![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগের পোষ্ট দেখুন।
কি হচ্ছে এসব ? একটি সভ্য দেশের মানুষদের বিবেকবোধ কতোটা নিচে নামল?
আবার প্রমানিত হল বাংঙ্গালি
মনুষ্যত্ব বা মানবতা মাপ কাঠি একে
বারে শূন্য হয়ে গেছে!!
গত বাংলা নববর্ষ দিন থেকে শুরু
করলে এমন অনেক ঘটনা দেখা যায়ে
যা দিয়ে এটা প্রমান করা যায়ে।
সেই টিএসি মোড় থেকে আজকের
সিলেট ঘটনা যদি দেখা যায়ে, যে
কেউ বলবে বাংঙ্গালি মনুষ্যত্ব নেই
বললেই চলে।
★ এখন বলা যায়ে যে বা মনুষ্যত্ব
মানবতা কি?
=> যে চারিত্রিক
গুনাবলি এবং মনস্তাত্বিক
বৈশিষ্ট্যসমুহ অর্জনের মাধ্যমে একজন
মানুষ পরিপুর্ন মানুষে পরিনত হয় তাকে
মনুষ্যত্ব বা মানবতা বলে।
অতএর
পরিষ্কার ভাবে দেখা যায়ে নববর্ষ
দিন এমন কাজ টি বা কিছু দিন আগের
হৎঠাত করে শুরু হওয়া ধর্ষন চোর বলে
কাউকে পিটিয়ে হত্যা করা এগুলো
কি তাদের বিবের দিয়ে করা?
আসলে এরা কুকুরবিড়াল মস্তিষ্কজাত
নিয়ে জন্মিছে।
এখন দেখুন এই যে গত ৮ জুলাই সকালে
সিলেটের কুমারগাঁওয়ে চোর
‘অপবাদে’ এক শিশুকে পিটিয়ে
হত্যার ভিডিও ইন্টারনেটে
ছড়িয়েছিল এটা কি মানুষের কাজ?
প্রায় আধাঘণ্টা ধরে নির্যাতনের
সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ
করেন নির্যাতনকারীদেরই একজন, যা
ওই ভিডিওর কথোপকথনে স্পষ্ট। এগুলো
মানুষ না মানুষের রুপে শয়তান।এই
খুনিদের ফাঁসির দাবি করি আমি।
১৩ ই জুলাই, ২০১৫ রাত ২:৩৪
Riazkhan বলেছেন: ভাই এইখানেও রাজনীতি দেখে?আসল হল মানুষের বিবেক!
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৫ রাত ২:৩১
চাঁদগাজী বলেছেন:
বিএনপি, জামাত ও আওয়ামী লীগের মারামারি মানুষকে পিশাচ বানায়েছে।