![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও। মনের মতো কারে খুঁজে মর, সে কি আছে ভুবনে, সে যে রয়েছে মনে।
ছোটবেলা ছিল আলোর প্রতিফলনের formula কিন্তু বড় হলে life cycle Hooke's law of elasticity...পীড়ন(stress) proportional to বিকৃতি(strain) এবং নিউটনের তৃতীয় সূত্র- Every force has its own equal and opposite reactive force...মেনে চলল্ ! According to chemistry...ছোটবেলার জীবন হাইড্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়ায় পানি~পানি কখনও বরফ হল~আবার কখনও জলীয় বাষ্প= Metamorphism of water এর মধ্যেই সীমাবদ্ধ ছিল...বড় হলে সেটা আসপিরিন আর প্যারাসিটামলের অত্যন্ত সুবোধ (!!) বিক্রিয়া হয়ে পড়ল্...কোন একটা compound এর proportion কম বা বেশিতে reaction ঢিস ঢিস বুম আর residue product toxic গ্রুপভুক্ত...এ রূপান্তর হল! According to Botany...ছোটবেলা ছিল প্যারেনকাইমা টিস্যুর diagram...আর বড় হলে সেটা হয়ে গেল ফ্লোয়েম টিস্যুর কান্ডের প্রস্থচ্ছেদের diagram (what to draw didn't understand,but had to draw several times)! According to Zoology....ছোটবেলা ছিল Chordata পর্বভূক্ত Aves শ্রেণীর...দিন যেতে যেতে life cycle এর ধরন Pisces এর Chondrichthys উপশ্রেণীর মত্স্যকূলে পরিণত হল...Eel fish,hammer headed shark...!According to mathematics...ছোটবেলায় জীবন ছিল ইউক্লিডীয় উপপাদ্য যা বড় হতে হতে টলেমির উপপাদ্যতে...আর ডি মরগ্যানের সূত্রে পরিণত হল (যারা পড়েছে তারা বুঝবে why Ptolemy's one...!) !!! Moral of every scientific example: Don't grow up,it's a trap...
২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৩
রিকি বলেছেন: স্যার এটা আমার ব্লগে টেস্টিং পোস্ট ছিল !! মানে দুটো পোস্ট দিয়ে দেখেছিলাম, হোম পেজে কীভাবে আসে!! এর আগে অভিজ্ঞতা ছিল না।
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০১
খায়রুল আহসান বলেছেন: সেটা বুঝেছি।
তবে পোস্টের শেষ বাক্যটি একাই একশ'!
ভাল থাকুন। শুভেচ্ছা রই্লো...
২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৯
রিকি বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১১
খায়রুল আহসান বলেছেন: Well explained!
Don't grow up, it's a trap...couldn’t agree more!
I wish I could put the clock back!