![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও। মনের মতো কারে খুঁজে মর, সে কি আছে ভুবনে, সে যে রয়েছে মনে।
"Without the spiritual world the material world is a disheartening enigma" সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল যে অঞ্চলগুলো নিয়ে... তার মধ্যে ভারত একটি। আজ এই ভারতের কিছু অদ্ভুতুড়ে, ভৌতিক এবং রহস্যজনক জায়গা নিয়ে পোস্ট শেয়ার করব...
1. The Aleya Ghost Lights:
এই ঘটনা বাংলার বিল এলাকায় অহরহ ঘটতে দেখা যায়… অন্ধকার বিল অঞ্চলে এই Aleya Ghost Light দেখা যায়... যা পথিকদের অনেক সময় দিক বিভ্রান্ত করে দেয়। যারা দেখেছে তাদের মতে, এসব আলো ভূমির উপর ভাসমান অবস্থায় থাকে। স্থানীয়রা বলে, এগুলো মৃত জেলেদের আত্মা...যারা অস্বাভাবিক ভাবে মারা গেছিল। কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা তাদের নিজস্ব তত্ত্ব দিয়ে এই Aleya Ghost Light কে এভাবে ব্যাখ্যা করেছেন... এই আলো গুলো প্রকৃতপক্ষে সংশ্লিষ্ট বিলের জীব দেহের পচে যাওয়া অংশ থেকে উৎপন্ন গ্যাস… যা বাতাসে মুক্ত হওয়ার পর অক্সিজেন এর সাথে মিশ্রিত হয়ে oxidized এবং ionaized হয়... যার ফলে এই আলোর উৎপত্তি হয়। কিন্তু বিল অঞ্ছলের এই আলোর রহস্যের ব্যাখ্যা এখনও কিছুটা অস্বচ্ছ!!!
2. Kongka La Pass:
Ladakh এ Indo-Chinese border বরাবর Kongka La Pass নামের এক অত্যন্ত প্রত্যন্ত জায়গা রয়েছে... এটি দুই দেশের সীমান্ত সংঘর্ষের কারণে বহু আগেই “No Man’s Land” ট্যাগ পেয়ে গেছে। উভয় দেশই এর উপর নজরদারি করে satellite মারফত, কিন্তু কোন দেশ নিজের সেনা এই জায়গা তে পাঠায় না... কেন জানেন?? এর কারণ , ধারণা করা হয়, এটি ভিনগ্রহবাসীদের UFO(Unidentified Flying Object) নামানোর স্থান। Kongka La Pass এ অনেক বৃহদাকার গুপ্ত ভূগর্ভস্থ base station রয়েছে... যেখানে ধারণা করা হয় , ভিনগ্রহবাসীরা এখানেই তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। অনেক পর্যটক এবং আশেপাশের স্থানীয়দের মতে, এই জায়গাটিতে অহরহ UFO দেখতে পাওয়া যায়... মানুষ এটাও বলে এখানে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার ব্যাপারে। চীন অথবা ভারতীয় সরকার দুই তরফই সমানভাবে অবগত... Google Earth,এর কিছু তথ্য বলে, সেখানে কিছু ভূগর্ভস্থ প্রবেশপথ রয়েছে... যেগুলো সামরিক কার্যকলাপের সুযোগ সুবিধা সম্পন্ন। কারা থাকে আদৌতে সেখানে??? এটি কি চীন বা ভারতের সামরিক কোন ছল চাতুরী ??? নাকি সত্যি এখানে ভিনগ্রহবাসীদের আবাস??
You tube link: https://www.youtube.com/watch?v=APP1VxXX77g
3. BrijRaj Bhawan Palace:
কোন রাজভবনের পাহারাদার রাত্রে বেলায় তন্দ্রাচ্ছন্ন হলেই এক অদৃশ্য শক্তির কাছে চড় খায়!!!?? শুনে কোন ভুতের বাড়ির ঘটনা মনে হচ্ছে তাইতো??? এরকমই একটি জায়গা আছে, ভারতের Kota, Rajasthan এ... প্রাসাদটির নাম Brij Raj Bhaban Palace. এখানে পাহারাদাররা তন্দ্রাচ্ছন্ন হলেই এক অদৃশ্য শক্তির কাছে চড় খায়... আপাতদৃষ্টিতে অনেকেরই মনে হতে পারে, পাহারাদার তার কতৃপক্ষের কাছে মার খায়... কিন্তু প্রায় অনেক্ কাল যাবত সেখানে কেউ বসবাস ই করে না... এমনকি এর তদারকির জন্য কোন মানুষ ও এখানে থাকে না শুধুমাত্র পাহারাদার ছাড়া। স্থানীয়দের মতে, এই ভবনে থাকা ভূত আসলে ১৮৫৭ সালে ভারতীয় সেনাদের হাতে নিহত হওয়া British Resident Major Burton.. কোন মানুষের ক্ষতি করেনি সে এখন পর্যন্ত... ১৭৮ বছরের পুরনো এই প্যালেসে Major Burton ভয় দেখালেও, কোন ক্ষয় ক্ষতির নিদর্শন নেই... বর্তমানে এই ভবনটিকে heritage hotel হিসেবে স্বীকৃতি দাওয়া হয়েছে!!!
You tube link: https://www.youtube.com/watch?v=sNSTD9qlJlU
4. Sabrimala:
প্রত্যেক বছরের ১৪ জানুয়ারী, মকর সংক্রান্তির দিনে Sabrimala temple, Kerala তে এক রহস্যজনক ঘটনা ঘটে। একটি particular পাহাড়ের চূড়াতে একধরণের দৈবিক জ্যোতি দেখা যায়... সেখানকার হিন্দুরা বিশ্বাস করে এটি Lord Ayyappan এর দ্যুতি, যে এটির মাধ্যমে তার অনুগতদের আশীর্বাদ করে... অনেকে আবার বলে থাকেন এটি মানুষের তৈরি। আবার কিছু কিছু তত্ত্বের মতে, এটি বহু বছর আগে সেই পাহাড় সংলগ্ন বনের অধিবাসীদের দ্বারা সেই দিনে বাতি প্রজ্বলনের একটি দিন... আজও সেই ঐতিহ্য পালন হয়ে চলেছে মকর সংক্রান্তির দিনে... আসলে কি রহস্য লুকিয়ে আছে এই দ্যুতির পিছনে সেটা আজও অজ্ঞাত!!
You tube link: https://www.youtube.com/watch?v=gQR0EluB5UU
5. Markonahalli Dam :
Bangaluru যাওয়ার পথে Kunigal Taluk এ, Markonahalli Dam নামে একটি জায়গা রয়েছে... কি রহস্য এই জায়গার জানেন?? এই জায়গাটিতে আসলে কোন যানবাহন আর সামনে এগোয় না... থেমে যায় কোন কারণ ছাড়ায়!!! তাদের ঐ পরিখা ঠেলে পার করতে হয়... অনেক মোটরসাইকেল চালক এই ঘটনার সম্মুখীন হয়েছেন... এবং তারা বলেছেন শেষ পর্যন্ত এই পরিখা থেকে বের করতে বাহনটিকে তাদের ঠেলে নিয়ে যেতে হয়েছে সুদূর Bangaluru পর্যন্ত... যাতে তা আবার কার্যক্ষম হয় !!! কি রহস্য এই পরিখার জানেন??? অনেকে বলে থাকেন... এই পরিখা বা খাতের নিচে একজন বৃদ্ধ মহিলাকে কবর দিয়ে রাখা হয়েছে... এবং তার পর থেকে জায়গাটি অভিশপ্ত !!!
6. Living tree bridges of Cherrapunji:
কেমন লাগবে শুনতে যদি বলি LORD OF THE RINGS সিনেমার সেই গাছের তৈরি সেতু প্রকৃতিতে বর্তমান?? ভারতের মেঘালয় রাজ্যের Cherrapunji তে এই ধরণের একটি সেতু দেখা যায়... যা কিছুটা রহস্যমণ্ডিত!! Rubber গাছের মূল যা ৩০০০ ফিট জুড়ে বিস্মৃত... এই গাছ গুলো নদীবক্ষ থেকে কিছুটা উপরে পাহাড়ের গা বেয়ে বেড়ে উঠেছে... ফলে তাদের মূল গুলো নদীর উপর ভাসমান !!! এই মুলগুলো বছরের পর বছর ধরে আরও বিস্মৃত হয়েছে... এবং এখানকার মানুষ একে নদীর উপর দিয়ে চলাচলকারী সেতু হিসেবে ব্যবহার করেছে!!!
You tube link: https://www.youtube.com/watch?v=5jrmm7gjZGE
7. Dumas Beach:
Surat, Gujrat… ১৩ মাইল দূরে আরব সাগরের তীরে কালো রঙের বালু সম্বলিত একটি beach রয়েছে... যার নাম Dumas Beach… কি বৈশিষ্ট্য এই beach এর?? পর্যটক এবং স্থানীয়দের মতে, এটি একটি ভৌতিক জায়গা... এর কারণ Dumas এর এই beach প্রকৃতপক্ষে একটি শ্মশান !! হিন্দুদের মতে, একজন মানুষ মারা যাওয়া পর, তার দেহ থেকে আত্মার মুক্তির জন্য দেহটিকে দাহ করে ফেলতে হয়... এর ফলে নাকি আত্মা পৃথিবীর সকল সম্পর্কের বন্ধন, তথা তার দেহ থেকে মুক্তি লাভ করে... Dumas Beach এ অনেকে কিছু অদৃশ্য কণ্ঠের কথা বার্তা, আর্তনাদ প্রভৃতি শুনতে পান... সূর্য ডোবার পরে এই জায়গার বাতাস নাকি ভারী হয়ে উঠে... এই Dumas Beach এ কেউ রাত্রি বেলায় যেতে সাহস পায় না কারণ অনেকে প্রত্যক্ষ করেছে, এখানে এসে পর্যটক এমন কি স্থানীয়রাও রাতের অন্ধকারে কোন আলামত ছাড়াই নিখোঁজ হয়ে গেছে!!!
You tube link: https://www.youtube.com/watch?v=3xzU2TWQqcQ
8. Magnetic Hill:
ধরে নিন, একটি গাড়ি রাস্তা দিয়ে চলছে,...তাকে কোন প্রয়োজনে থামানো হল... এবার যদি সে দাঁড়িয়ে না থেকে আসতে আসতে পিছনের দিকে... নিজের বলের বিপরীত দিকে চলতে থাকে...কি বলবেন তাহলে এই ঘটনাকে??? Ladakh এ একটি পাহাড় রয়েছে, এর আসে পাশে যদি কোন গাড়ি দাঁড় করিয়ে রাখা হয় এটি নিজের বিপরীত দিকে কোন কারণ ছাড়ায় আপন মনে চলতে শুরু করে কারো সাহায্য ছাড়ায়...।!!! অনেক সময় এই গাড়ি গুলোর গতি ২০ কিমি/ ঘণ্টা পর্যন্ত উঠে যায়!! এই ঘটনার কারণ হিসেবে বলা হয়... এই পাহাড় চৌম্বকীয় ... এর ফলে গাড়ি গুলো সম্মুখ বরাবর না এগিয়ে পশ্চাতের দিকে যায়!!! এই পাহাড়কে “Himalayan Wonder” ও বলা হয়ে থাকে !!!
You tube link: https://www.youtube.com/watch?v=CU23Y18pIDs
9. Hide and Seek Beach:
কল্পনা করেন তো, একটি সমুদ্র সৈকত একই দিনে একবার আবির্ভূত এবং তিরোহিত হয়... এক সময় সৈকত থাকে, একসময় সৈকত পলকেই উধাও হয়ে যায় !!!! Chandipur Beach, Orissa তে এই ঘটনা ঘটে... দিনের বেলা একসময় এতে পানির সংস্পর্শ দেখা যায়... আবার কিছু পরই পানি পুরোপুরি নাই হয়ে গিয়ে শুধুমাত্র বালুর চর এবং কিছু Casuarina গাছ পরে থাকে। এর কারণ ধরা হয়, ভাঁটার সময় সমুদ্রের পানি ৫ কি.মি পর্যন্ত চলে যায়... আবার জোয়ারের সময়ে তা পুনরায় আগের অবস্থানে ফিরে আসে। এর পরেও এই ঘটনাটি একটা বিরল হিসেবেই ধরা হয়ে থাকে...!!!
You tube link: https://www.youtube.com/watch?v=KN1Bsk1-um4
10. Skeleton Lake:
স্থানীয়ভাবে এই হ্রদটিকে “Mystery lake” ও বলা হয়ে থাকে। এই রহস্য মণ্ডিত হ্রদটি Uttarakhand এর অদূরে একটি প্রত্যন্ত হিমাবাহ সংলগ্ন জায়গায় অবস্থান করছে... এই হ্রদের পানির উৎস এই হিমবাহ। হ্রদটি অগভীর, এবং যখন এই হ্রদের বরফ গলে পানিতে পরিণত হয়... এর তলদেশে অবস্থানরত অসংখ্য মানুষের হাড় দৃশ্যমান হয়ে উঠে!! এই হাড় গুলোকে নিয়ে অনেকে অনেক কথা বলে থাকেন... অনেকের মতে নবম শতাব্দীর দিকে এই অঞ্চলে গণহত্যার ঘটনা ঘটে, যার বর্তমান প্রতিফলন ঐ হাড়গুলো!!! National Geographic এর একটি টিম সবশেষে অনুসন্ধান করে দেখে, এখানে প্রাপ্ত কিছু কিছু হাড়ে এখন পর্যন্ত মাংশের উপস্থিতি বর্তমান!!! এখানে শুধু যে হাড় পাওয়া গেছে তা নয়... কাঠের অবশিষ্টাংশ, লোহার ভাঙ্গা টুকরো , চামড়ার জুতো এবং রিং ও পাওয়া গেছে এতে!! কিভাবে এসেছিল এতগুলো মানুষের হাড় এই হ্রদ তাও আবার লোকালয়ের বাইরে... আজ পর্যন্ত এর সত্যিকারের কারণ উহ্য থেকে গেছে!!!
You tube link: https://www.youtube.com/watch?v=vG4owt5_YHI
11. Bullet Baba:
Om Banna নামের এক ব্যাক্তি একদিন তার সখের Bullet Bike এ চড়ে ভোটের সময়ে কিছু মানুষের সাথে দেখা করতে যাচ্ছিল। পথে দুর্ঘটনার শিকার হয়ে সে মারা যায়... পুলিশ তার বাইকটি থানায় নিয়ে যায় এর দুর্ঘটনার সাথে সংশ্লিষ্ট তার কারণে!! পরের দিন সকালে পুলিশ দেখে বাইকটি তাদের থানা থেকে উধাও!!! কোথায় গিয়েছিল সেই বাইকটি জানেন?? পুলিশ অনেক খোঁজাখুঁজির পর বাইকটি কে সেই দুর্ঘটনা হওয়া জায়গাটিতেই খুঁজে পায়!! এবং তাকে আবার থানায় নিয়ে আসলে এরপর থেকে একই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকে... তারা বাইকটি কে সেই দুর্ঘটনার জায়গাটিতেই বারবার পায়!! ধারণা করা হয়... Om Banna র বাইক টা অনেক সখের ছিল এবং মারা যাওয়ার পরেও তার আত্মা বাইকটাকে নিজ থেকে আলাদা করতে পারেনি!! এই দুর্ঘটনার জায়গাটি এখন বাঁধানো হয়েছে, এবং মানুষ দুর্ঘটনা থেকে উদ্ধার পেতে চাইলে একবার হলেও এই জায়গাটিতে আসে... এই জায়গাটির অবস্থান Pali City, Rajasthan থেকে ২০ কি.মি পূর্বে !!
You tube link: https://www.youtube.com/watch?v=jtoDJ1_oNoQ
12. Bhangarh Fort:
ভারতের রাজধানী Delhi থেকে ৩০০ মাইল দূরে অবস্থিত Bhangarh Fort কে ভারতের ভৌতিক জায়গা গুলোর মধ্যে সর্ব শীর্ষে বসান হয়ে থাকে। অনেক ধরণের paranormal ঘটনা ঘটে এখানে... বলা হয়ে থাকে এই জায়গাতে যদি কেউ সন্ধ্যা বেলার পরে যায় সে আর কখনও ফিরে আসতে পারে না। ভারতীয় সরকারের Archaeological Society র পক্ষ থেকে এই জায়গাতে একটি সতর্ক করার জন্য বোর্ড লাগানো আছে যার মতে ”সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে কাউকে এই দুর্গে প্রবেশ করার অনুমতি দাওয়া হবে না ” !! এই ভৌতিক জায়গাটি নিয়ে অনেক উপকথা রয়েছে... কেউ কেউ বলেন এই জায়গাতে একজন সন্ন্যাসী থাকত যার নাম Baba Balanath যে এই দুর্গের আশেপাশের জায়গাতেই থাকত। এটি তার একটি শর্ত ছিল, তার বাড়ির আশেপাশের অথবা বর্তমান দুর্গটি যেখানে অবস্থান করছে সেখানে কেউ সেই সন্ন্যাসীর বাড়ি অপেক্ষা বড় আকারের বাড়ি বানাতে পারবে না... অর্থাৎ কারো বাড়ির ছায়া যেন ভুলক্রমেও তার বাড়ির উপর না পরে... তাহলে সন্ন্যাসীর অভিশাপে সেই জায়গাতে নরক নেমে আসবে!! আরেকটি উপকথার মতে, একজন যাদুকর সেই জায়গার রাজকুমারীর প্রেমে পড়েছিল... সে কালো যাদুবিদ্যায় পারদর্শী ছিল। সে রাজকুমারীকে তার ভালোবাসার বন্ধনে আবদ্ধ করার জন্য একটি বোতল ভর্তি ওষুধ খেতে দিয়েছিল... রাজকুমারী সেটি বুঝতে পেরে বোতলটি ছুড়ে ফেলে দেয়... কালো যাদুর প্রভাবে বোতলটি একটি বড় পাথরের উপর পরলে সেটি গড়াতে গড়াতে যাদুকরটির উপর গিয়ে পরে... এবং সে পাথরের চাপায় মারা যায়। মারা যাওয়ার আগে সে অভিশাপ দিয়ে গিয়েছিল, Bhangarh এর আসা কোন মানুষ, এখানে বাস করা কোন মানুষ বাঁচতে পারবে না... এখানে আসলেই মানুষ মারা যাবে!! এর পরে দুর্গটি মুঘল সাম্রাজ্য দখল করে নেই... এবং ঐ এলাকার ১০০০০ মানুষ, সেই রাজকুমারী সহ রাতের রাত উধাও হয়ে যায়!! এখনও এই জায়গার আশে পাশেও কোন জন্য বসতি দেখা যায় না !!!
You tube link: https://www.youtube.com/watch?v=3Sr7KsfAFgI
13. Kuldhara:
পাঁচ শতাব্দী পর্যন্ত Kuldhara,Jaisalmer, Rajasthan গ্রামের বাসিন্দারা একে অপরের সাথে মিলে মিশেই বসবাস করত বলে শোনা যায়। এক রাত্রে তারা সবাই হঠাৎ করে চলে যায়... এক রাত্রে ১৫০০ জন গ্রামের বাসিন্দা ঠিক কি কারণে এভাবে উধাও হয়ে যায়... এ এক বিরাট রহস্য???!!! এই ব্যাপারেও অনেকে অনেক কথা বলেন... কিছু বলে, তারা এক অত্যাচারী জমিদারের হাত থেকে রেহাই পেতে পালিয়েছিল আবার কেউ বলে এই জায়গার সাথে এক যুবক যুবতীর প্রেমের কাহিনী জড়িয়ে আছে। এই উপকথা বলে, এই যুবতীটির বাবা গ্রামের একজন গুরুত্বপূর্ণ মানুষ ছিল এবং সে তার মেয়ের এই সম্পর্ক মেনে নিতে পারেননি । তারপর থেকেই এই গ্রামের সবাই নাকি রাতারাতি উধাও হয়ে গেছে। বিশ্বাস করা হয়, এই গ্রামের অধিবাসীরা এই জায়গা ত্যাগ করার পূর্বে জায়গাটিকে অভিশাপ দিয়ে গিয়েছিল... যার ফলে তাদের গ্রাম ছেড়ে যাওয়ার পরে অনেকে আবার এই গ্রামে এসে থাকার চেষ্টা করে... কিন্তু রহস্যজনক ভাবে তাদের ভাগ্যে নেমে আসে বর্বর মৃত্যু!!! বলা হয়ে থাকে, এই সব মরা মানুষের আত্মা এখনও এখানে ভৌতিক একটা পরিবেশ তৈরি করে রাখে!! বর্তমানে এই জায়গাটি সম্পূর্ণরূপে পরিত্যক্ত... No one knows actually where the villagers really disappeared!!!
You tube Link: https://www.youtube.com/watch?v=lqk-mdlQyUY
14. Dow Hill:
বড় বড় গাছের উপস্থিতির কারণে কোন জায়গায় সূর্যের আলোর কিছু পরিমাণ প্রবেশ করে, সাথে রয়েছে সেই এলাকার কুয়াশাচ্ছন্ন ভাব, আর একজন মুণ্ডুহীন বালকের সেখানে উপস্থিতি... কি Sleepy Hollow সিনেমার কথা মনে পড়ছে তাইতো??? Dow Hill, Kurseong, West Bengal এ অবস্থিত একটি জায়গা...যার পরিবেশ ঠিক এমন ই!! এখানে নাকি একটি মুণ্ডু হীন বালক কে রাস্তা থেকে চলতে চলতে হঠাৎ করে বনের মধ্যে গাছের অন্তরালে উধাও হতে দেখা যায়। স্থানীয়রা এখানে অনেক অদ্ভুতুড়ে ঘটনা প্রত্যক্ষ করেছে এবং তাদের অনেক ভয়াবহ অভিজ্ঞতাও রয়েছে। এই জায়গা থেকে বের যদি কেউ হয়েও আসে... ... দিন যেতে না যেতেই তার আত্মহত্যার খবর পাওয়া যায়। এখানে অনেক খুনের ঘটনাও ঘটে থাকে... সব মিলিয়ে জায়গাটি সেই মাত্রার ভৌতিক!!
You tube link : https://www.youtube.com/watch?v=WUlzkjGRfGw
15. Agrasen ki Baoli:
Agrasen ki Baoli, Hailey Road এ Connaught Place এর নিকটে অবস্থিত... স্থানীয়দের উপকথা বলে, এই স্থাপনাটি ১৪ শতাব্দীর এবং এটিকে তৈরি করেছিলেন মহারাজা Agrasen. যখন এই জায়গাটি এর আতিশয্য এবং আকর্ষণ হারিয়ে ফেলে , জায়গাটি রহস্যজনকভাবে কালো রঙের পানি দিয়ে পূর্ণ হয়ে যায়... এই পানি নাকি মানুষকে মোহাবিষ্ট করার ক্ষমতা ধারন করত এবং তাদের আত্মহত্যা করতে বাধ্য করত। আজও পর্যন্ত এই জায়গার এরকম অদ্ভুতুড়ে পরিবেশ কেউ ব্যাখ্যা করতে পারেনি !!
You tube link: https://www.youtube.com/watch?v=451q1idg3bI
16. Hanging Pillar:
যদি বলা হয়, একটি পুরাকীর্তি মাটি থেকে ভাসমান কিছু পিলার এর উপর দণ্ডায়মান!!! কি বিশ্বাস হচ্ছে না তো... Andhra Pradesh এর Anantapur অঞ্চলে Lepakshi তে এরকম কিছু ভাসমান পিলার রয়েছে... যার উপর একটি পুরো মন্দির দণ্ডায়মান। ১৬ শতাব্দীর দিকে Vijayanagar style এ তৈরি এই মন্দিরের এসব পিলারের নিচ দিয়ে অনায়সে কোন কাগজ বা কাপড় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়া যায়...ভূমির সাথে পিলারের বিস্তর ফারাক!! একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার এই রহস্যমণ্ডিত স্থাপনা প্রকৃতপক্ষে কিসের উপর দাঁড়িয়ে আছে...সেটা দেখার জন্য এসেছিলেন... কিন্তু এখানকার অবস্থা দেখে তার আর বলার কিছু থাকে না... পুরো স্থাপনাটি যে ঐ ভাসমান পিলারগুলির উপর দণ্ডায়মান !!!
You tube link: https://www.youtube.com/watch?v=GXS1t-lyDPA
Hanging Pillar এর bottom part এর ছবি......
17. Jamali Kamali Mosque:
উপকথা অনুসারে, দুইজন সুফি সন্ন্যাসী , জামালী এবং কামালী Delhi র এই মসজিদটির নিচে সমাহিত। তবে শান্ত এবং নিরবিচ্ছিন এই পবিত্র স্থানটিতে কিছু জ্বীনের উপস্থিতি শোনা যায়..অনেকে বলেছেন এখানে গিয়ে অনেকে অনেক কিছু unwanted ঘটনার সম্মুখীন হয়েছেন... কেউ কেউ অদৃশ্য কারো কাছে চড় খেয়েছেন... বা কাউকে তাড়া করেছে প্রচণ্ড বেগে ধেয়ে আসা কোন বাতাসের ঝাপটা... অনেকে বলেছেন রাত্রে বেলায় এখানে নাকি অনেকের কান্নার আওয়াজ পাওয়া যায়... এই মসজিদে সূর্যাস্তের পর কেউ প্রবেশ করে না !!!
You tube link: https://www.youtube.com/watch?v=L-Ag4DqAkMA
18. Khooni Nadi:
Delhi র অদূরে একটি নদী রয়েছে... যার যোগসূত্র রয়েছে Rohini নদীর সাথে। এই নদীতে ভুল্ক্রমে কেউ নেমে পড়লে আজ পর্যন্ত কেউ বের হয়ে আসতে পারেনি... এই নদীতে এক রহস্যজনক বলের প্রভাবে মানুষ আর বাইরের পৃথিবীর দেখা পায় না... এর এই বৈশিষ্ট্য-র কারণে একে “খুনে নদী” বলা হয়ে থাকে। ইতিমধ্যে অনেক মানুষ এতে নেমে প্রান হারিয়েছেন... এবং আজ পর্যন্ত এই নদীর রহস্য উদ্ধার সম্ভব হয়নি !!!
আশা করি পোস্টটি ভাল লাগবে
২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৭
রিকি বলেছেন: Yeap...i will try definitely and thanks for feedback.
২| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ক্রমাগত ভাল পোস্ট দিয়ে যাচ্ছেন।
চমৎকার পোস্ট। +++
২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪২
রিকি বলেছেন: Thanks a lot
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৮
নাজিয়া ফেরদৌস বলেছেন: খুব ভালো লেগেছে । অনেক ধন্যবাদ
২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৩
রিকি বলেছেন: Thanks for feedback আপু
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০১
প্রফেসর মরিয়ার্টি বলেছেন: Reality is crazier than fiction. :-&
অনেক ভাল লাগল।
চালিয়ে যান
২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১২
রিকি বলেছেন: তা তো অবশ্যই...আমাদের আশেপাশে যে ঘটনাগুলো গুপ্ত অবস্থায় আছে সেগুলো তো কল্পনাকেও হার মানায় ভাই....কিছু মানুষের গোচরে এসে storyline পায়, কিছু অন্ধকারের মধ্যেই চাপা থাকে পার্থক্য এটুকুই..Anyway thanks for feedback..
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৬
পেন্সিল স্কেচ বলেছেন: mysterious place
২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৮
রিকি বলেছেন: Yeap
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৪
তুষার কাব্য বলেছেন: খুবই রহস্যজনক আর অদ্ভুত সব জায়গার কথা বলেছেন...এর কিছু জায়গায় আমারও যাওয়ার সৌভাগ্য হয়েছে ।চেরাপুঞ্জির সেই বিখ্যাত শেকড়ের সেতু,ওড়িস্যার চাঁদিপুর বিচ,অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের ভাসমান পিলার ,বেঙ্গালুরু যাওয়ার পথে সেই রহস্যজনক জায়গার কথা শুনেছি কিন্তু কিছু পাইনি
কুর্সিয়াং আমিও গেছি...ওখানকার বিশাল বিশাল গাছগুলি অনেকটা মানালির হাদিম্বা টেম্পেল এর মত...কিন্তু ওখানকার ওই রহস্যজনক বালকের কথা তো শুনিনি ।
ভালো থাকুন অনেক...শুভেচ্ছা।
২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৭
রিকি বলেছেন: ভাই নেট থেকে যে তথ্য পেলাম তা তুলে ধরলাম... কি সত্যি কি মিথ্যা তা তো বলতে পারব না .... ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য
৭| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫৮
আছিফুর রহমান বলেছেন: ভাল লাগছে, নিয়মিত এতো ভাল পোস্ট লিখতাছেন কেমতে
০২ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৫
রিকি বলেছেন: ঐ কেমতে কেমতে হয়ে যায় ভাই !!!
আর এটা অনেক ক ক ক ক ক ক ক ক ক আগের পোস্ট মনে হয় জানুয়ারী র !!!
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:১৫
জলমেঘ বলেছেন: খুবই ইন্টারেস্টিং। এরকম আরো আরো ইন্টারেস্টিং পোস্টের আশায় রইলাম।