নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ যখন কাউকে সাহায্য করার জন্য হাত বাড়ায় তখন তার নিজেকে সাহায্য করার জন্য সেই হাতকে ফিরিয়ে আনতে হয় না, কারন তখন সহস্র হাত তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে।

Riazkhan

তেমন বলার কিছুই নেই।

Riazkhan › বিস্তারিত পোস্টঃ

কি হচ্ছে এসব ? একটি সভ্য দেশের মানুষদের বিবেকবোধ কতোটা নিচে নামল?

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১৫

http://i61.tinypic.com/t7n4eo.jpg



কি হচ্ছে এসব ? একটি সভ্য দেশের মানুষদের

বিবেকবোধ কতোটা নিচে নামল?



গত ১ই বৈশাখ নববর্ষ উদযাপনকালে ঢাকা

বিশ্ববিদ্যালয়ের

সোহরাওয়ার্দী গেটে যে বর্বর

ঘটনা ঘটছে তা কি সভ্য জাতীর লক্ষণ? বিগত

পেছনের ঘটে যাওয়া

অনেক বর্বরতাকেও হার

মানিয়েছে এই ঘটানা।এই কুলাঙ্গার গুলার কারনে বাড়ছে যৌন নিপীড়ন।



কি হয়েছে সোহরাওয়ার্দী গেটে?

জানেন কি?কিছু সংঘঠিত পশু

,বখাটে সোহরাওয়ার্দীর গেটে

অনেক নারী, শিশু ও কিশোরীদের

উপর সংঘঠিতভাবে শকুনের মত

ঝাপিয়ে পড়ে, শত শত লোকের

সামনে পাশবিক কায়দায় যৌন

নির্যাতন করে৷ অনেক নারীকে

বিবস্ত্র করে ফেলা হয়৷ এসময়

নারীদের চিৎকার যাতে শোনা না

যায় সেজন্য ৪০-৫০ জন কুকুরের

বাচ্চাগুলো উচ্চস্বরে

ভুভুজেলা বাজায়ে। তারপর তারা এসব ভিডিও করে।





ছি...ছি..ছি।



কতটা নিচে নামল বাঙ্গালির বিবেক? আর যে মানুষের বিবেক এতটা নিচে নামতে পারে,সে দেশের সব চাইতে ঐতিহ্যবাহী

অনুষ্ঠানেও শ্লীলতাহানি হতে

পারে। সেই কুলাঙ্গার

গুলোকে পুলিশের কাছে ধরিয়ে

দিলেও পুলিশ নাকি তাদের ছেড়ে

দিয়েছে৷ পুলিশের কাছে বার বার

যাওয়া হলেও তারা কোনো

ব্যাবস্থা নেয় নি।তাহলে এদেশে হাজার হাজার কোটি

টাকা ট্যাক্স দিয়ে এই সব পুলিশ

পোষার দরকার কি। যৌন সন্ত্রাস চালানো হলে,

অপরাধীদের ধরিয়ে দেয়া হলেও

পুলিশ ছেড়ে দেয়!!!তাহলে কি আশা করা যায়ে আমাদের দেশের পুলিশ দিয়ে?



[বতর্মানে পুলিশকে ৫০ টাকা নতুন নোট দিলেই পার পেয়ে যায়ে ইয়াবা-গাজা খুররা,আর ১০০টাকা দিলে মাফ হয়ে যায়ে যে কোন আপরাধ।]



[যে দেশে পাবলিক প্লেসে সিগেরেট খেলে আইনে জরিমানার বিধাণ রয়েছে,আর সেই দেশে পুলিশ পাবলিক প্লেসে সিগেরেট খায়ে।]



আর ঐদিকে নাই গেলাম বিশ্ববিদ্যালয়ে হত্যাযজ্ঞের

ঘটনা ঘটে, নাকের ডগা দিযে পার

পেয়ে যায়ে হত্যাকারীরা৷

বিদেশ থেকে এফবিআই আসার

নাম করে, তদন্তে কিছুই পাওয়া

যায় না৷ সোহরাওয়ার্দীর গেটে

দায়িত্ব প্রাপ্ত পুলিশ কে

অপসারণ করতে হবে আর সেই সাথে ধিক্কার জানাই সেই মা বোনহীন অমানুষ

গুলোকে যাদের জন্য অবমাননার

স্বীকার হওয়া বোনগুলোর কাছে

নিজেকেও অপরাধী মনে হচ্ছে...

অবিলম্বে এই জানোয়ারের

বাচ্চাগুলোকে গ্রেফতার করা হউক।

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩২

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, এগুলো চ্যাতনাধারীদের ইণ্টারনাল ব্যাপার। ওরা ওরাইতো। আমরা দূর থেকে লাইক কমেণ্ট করে কি লাভ?

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৪৫

Riazkhan বলেছেন: ভাই চ্যাতনাধারীদের
ইণ্টারনাল ব্যাপার টা বুজাইয়া বলবেন?

২| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪২

নতুন বলেছেন: ভন্ডামীর ফসল এই গুলা...

নেতারা ক্ষমতার জন্য ক্যাডারের সাহাজ্য নেয়.... এই জানোয়াররা যখন অাকাম করে তাদের তখন ছাড়াইয়া নিয়া আসে...

পুলিশ টাকার জন্য সব কিছুই করতে পারে..... এই জানোয়ারেরা দের খুজে পায়না.....

এই জানোয়ারেরা দের খুজে শাস্তির ব্যবস্হা করা হউক...

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৪৭

Riazkhan বলেছেন: ঠিকই। এগুলার গডফাদার থেকে শেষ করতে হবে।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৬

ব্লগার মাসুদ বলেছেন: এখন এতটাই খারাপ হয়েছে পুলিশ তার কারনে মনে হয় না কোন ভাই বোন পুলিশকে বন্ধু ভাববে আর। ধন্যবাদ শেয়ার করায় ।

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৪৮

Riazkhan বলেছেন: আপনাকেও ধন্যবাদ ব্লগার মাসুদ ভাই।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০৮

ওয়ালী আশরাফ বলেছেন: বাঙ্গালি ছেলে বাঙ্গালি মেয়ের বস্ত্রহরণ করে বাঙ্গালির প্রাণের উৎসব পালন করেছে । কোন পাকিস্তানী মেয়ের বস্ত্রহরণ তো করেনি। তাহলে আপনার এতো জ্বলে কেন ???

বাঙ্গালি নারী বস্ত্র বিসর্জন দিবে তবু বাঙ্গালি সংস্কৃতি বিসর্জন দিবেনা ।

আপনার সহ্য না হলে পাকিস্তান চলে যান ।

বি :দ্র: এ সব আমাদের কালচারের অংশ বি কজ......আমরা চেতনা ধারী। আমরা গর্বিত বাঙালী।

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৫২

Riazkhan বলেছেন: হে হে হে..........আপনার ভিতর যে চেতনা আছে তা দেখতেই পাচ্ছি। ধরেন আপনার বোন এই ভাবে বাঙ্গালি নারী বস্ত্র বিসর্জন দিতো। মনে হয়ে আপনার তাতে জ্বলে না,কেননা আপনিতো অবার চেতনা ধারী,গর্বিত বাঙালী।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৪৬

সানোয়ারুল ইসলাম বলেছেন: মানুষ রুপি জানোয়ার তারা হবে কেন? তারা ছিল সোনার ছেলে...... যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে তাতে কি নৈতিকতা শিক্ষা দেয়া হয়? শুধু ঢাকা কেন বর্তমান যে শিক্ষা ব্যবস্থা তাতে দেশের যে কোন বিশ্ববিদ্যালয় ,কলেজ বা যে কোন শিক্ষা প্রতিষ্ঠানেই জিবনবোধ,নৈতিকতা, সম্মান প্রদর্শন, স্নেহশীলতা, শালীনতা অর্থাৎ এক কথায় প্রকৃত শিক্ষা দেয়া হয় না।এখানে ছাত্ররা পেটে কিভাবে ভাল মন্দ কিছু দিতে পারবে ,কিভাবে মাল পাতি কামাই করতে পারবে তাই শেখানো হয় শুধু।সব তাই ছাত্র নামের কুলাংগারে পরিনত হচ্ছে।জনে জনে বলা হলে, জিজ্ঞাসা করা হলে দেখা যাবে ৯০% ছাত্রই কুরআন শরিফ পড়তে পারে না।তারা কেমন আচরণ করবে ভাবুন তাহলে একবার।
কামনা:
আল্লাহ সবাইকে কুর-আন হাদিস শিক্ষা করার তাওফিক দান করুন

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৫৯

Riazkhan বলেছেন: আপনার সাথে আমিও একমত:- আল্লাহ সবাইকে কুর-আন হাদিস শিক্ষা করার তাওফিক দান করুন


বর্তমান যে শিক্ষা ব্যবস্থা প্রকৃত শিক্ষা দেয়া হয় না।তা আমি মানতে পারছি না।আর ৯০% ছাত্রই কুরআন শরিফ পড়তে পারে না পারার কারনে কি যৌন হয়ারানী হয়ে? বলেন তো আমাকে....

আরা যারা এই ঘটনাটি করেছ তারাকি সবাই ছাত্র?

৬| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ২:০৬

তারাবেষ্ট বলেছেন: ভাই, এগুলো চ্যাতনাধারীদের ইণ্টারনাল ব্যাপার। ওরা ওরাইতো। আমরা দূর থেকে লাইক কমেণ্ট করে কি লাভ?বাঙ্গালি ছেলে বাঙ্গালি মেয়ের বস্ত্রহরণ করে বাঙ্গালির প্রাণের উৎসব পালন করেছে । কোন পাকিস্তানী মেয়ের বস্ত্রহরণ তো করেনি। তাহলে আপনার এতো জ্বলে কেন ???
বাঙ্গালি নারী বস্ত্র বিসর্জন দিবে তবু বাঙ্গালি সংস্কৃতি বিসর্জন দিবেনা ।
আপনার সহ্য না হলে পাকিস্তান চলে যান ।

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ২:২৩

Riazkhan বলেছেন: ভাই আপনার মন্তব্য খানা পুরাই কপি পেষ্ট।তাই আমি আর কপি পেষ্ট করলাম না।কষ্ট করে উপরে লেখা দেখর নিবেন।

৭| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ২:০৯

ওয়ালী আশরাফ বলেছেন: আগামী বিয়াল্লিশ বছর পরে এর বিচার হবে

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ২:২৫

Riazkhan বলেছেন: আমিন :-P

৮| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ২:২৫

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, ওটা বাঙ্গালী সংস্কৃত ছিল না। আমরা বাংলার ছেলে ভাই। বাঙ্গালী সংস্কৃতি আমরা চিনি।

পড়ুনঃ বাঙালীয়ানা
http://www.somewhereinblog.net/blog/drzahirul/30030428

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ২:২৯

Riazkhan বলেছেন: হুম। বাঙ্গালী সংস্কৃত না মানলাম,ককিন্তুু তাই বলে যৌন হয়েরানী করতে হবে?

৯| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ২:২৯

সানোয়ারুল ইসলাম বলেছেন: আপনি বললেন : বর্তমান যে শিক্ষা ব্যবস্থা প্রকৃত
শিক্ষা দেয়া হয় না।তা আমি মানতে
পারছি না।
-----না মানার কিছুই নাই। ভাই আমি শিক্ষার কথা বলেছি।শিক্ষা ,আবারো বলছি শিক্ষা। ঢাবিতে পড়া ৯৫% ছাত্র ছাত্রীই ভাল জব আর আধুনিক একটা লাইফ স্টাইলের আশাতেই এখানে পড়ার স্বপ্ন দেখে।চাকরি হবে না আধুনিক বলবে না মেয়ে বা ছেলে পিছে ঘুরঘুর করবে না এমন কন্ডিশন থাকলে কি হত ভাবুন।মানছি,সবাই এক না কিন্তু সংখ্যাটা ৯৫% !! বাকি ৫% এক্সট্রা অর্ডিনারি ,যারা পড়া লেখায় এতই মনযোগী আর ব্যস্ত যে যে বাথরুম এর সেন্ডেল ক্লাশে পর্যন্ত পরে আসে ।তাদের এগুলার টাইম নাই। রিক্সায় করে বান্ধবী নিয়ে ঘোরা,ছেলে মেয়ে অবাধ মেলা মেশা ছেলে মেয়ে অবাধ আড্ডা এগুলোতে চোখের যেনা হয় । অশ্লিল কিছু ছাড়া লেখাপড়াতে বিশেষ কিছুই লাভ হয় না কথিত ছেলে মেয়ে ফ্রি হওয়াতে।

আরো বললেন : আর ৯০% ছাত্রই কুরআন শরিফ
পড়তে পারে না পারার কারনে কি
যৌন হয়ারানী হয়ে? বলেন তো
আমাকে....
-----ভাই মানুষ কুর-আন কেন পড়ে? ইসলাম শিক্ষার জন্য।আল্লাহ তায়ালার আদেশ নিষেধ জানার জন্য।জান্নাত জাহান্নামের পরিচয় পাবার জন্য।এর পঠনে আল্লাহ তায়ালার দয়ালু চরিত্রের পাশাপাশি কঠোর তম চরিত্রের কথাও জানা যায়।অর্থাৎ খারাপ কাজের পরিনতির কথা,শাস্তির কথা জানা যায়।এর পঠনে খোদাভীতি সৃষ্টি হয়।অন্যায় কাজ করার সময় আল্লাহ তায়ালার তৈরী জাহান্নামের ভয়াবহতা চোখে ভাসে।এটা মানুষকে সকল পাপ থেকে বিরত রাখে।মুসলিম হিসেবে এসব আমাদের শিখয়ে দেয়ার প্রয়োজন আছে কি?

১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০০

Riazkhan বলেছেন: শাড়ী নাভীর নিচে পরে
মেয়েটি বড় অন্যায় করে ফেলেছে
,ধর্মকে অবমাননা করেছে,অশ্লীলতা
করেছে, আর আপনারা পুরুষরা ভরা
রাস্তায় তাকে বিবস্ত্র করে ধর্মকে
রক্ষা করেছেন

১০| ১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:০৮

আমি সোহান !! বলেছেন: আমি মন্তব্য দেখে অবাক হয়ে গেছি, !!
মানুষের মধ্যে নৈতিকতার এত অভাব !

১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৫

Riazkhan বলেছেন: আমিও আপনার সাথে এক মত।

১১| ১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০১

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, আসুন আমরা দ্বীন শিখি। আপনি যদি দ্বীন শিখেন তাহলে আপনি দুনিয়ায় ইজ্জত পাবেন এবং আখিরাতে জান্নাত পাবেন। আল্লাহ তায়ালা আমাদের শিক্ষা দেনঃ (কুরআনের একটি আয়াতের অর্থানুবাদ করছি)

"সম্মান আল্লাহ তায়ালার জন্য, আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের জন্য এবং মু'মিনদের জন্য।"

বুদ্ধিমান লোকদের জন্য সামান্য ইঙ্গিতই যথেষ্ট। ইনশাআল্লাহ আপনি ধরতে পারছেন বিষয়টা।

তাই আমাদের আল্লাহ তায়ালার আদেশ অক্ষরে অক্ষরে মানতে হবে, আল্লাহ তায়ালার সন্তুষ্টির বিপরীত সবকিছুকে সচেতনভাবে পরিহার করতে হবে।

এবং আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের আদর্শ জেনে বুঝে তার আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে।

তাহলে ইনশাআল্লাহ আপনি দুনিয়ার সব ফেতনা থেকে নিরাপদ থাকবেন।

আর যদি তা না করেন তাহলে মিছিল-মিটিং-লেখালেখি এসব করতে পারবেন কিন্তু শান্তি পাবেন না।

আল্লাহ তায়ালা এ অল্প কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আমীন।

১২| ১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৫

মাঘের নীল আকাশ বলেছেন: মন্তব্য দেখে অবাক না হয়ে পারছিনা X( X( X(

১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৮

Riazkhan বলেছেন: আমাও বিশেষ করে ওয়ালী আশরাফ মন্তব্যতো দেখেত জ্বলে।

১৩| ১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ২:৩৭

মাসূদ রানা বলেছেন: সবজাগাতেই দেখতি কুলাংগারগুলোকে নিয়ে বিষদগার, ঘৃনা প্রকাশের ধুম পরে গেছে একেবার ........ অথচ, তাদের কুলাংগার হয়ে ওঠার পেছনে যে ব্যপারটা দায়ী সেটা নিয়ে কেউ কিছু বলছে না, অশ্লীলতা ! সমস্যা সমাধান করতে চাইলে গোড়ায় নজর দে রে পাগলা , গাছের মাথা কেটে কোন ফায়দা পাওয়া যাবে নানে ..........

১৪| ১৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৬

Riazkhan বলেছেন: গত ১লা বৈশাখ ১৪২২ উদ্যাপনকালে
ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মোড়
সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের
প্রবেশ পথে অপ্রীতিকর ঘটনার সুষ্ঠু
তদন্তের স্বার্থে তথ্য প্রদানের জন্য
সম্মানিত নগরবাসীর সহযোগিতা
কামনা করছে ঢাকা মেট্রোপলিটন
পুলিশ।
তাই উক্ত অনাকাঙ্খিত ঘটনার
সংশ্লিষ্ট যেকোন তথ্য (স্থিরচিত্র,
ভিডিও ফুটেজ, রেকর্ড/দালিলিক
প্রমাণাদি) যদি কারো কাছে
থাকে তা প্রদানের জন্য নিন্মলিখিত
ঠিকানায় যোগাযোগের জন্য অনুরোধ
করা গেল। প্রকাশ থাকে যে, তথ্য
প্রদানকারীর পরিচয় গোপন রাখা
হবে।
যোগাযোগের ঠিকানা-
উপ-পুলিশ কমিশনার (রমনা) -
০১৭১৩-৩৭৩১২০
উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) -
০১৭১১৬০৫১৪৯
অতিঃ উপ-পুলিশ কমিশনার (রমনা)-
১৭১৩-৩৭৩১২১
সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া)-
০১৭১১৬০৫১৪৫
অফিসার ইনচার্জ, শাহবাগ থানা -
০১৭১৩-৩৭৩১২৭
[email protected]

১৫| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২৮

সানোয়ারুল ইসলাম বলেছেন:
মাসূদ রানা ভাই বলেছেন: সবজাগাতেই দেখতি কুলাংগারগুলোকে নিয়ে বিষদগার, ঘৃনা প্রকাশের ধুম পরে গেছে একেবার ........ অথচ, তাদের কুলাংগার হয়ে ওঠার পেছনে যে ব্যপারটা দায়ী সেটা নিয়ে কেউ কিছু বলছে না, অশ্লীলতা ! সমস্যা সমাধান করতে চাইলে গোড়ায় নজর দে রে পাগলা , গাছের মাথা কেটে কোন ফায়দা পাওয়া যাবে নানে ..........
মাসুদ রানা ভাইকে ধন্যবাদ,তিনি বিষয়টা বুঝেছেন।

১৬| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৬

সানোয়ারুল ইসলাম বলেছেন: লেখক বলেছেন: শাড়ী নাভীর নিচে পরে
মেয়েটি বড় অন্যায় করে ফেলেছে
,ধর্মকে অবমাননা করেছে,অশ্লীলতা
করেছে, আর আপনারা পুরুষরা ভরা
রাস্তায় তাকে বিবস্ত্র করে ধর্মকে
রক্ষা করেছেন----এই মন্তব্য দ্বারা আপনার মগজের সাইজ মাপলে তা দেখার মত হত

২৬ শে এপ্রিল, ২০১৫ ভোর ৬:৫৪

Riazkhan বলেছেন: আমাটা মাপে আর কি করবেন, আপনারটা মাপেন।কারন দেই ধের আপনার টা আবার হাতির মগজের সাইজ হয়ে না।

২৬ শে এপ্রিল, ২০১৫ ভোর ৬:৫৭

Riazkhan বলেছেন: অবুজ বাংঙ্গালি।মজগ বড় হইলে হয়ে না।তাতে গিলু বিবেক নামের পদার্থ টি থাকে হবে।

১৭| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ২:৫০

সানোয়ারুল ইসলাম বলেছেন: আপনি বলেছিলেন : বর্তমান যে শিক্ষা ব্যবস্থা প্রকৃত
শিক্ষা দেয়া হয় না।তা আমি মানতে
পারছি না।তার উত্তরে আমি বললামঃ
-----না মানার কিছুই নাই। ভাই আমি শিক্ষার কথা বলেছি।শিক্ষা ,আবারো বলছি শিক্ষা। ঢাবিতে পড়া ৯৫% ছাত্র ছাত্রীই ভাল জব আর আধুনিক একটা লাইফ স্টাইলের আশাতেই এখানে পড়ার স্বপ্ন দেখে।চাকরি হবে না আধুনিক বলবে না মেয়ে বা ছেলে পিছে ঘুরঘুর করবে না এমন কন্ডিশন থাকলে কি হত ভাবুন।মানছি,সবাই এক না কিন্তু সংখ্যাটা ৯৫% !! বাকি ৫% এক্সট্রা অর্ডিনারি ,যারা পড়া লেখায় এতই মনযোগী আর ব্যস্ত যে যে বাথরুম এর সেন্ডেল ক্লাশে পর্যন্ত পরে আসে ।তাদের এগুলার টাইম নাই। রিক্সায় করে বান্ধবী নিয়ে ঘোরা,ছেলে মেয়ে অবাধ মেলা মেশা ছেলে মেয়ে অবাধ আড্ডা এগুলোতে চোখের যেনা হয় । অশ্লিল কিছু ছাড়া লেখাপড়াতে বিশেষ কিছুই লাভ হয় না কথিত ছেলে মেয়ে ফ্রি হওয়াতে।

আরো বলেছিলেন : আর ৯০% ছাত্রই কুরআন শরিফ
পড়তে পারে না পারার কারনে কি
যৌন হয়ারানী হয়ে? বলেন তো
আমাকে....আমি বললামঃ
-----ভাই মানুষ কুর-আন কেন পড়ে? ইসলাম শিক্ষার জন্য।আল্লাহ তায়ালার আদেশ নিষেধ জানার জন্য।জান্নাত জাহান্নামের পরিচয় পাবার জন্য।এর পঠনে আল্লাহ তায়ালার দয়ালু চরিত্রের পাশাপাশি কঠোর তম চরিত্রের কথাও জানা যায়।অর্থাৎ খারাপ কাজের পরিনতির কথা,শাস্তির কথা জানা যায়।এর পঠনে খোদাভীতি সৃষ্টি হয়।অন্যায় কাজ করার সময় আল্লাহ তায়ালার তৈরী জাহান্নামের ভয়াবহতা চোখে ভাসে।এটা মানুষকে সকল পাপ থেকে বিরত রাখে।মুসলিম হিসেবে এসব আমাদের শিখয়ে দেয়ার প্রয়োজন আছে কি?

এই উত্তর গুলোর উত্তরে আপনি বললেনঃ
লেখক বলেছেন: শাড়ী নাভীর নিচে পরে
মেয়েটি বড় অন্যায় করে ফেলেছে
,ধর্মকে অবমাননা করেছে,অশ্লীলতা
করেছে, আর আপনারা পুরুষরা ভরা
রাস্তায় তাকে বিবস্ত্র করে ধর্মকে
রক্ষা করেছেন


আমার করা মন্তব্য পড়ার পরে আপনার এই কথার দ্বারা কি বোঝা যায় ? যে আপনি আবেগের বসে মন্তব্যটা করে ফেলেছেন ।কিন্তু ভাই ,আবেগ শুধু সমস্যার সমাধান নয়।এই কুলাঙ্গারদের শেকড় কোথায় ? তাদের তৈরীতে আপনি,আমি এই সমাজ কি দায়ী নই ? এর সমাধানে আমাদের কি করা প্রয়োজন ? আমি এমনই কিছু বলার চেষ্টা করেছি।আপনি আপনার জায়গা থেকে আমার মতের সাথে অমিল থাকতেই পারেন।কিন্তু আমি এই পশুর মত আচরণের জন্য তাদের ইসলামীক শিক্ষা ,অন্যায় থেকে বেচে থাকার শিক্ষা অর্থাৎ খোদার ভয়ে ভীত হয়ে সকল অন্যায় থেকে বিরত থাকার শিক্ষার কথা বলেছি তা আপনি বোঝার চেষ্টাই করেন নি।আমি অবশ্যই আপনার আবেগ কে সম্মান জানাই ।কিন্তু এর ভিত্তি তুলে ফেলাটা এখন সময়ের দাবি।আশা করি আমি কি বলার চেষ্টা করেছি আপনি তা বুঝেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.