে।।DownLoad



আমার দেয়া এই লিঙ্ক থেকে

সফটটি ডাউনলোড করে নিন প্রথমে। LOIC, তারপর সফট টি ইন্সটল করে ওপেন

করুন, Url=http:// http://www.icc-cricket.com



দিবেন

তারপর Lock ON Button Press করবেন।



এইবার Status এ IP দেখাবে। মানে

টার্গেট Locked. Methos=HTTP সিলেক্ট

করবেন তারপর Threads এ 1000 টাইপ

করবেন। এরপর EMMA CHARGIN MAH LAZER e

ক্লিক করলেই Attack শুরু হয়ে যাবে......

আর হ্যা যদি আমার দেওয়া লিঙ্ক কাজ না করে আপনি গুগোল প্লে স্টরে পাবেন LOIC নামে।আর যদি আমার পোষ্টি ভাল লাগে আপনার শেয়ার করুন আপনার বন্ধুদের।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৪৫

গারোপাহাড় বলেছেন: war?

২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:০২

Riazkhan বলেছেন: হুম।

২| ২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫৯

নিষ্‌কর্মা বলেছেন: ভারতীয় নিষ্পেষন থেকে মুক্তির সুবর্ণ সুযোগ তৈরী হয়েছে। হে ভাত খোর বাঙালী, তোমরা কি এই সুযোগ হাতছাড়া করবে আরেক বার? জাতির পিতা যে ভাবে ভারতীয় সৈন্যদের খেদিয়ে দিয়েছিলেন ১৯৭২ সালে, এইবারেও আসুন আমরা ভারতীয়দের খেদিয়ে দেই আমাদের এই দেশ থেকে।

২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:০২

Riazkhan বলেছেন: (হে ভাত খোর
বাঙালী) হা হা.........বাঙালীরা কি আর কিছু খায়ে না?

৩| ২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৪

আত্মার অতৃপ্তা বলেছেন: আমার IP hide করতে হবে কি .।.।.।

২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০৮

Riazkhan বলেছেন: না করতে হয়ে না,আর আপনি যদি করেন আপনার ভাল। :-D

৪| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৫

আমি ব্লগার হইছি! বলেছেন: আইপি হাইড করলে কিসের ভালো?

২০ শে মার্চ, ২০১৫ রাত ১১:৫৯

Riazkhan বলেছেন: আপনার আবস্থান ও ইন্টারনেট সেবা প্রদানকারী তথ্য গোপন থাকবে। :-D

৫| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১:৪৩

আমি ব্লগার হইছি! বলেছেন: আমার অবস্হান আর আইএসপির তথ্য জেনে নিয়ে আমার াল ছিড়ে নেবে ইন্ডিয়ান রা।

২১ শে মার্চ, ২০১৫ সকাল ৭:০১

Riazkhan বলেছেন: তা ঠিক না করলেও ইপনার আপিকে ব্লোক করে রাখতে পারে। :-)

আর ঠিকই আপনি (আমি ব্লগার হইছি!) :-P :-D

২১ শে মার্চ, ২০১৫ সকাল ৭:০৪

Riazkhan বলেছেন: তা ঠিক না করলেও
আপনার আপিকে ব্লোক করে রাখতে
পারে। :-)
আর ঠিকই আপনি (আমি ব্লগার হইছি!)

৬| ২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০০

ট্যামটেমি বলেছেন: ভাইজানেরা, একটা কথা বলি, ব্লগ লেখেন আর মন্তব্য লেখেন, লেখার সময় বাংলা বানানগুলোর দিকে একটু সতর্ক দৃষ্টি রাখবেন। ভুল বানান পড়তেও খারাপ লাগে, আর এটা ভাষার একটা অমর্যাদা বলে মনে হয়। আপনার ব্লগ বা মন্তব্য সারা বিশ্বের বাংলা ভাষা জানা অসংখ্য মানুষ পড়ছেন, দয়া করে এটা মাথায় রাখবেন। আমার মন্তব্যে মনে কষ্ট পাবেন না। ধন্যবাদ।

৭| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১১:১৩

Riazkhan বলেছেন: ভাইজান পোষ্টি আপডেট করে দেওয়া হয়েছে @ট্যামটেমি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.